রাজীব চৌধুরী ও করুণাময় সিংহ, মুর্শিদাবাদ, মালদা: দুই জেলায় উদ্ধার অস্ত্র-গুলি। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে দেশি বন্দুক ও গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙায় হেফাজতে থাকা দুষ্কৃতীকে জেরা করে উদ্ধার হল বোমা ও বন্দুক। অন্য়দিকে, মালদার ইংরেজবাজারে পাইপ গান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিএসএফ। কালিয়াচকে উদ্ধার হয়েছে পাইপ গান ও ২ রাউন্ড কার্তুজ।


পঞ্চায়েত ভোটের (Panchayat Election) সময়ে জেলায় জেলায় দেখা গেছে অস্ত্রের ঝনঝনানি। ঝরেছে রক্ত। ঘটেছে প্রাণহানি। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে ফের জেলায় জেলায় উদ্ধার হচ্ছে অস্ত্র-গুলি-বোমা।                            


মুর্শিদাবাদ থেকে মালদা দুই জেলায় উদ্ধার হল বন্দুক, কার্তুজ, বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ডোমকল বাস স্ট্য়ান্ড থেকে দেশি বনদুক, গুলি সহ গোলাম মোস্তাফা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বেলডাঙার মির্জাপুরের দক্ষিণ মাট পাড়ায় অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। 


মনিরুল হক নামে হেফাজতে থাকা এক দুষকৃতীকে জেরা করে অস্ত্র ও বোমার সন্ধান মেলে। ওই দুষ্কৃতীকে নিয়ে অভিযান চালায় পুলিশ। অন্য়দিকে, মালদার ইংরেজবাজারের পিয়াস বাড়ি থেকে একটি পাইপ গান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিএসএফ।                                                                                                                                           


এক কাফ সিরাপ পাচারকারীকে দেখে ধাওয়া করেন বিএসএফের জওয়ানরা। ধাওয়া করতে ব্য়াগ ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে যদুপুর হাটখোলায় হানা দিয়ে একটি পাইপ গান ও ২ রাউন্ড কার্তুজসহ তাফিজউদ্দিন শেখ নামে এক দৃষকৃতীকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। দুই জেলার চার জায়গায় অস্ত্র-গুলি-বোমা উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।