WB News Live: ফের BLO-র মৃত্যু, এবার মুর্শিদাবাদের খড়গ্রাম, SIR-চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন, দাবি পরিবারের
West Bengal News Live Updates: আপনার জেলার, শহরের ও এলাকার সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে- ----
ABP Ananda Last Updated: 28 Nov 2025 09:46 PM
প্রেক্ষাপট
হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সিসিটিভিতে চাঞ্চল্যকর ছবি। বাইকে চড়ে বাড়ি ফেরার সময় গুলি। পড়ে গিয়ে আততায়ীকে ধরার চেষ্টা করলে মারধর।সিসিটিভিতে শ্যুটআউট২। হাওড়ার বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি। পেটে...More
হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সিসিটিভিতে চাঞ্চল্যকর ছবি। বাইকে চড়ে বাড়ি ফেরার সময় গুলি। পড়ে গিয়ে আততায়ীকে ধরার চেষ্টা করলে মারধর।সিসিটিভিতে শ্যুটআউট২। হাওড়ার বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি। পেটে গুলি লেগে গুরুতর জখম শাসক নেতা। আনা হল SSKM-এ। গুলিবৃষ্টিতে আহত পঞ্চায়েত প্রধানের সঙ্গীও। গুলিবিদ্ধ তৃণমূল নেতা৩। গুলির পিছনে সিন্ডিকেট-বিবাদ? সন্দেহ তদন্তকারীদের। পুরনো বিবাদের জের। অভিযুক্ত বাসু চৌধুরী, দাবি পরিবারের সদস্যদের। ১৩ বছর আগেও হামলার অভিযোগ।নেপথ্যে সিন্ডিকেট-বিবাদ?৪। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদায় অবাধে দুষ্কৃতীরাজ। কালিয়াচকে খুন তৃণমূলকর্মী।গণ্ডগোলে আহত আরও ১ তৃণমূলকর্মীর মৃত্যু। গ্রেফতার ১৩।কালিয়াচকে ২ তৃণমূলকর্মীর মৃত্যু৫। চলছে SIR, তুঙ্গে সংঘাত। দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ প্রতিনিধি। ২ ঘণ্টার বৈঠক। তৃণম…[16:44, 28/11/2025] +91 877 761 6724: ১। হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সিসিটিভিতে চাঞ্চল্যকর ছবি। বাইকে চড়ে বাড়ি ফেরার সময় গুলি। পড়ে গিয়ে আততায়ীকে ধরার চেষ্টা করলে মারধর।সিসিটিভিতে শ্যুটআউট২। হাওড়ার বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি। পেটে গুলি লেগে গুরুতর জখম শাসক নেতা। আনা হল SSKM-এ। গুলিবৃষ্টিতে আহত পঞ্চায়েত প্রধানের সঙ্গীও। গুলিবিদ্ধ তৃণমূল নেতা৩। গুলির পিছনে সিন্ডিকেট-বিবাদ? সন্দেহ তদন্তকারীদের। পুরনো বিবাদের জের। অভিযুক্ত বাসু চৌধুরী, দাবি পরিবারের সদস্যদের। ১৩ বছর আগেও হামলার অভিযোগ।নেপথ্যে সিন্ডিকেট-বিবাদ?৪। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদায় অবাধে দুষ্কৃতীরাজ। কালিয়াচকে খুন তৃণমূলকর্মী।গণ্ডগোলে আহত আরও ১ তৃণমূলকর্মীর মৃত্যু। গ্রেফতার ১৩।কালিয়াচকে ২ তৃণমূলকর্মীর মৃত্যু৫। চলছে SIR, তুঙ্গে সংঘাত। দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ প্রতিনিধি। ২ ঘণ্টার বৈঠক। তৃণমূলের করা ৫টি প্রশ্নের একটিরও উত্তর দেয়নি কমিশন, অভিযোগ ডেরেকের। 'প্রশ্নের উত্তর দেয়নি কমিশন'৬। মুর্শিদাবাদের খড়গ্রামে অসুস্থ BLO-র মৃত্যু। বাড়িতে ফর্ম আপলোডের সময় মৃত্যু। SIR চলাকালীন মগরাহাটে অসুস্থ BLO। কাজের চাপে অসুস্থ, অভিযোগ পরিবারের।কোথাও মৃত BLO, কোথাও অসুস্থ ৭। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ-খুনে পঞ্চম অভিযুক্ত গ্রেফতার। কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি সজল সরকার ঘনিষ্ঠ গোবিন্দ সরকার পুন্ডিবাড়ি থেকে পাকড়াও। স্বর্ণ ব্যবসায়ী খুনে পঞ্চম গ্রেফতার৮। হংকংয়ে বিধ্বংসী আগুন। লেলিহান শিখার গ্রাসে বহুতল আবাসন। ১২৮ জনের মৃত্যু, নিখোঁজ ২৮০ জন! (অ্যাম...) বহুতলে আগুন, বাড়ছে মৃত্যু৯। বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আমেরিকার আটলান্টা প্রবাসী সুজিত বসুকে বিয়ে করলেন অভিনেত্রী। লাস ভেগাসে চারহাত হল এক। মধুচন্দ্রিমায় যাচ্ছেন ফ্লোরিডায়।বিয়ে করলেন তনুশ্রী১০। হাওড়ায় তৃণমূল নেতাকে গুলি। সিসিটিভি ফুটেজে বেপরোয়া দুষ্কৃতীরাজ। নেপথ্যে সিন্ডিকেট-বিবাদ? মালদায় কুপিয়ে-মারধর করে খুন ২ তৃণমূলকর্মী। কোথায় আইনের শাসন? ছক ভাঙা ৬টা, সন্ধে ৬১১। শুরু হল ইনফোকম ২০২৫। এবারের থিম, টেকনোলজি ফিউচার ফরোয়ার্ড। প্রযুক্তির বিবর্তন আর তার সঙ্গে কীভাবে মানিয়ে চলবে শিল্প, হদিশ দেবে আলোচনা সভা।শুরু ইনফোকম ২০২৫১২। শীতের আমেজে উত্তরের খাইবার পাস এবার মালদায়। হরেক রসনার পশরা সাজিয়ে কার্নিভাল গ্রাউন্ডে আজ থেকে শুরু। চলবে রবিবার। মালদায় খাইবার পাস---‘বিধিই যখন চ্যালেঞ্জের মুখে, তার ভিত্তিতে কীভাবে পরীক্ষা?’ সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও প্রশ্নের মুখে SSC, আজ ফের শুনানিঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাদের নিয়োগ? তালিকা পেশের নির্দেশ। ‘স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গেই নিয়োগ প্রক্রিয়া’, দাবি শিক্ষামন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮SIR নিয়ে চক্রান্তের অভিযোগ, আজ জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল। ‘SIR নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা বাংলার শাসক দলের ’, আক্রমণে বিজেপি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮হুমকি-হুঁশিয়ারির মধ্যেই ফের আক্রান্ত BLO, কী করছে কমিশন? কেউ গুলিবিদ্ধ, কাউকে কুপিয়ে খুন, মালদার দুষ্কৃতীরাজের শেষ কোথায়! ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live Update: কমিশনের বার্তা, পাল্টা অভিষেক
SIR নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। BLO-দের কাজে হস্তক্ষেপ নয়।অভিযোগ থাকলে খসড়া তালিকা প্রকাশের পর জানান। তৃণমূলকে পাল্টা কমিশন। মিথ্যা বলছে, CC ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের।