কলকাতা: পুজোর শুরুতে ৬০০-র কোটায় দৈনিক সংক্রমণ থাকলেও মহানবমীর সন্ধ্যায় খানিক স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল করোনা অতিমারীকে হারিয়ে জয়ী হয়েছেন ৬০১ জন। রাজ্যে আপাতত সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। সংক্রমণের হার ১.২০ শতাংশ। গতকাল রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭৭১ জন। নবমীর বুলেটিনের শেষে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫,৭৯,০১২ জন। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। উত্‍সবের মরসুমে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 


আরও পড়ুন: Kolkata: কলকাতা স্টেশনের কাছে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে গেল বেপরোয়া গতির বাস, ৩ শিশু সহ আহত ৫


দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৫৮৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার ৭০৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮০৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৭৩ হাজার ৩৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ৯৩০।


বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মোট ১৩ লক্ষ ১ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ অক্টোবর পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে  ৫৮ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৫২৫। এখনও পর্যন্ত দেশে ৯৬.৮২ কোটি দেশবাসীকে ভ্যাকসিন ডোজ দেওয়া হচ্ছে।