আবীর দত্ত, কলকাতা: মহানবমীর দুপুরে সাংঘাতিক দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। কলকাতা স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসকে আচমকা এসে ধাক্কা মারে বেপরোয়াভাবে চলে আসা বাস। দুর্ঘটনার ফলে একটি বাড়ির পাঁচিল ভেঙে সোজা ভিতরে ঢুকে যায় বাস।


বেপরোয়া বাসের ফলে পুজোর আমেজে আহত হয়েছে তিন শিশু সহ মোট পাঁচজন। আহতদের সকলকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে  পৌঁছয় স্থানীয় কাউন্সিলর ও জিআরপি।


আরও পড়ুন: Durga Puja 2021: অতিরিক্ত ভিড় এড়াতে শিয়ালদা শাখায় বাতিল নবমী-দশমীর ৭ জোড়া স্পেশাল নাইট ট্রেন


কয়েকদিন আগেই চতুর্থীর রাতে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাত প্রায় সোয়া ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। দ্রুত গতির বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল। 


যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টোদিকের রাস্তায় গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের যুবকের। তরুণীর অবস্থাও ছিল বেশ আশঙ্কাজনক। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি ইন্দ্রজিৎ দে ও শুভ্রা নাথ দে বাঁশদ্রোণীর গড়িয়া নাথ পাড়ার বাসিন্দা। রাতে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: Kolkata: আগামী রবি, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে


পুলিশ সূত্রে খবর, যুগলের মাথায় হেলমেট ছিল না, বাইকের গতি ছিল ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তারও আগে, নিক্কো পার্কের কাছে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন চালক ও এক তরুণী-সহ পাঁচজন। পুলিশ সূত্রে খবর, চিংড়িঘাটা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল গাড়িটি। নিক্কো পার্কের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়।