কলকাতা: রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯,৪৬১। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৯৮.২০ শতাংশ করোনা আক্রান্তকে। গত ২৪ ঘণ্টায় ছেড়ে দেওয়া হয়েছে ৬৮৬ জনকে।


রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৪২,৯৮৬। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৮,৩৬৪ জনের। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ১৫,১৫,১৬১ জনকে।


শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছিল, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৭৮, ১০ জনের মৃত্যু। কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে একদিনে ৬ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত ৭০, ২ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৮৪, ২ জনের মৃত্যু। পশ্চিম মেদিনীপুরে একদিনে সংক্রমিত ৩৪, ২ জনের মৃত্যু। তার তুলনায় রবিবার করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমল।


এদিকে, দেশে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।


স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে একদিনে করোনা আক্রান্ত হন ৩৪ হাজার ৪৫৭ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫। দেশে সংক্রমণের হারেও উন্নতি দেখা গিয়েছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নিচে। রবিবার তা আরও কমে হয়েছে ১.৯৫ শতাংশ।