কলকাতা: দৈনিক কোভিড সংক্রমণে এখনও ঊর্ধ্বগতি বাংলায়। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৪৩.৫ হাজার। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৬৬৪। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা গ্রাসে প্রাণ গিয়েছে ১১ জনের। কোভিড কোপে  এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৪৮৩ জনের। একদিনে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছে ৭১৫ জন। শুক্রবার রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৫ শতাংশ। অ্যাক্টিভ কেস কমেছে ৪০টি।


এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, উৎসবের মরসুমে জনসমাগম এড়িয়ে চলতেই হবে। নইলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কেন্দ্রীয় সরকারের পরামর্শ দুটি ভ্যাকসিন না হলে ভিড়ভাট্টায় যাবেন না। বাড়িতেই পালন করুন উতসব। 


কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, উত্সবে অংশগ্রহণ করতে হলে অবশ্যই দুটি ডোজ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু এখনও শেষ হয়ে যাননি, সতর্ক করেন তিনি। এখনই উত্সবের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেনাকাটার জন্য ভিড় হচ্ছে বিভিন্ন দোকানে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই লোকজনকে ঘুরতে দেখা যাচ্ছে। তাই আরও বেশ করে সতর্ক করা হচ্ছে সরকারের তরফে। 


এদিকে,দেশে সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমলেও ৪৫ হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯। গত সপ্তাহে সংক্রমণ কমলেও ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।


স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪,৭৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। করোনায় সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। কোভিড দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের।