কলকাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫, ৪৫, ৫৪৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮,৪০২ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৭২৬ জনকে। এই নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৫,১৭,৯৬৫ জন। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৯,১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমেছে। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র ওপরে। চিন্তা বাড়াচ্ছে কেরল। দক্ষিণ ভারতের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৬৪ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬০৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। একদিনে ৩৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। এই রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য, দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়্যান্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গেছে। এ নিয়ে রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়।