ঋত্বিক মণ্ডল, কলকাতা: নির্বাচনের মুখে চমক! যোধপুর পার্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা চক্রে লাকি ড্র! পুরস্কার এলইডি লাইট। ভিড় হচ্ছে না, তাই এখন পুরস্কারের টোপ! ব্যাঙ্গের সুরে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।


নির্বাচনী যুদ্ধে জনতার রায়ই শেষকথা! তাই ভোটমুখী বাংলায় চমক দিয়ে জনতার মন জয়ের চেষ্টায় খামতি রাখছে না কোনওপক্ষই। তৃণমূলের গণবিবাহের আসরে যেমন প্রতীকী গণভোট হচ্ছে, তেমনই বিজেপির ‘চায় পে চর্চা’র আসরে হচ্ছে লাকি ড্র! সরাসরি পুরস্কার জেতার সুযোগ! 
বুধবার সকালে যোধপুর পার্কে চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আগেই উপস্থিত শ্রোতাদের মধ্যে কুপন বিলি করা হয়।


লাকি ড্রয়ের পর হাতে হাতে পুরস্কার! কয়েকজনের হাতে পুরস্কার তুলে দিলেও, বিজেপির রাজ্য সভাপতি এ ব্যাপারে একটি কথাও বলেননি ৷


এসব দেখে তৃণমূলের বিদ্রুপ, চমক নয়, এ হল নির্বাচনী গিমিক! তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘চা-চক্রে ভিড় হচ্ছে না, তাই লাকি ড্রয়ের টোপ দিয়ে লোক ডেকে আনা হচ্ছে। এটা সার্কাস চলছে ৷’’


দোরগোড়ায় বঙ্গ বিধানসভার নির্বাচন। হাইভোল্টেজ এই যুদ্ধে কে জিতবে, তা ঠিক করবে জনতা। তাই জনসংযোগের পাশাপাশি চমক দিয়ে জনতার মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সবপক্ষই।