WB News Live Updates: লরি বা ট্রাকের ওভারলোডিং বন্ধ করতে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক ফিরহাদের
Get the latest West Bengal News and Live Updates: ৩ দিনের সফরে আজ গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অন্যান্য খবর। চোখ রাখুন রাজ্য়ের প্রতি মুহূর্তের খবরের আপডেটে...
লরি বা ট্রাকের ওভারলোডিং বন্ধ করতে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। ওভারলোডিং বন্ধ করতে, নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ জানানোর জন্য দিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর।
কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভা। বিভিন্ন বরোতে বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সংক্রমণে রাশ টানতে কীভাবে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা যায়, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্তাদের উপস্থিতিতে তার পথ খোঁজা হবে ওই বৈঠকে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হল না, তা জানি না। এটা খুব অদ্ভুত। প্রতিক্রিয়া নেতাজি-কন্যার।
করোনার সংক্রমণ ঠেকাতে সল্টলেকে পুলিশি তত্পরতা। চলল ব্যাপক ধরপাকড়। বাজারে গিয়ে, রাস্তায় দাঁড়িয়ে, বাসে উঠে বিনা মাস্কে থাকা কয়েকজনকে আটকও করে পুলিশ। পাশাপাশি, চলে মাইকে প্রচার।
সংঘাতে ইতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করলেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদনের মন্তব্য, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে।
‘কাল থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম। কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ উপস্থিতিতে জিম খোলায় অনুমতি।আউটডোরে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি রাজ্য সরকারের। কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি।হলের মধ্যে অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক কিংবা ২০০জন পর্যন্ত দর্শকে ছাড়।করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়ে ছাড়
করোনা আবহে ২৮ দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা।৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বইমেলা।মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পর জানিয়ে দিল গিল্ড।ক’দিন চলবে বইমেলা? কাল গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত
রাজ্যে একদিনে করোনায় তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত একলাফে কমল ৬ হাজার।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজার ৩৮৫জন, ৩৩জনের মৃত্যু।রাজ্যে করোনার পজিটিভিটি রেট ২৬ শতাংশ
আসানসোলে তৃণমূল প্রার্থী উৎপল সিংহের সমর্থনে প্রচারে উধাও করোনা বিধি। প্রচারে কাঁচা বাদাম গান-খ্যাত ভুবন বাদ্যকর। স্থানীয়দের উদ্দেশে হরিলুঠের মতো ছুঁড়ে দেওয়া হল বাদামের প্যাকেট। আর তা নিতেই পড়ে যায় হুড়োহুড়ি। কোনও বিধি লঙ্ঘন হয়নি, কিছু অতিউৎসাহীর কাজ হতে পারে, দাবি তৃণমূল প্রার্থীর। নিয়ম শুধু অন্যদের জন্য, পাল্টা কটাক্ষ বিজেপির।
‘এসব নোংরামি-খেয়োখেয়িতে থাকতেই চাই না, থাকতামও না তাই। ছোটো মনের অর্বাচীন নেতৃত্ব সম্পর্কে আগাম সাবধান করে দল ছেড়ে দিয়েছি। আসানসোল নির্বাচনে তৃণমূল প্রার্থীরাই জিতবে।’ বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে ট্যুইট তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র
তৃণমূল সাংসদ শান্তনু সেনকে জবাব বিজেপি নেতা তথাগত রায়ের। ‘ভুল, কেন্দ্রের বঞ্চনা সুলভ সিপিএম-তৃণমূলের কাঁদুনি সমর্থনের জন্য নয়। প্রধানমন্ত্রীর কাছে ট্যাবলো-আবেদন নেতাজির অবদান মানুষের সামনে আনার জন্য। অন্য স্বাধীনতা সংগ্রামীদের অবদান মানুষের সামনে আনার জন্য।’ট্যুইট বিজেপি নেতা তথাগত রায়ের
করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন কাউন্সিল চেম্বারের পরিবর্তে হবে টাউন হলে। আজ টাউন হল পরিদর্শনে যান ফিরহাদ হাকিম, অতীন ঘোষ সহ কলকাতা পুরসভার আধিকারিকরা
স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে আসন সংখ্যা কম। আসন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে একাধিকবার ডেপুটেশন দিলেও কোনও লাভ হয়নি। আজ রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, আন্দোলন। দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের। গেট বন্ধ করে দিয়ে চলছে বিক্ষোভ।
কাল মমতার সঙ্গে অখিলেশের দূত কিরণময় নন্দের বৈঠক। উত্তরপ্রদেশ ভোটের আগে কাল মমতা-কিরণময় নন্দের বৈঠক।অখিলেশের দূত হয়ে কাল কলকাতায় আসছেন কিরণময় নন্দ। কাল বিকেল ৪.৩০ টায় কালীঘাটে মমতার সঙ্গে দেখা করবেন কিরণময়। মমতার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক চান অখিলেশ যাদব, খবর সূত্রের। উত্তরপ্রদেশ ভোটের আগে কর্মিসভায় মমতাকে চান অখিলেশ, খবর সূত্রের।
চাপ বাড়িয়ে জোট বাঁধছে বিজেপির বিদ্রোহীরা। আজ বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক শান্তনু ঠাকুরের। এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, শীতের সময় কেউ পিকনিক করতেই পারে, সঙ্গে আছেন মতুয়ারা।
রবীন্দ্র সদনে প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী, সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। প্রয়াত শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ রাজ্য সরকারের। আজ বেলা ১টা থেকে রবীন্দ্রসদনে রাখা আছে শিল্পীর ছবি।সন্ধে ৬টা পর্যন্ত রাখা থাকবে প্রয়াত নাট্য ব্যক্তিত্বর ছবি। ওই সময়ের মধ্যে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পারবেন
কালীঘাটে দুর্ঘটনা। বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত পুলিশ কর্মী। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ সিগনাল ভেঙে রাস্তা পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা মারেন স্কুটার চালক। নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্কুটার চালককে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিত্সাধীন।
পঃ মেদিনীপুরের চন্দ্রকোণায় মহিলার রহস্যমৃত্যু। শিশুর কান্না শুনে পুলিশে খবর প্রতিবেশীদের।চন্দ্রকোণার জয়ন্তীপুরে বধূর বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গলায় গামছা জড়ানো অবস্থায় বধূর মৃতদেহ উদ্ধার।নিহত মহিলার স্বামী সোনার কারিগর, থাকেন মুম্বইয়ে।‘মৃতদেহের পাশে মদের বোতল, সিগারেটের টুকরো’,বধূকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ
ডিয়ার লটারিতে কোটিপতি ‘অনুব্রত মণ্ডল’, ভাইরাল ভিডিও। নাগাল্যান্ডের ডিয়ার লটারিতে পুরস্কার পেলেন ‘অনুব্রত মণ্ডল’! ‘১ কোটি পুরস্কার পেয়েছেন বীরভূমের অনুব্রত মণ্ডল’। অনুব্রত মণ্ডলের নামে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।৬ টাকার টিকিট কেটে ১ কোটি পেয়েছেন বলে ভাইরাল।
৭ ডিসেম্বর ডিয়ার লটারির পুরস্কার জেতার দাবি করে ভাইরাল। এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নই, বললেন অনুব্রত।ভাইরাল এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ
‘বঙ্গ বিজেপির বাস্তব কঙ্কালসার চেহারা তুলে ধরেছেন অনেকবার। মাঝে মধ্যে অসংলগ্ন, ভুল কথা বললেও বিজেপির বাস্তব চেহারা তুলে ধরেন।নোট ও নটীর বিনিময়ে টিকিট, কামিনী কাঞ্চন... ‘দলের অন্তর্দ্বন্দ্ব, ব্যর্থ দল পরিচালনা এসব নিয়ে আগেই সরব। আজও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন। এই শুভ বুদ্ধি নিয়ে ভালো থাকবেন’,বাংলার ট্যাবলো নিয়ে তথাগত সরব হওয়ায়, ট্যুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের
জোড়া বৈঠকের পর বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের। উত্তর ২৪ পরগনার নহাটায় পিকনিক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।পিকনিকে যোগ দিতে হাজির হয়েছেন জয়প্রকাশ, রীতেশ, অশোক কীর্তনিয়ারা।গোপালনগর দক্ষিণে বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে পিকনিক।
‘পিকনিকের বিষয়ে কিছু জানি না’, মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের।
ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থলে রাজ্য ফরেন্সিক টিম। ক্ষতিগ্রস্ত স্লিপারের নমুনা সংগ্রহের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত স্লিপারগুলি বদলানোর কাজ চলছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
হাওড়া গ্রামীণ এলাকা আমতায় বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে সোম-মঙ্গল, পরপর দু’দিন বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
"শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে কী অগ্রগতি?’ ২১ ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। সিআইএসএফ-কেও রিপোর্ট জমার নির্দেশ। "জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৩টি মামলা দায়ের হয়েছে। সিআইএসএফ তদন্তে সাহায্য করছে না। তাই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া সম্ভব হচ্ছে না।" হাইকোর্টে জানালেন রাজ্যের আইনজীবী।
কোচবিহারের ঘুঘুমারিতে মহিলাকে ধর্ষণের অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
"বিজেপিতে আসা অতিথিদের একটু বেশিই গুরুত্ব দেওয়া হয়েছে। অতিথি এলে যেমন অনেক সময় বাড়ির লোকেদের অবজ্ঞা করা হয়। বীরভূমও তার ব্যতিক্রম নয়। যাঁরা এখন বিজেপিতে আছেন, তাঁদেরকে বাড়ির লোক বলে ধরে নেওয়া যেতে পারে। বাড়ি বাঁচাবার লড়াই আবার নতুন করে শুরু করা যেতেই পারে।" ট্যুইট বিজেপি নেতা অনুপম হাজরার।
বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যানার। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ব্যানার। ব্যানার দেওয়া হয়েছে মুরলীধর সেন লেনেও।
বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ।
প্রয়াত শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ রাজ্য সরকারের। আজ বেলা ১টা থেকে রবীন্দ্রসদনে রাখা থাকবে শিল্পীর ছবি। সন্ধে ৬টা পর্যন্ত রাখা থাকবে শাঁওলি মিত্রর ছবি। ওই সময়ের মধ্যে কেউ গিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পারবেন।
প্রয়াত শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ রাজ্য সরকারের। আজ বেলা ১টা থেকে রবীন্দ্রসদনে রাখা থাকবে শিল্পীর ছবি। সন্ধে ৬টা পর্যন্ত রাখা থাকবে শাঁওলি মিত্রর ছবি। ওই সময়ের মধ্যে কেউ গিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পারবেন।
করোনা আবহে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করে দোকান খোলায় ব্যারাকপুরের বুড়ির বাজারে পুলিশের অভিযান। সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ব্যারাকপুর পুর-এলাকায় দোকান, বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিন সেই নির্দেশিকা অমান্য করে দোকান খোলা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে দোকান বন্ধ করে দেয় টিটাগড় থানার পুলিশ। এরপর নোনা চন্দনপুকুর বাজারে চলে ধরপাকড়। মাস্ক না পরায় লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।
মাছ ধরার সময়, পাটাতন ভেঙে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার। উদ্ধার ৪ মৎস্যজীবী। গতকাল ঘটনাটি ঘটে সাগর থেকে ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের জলদা খাঁড়িতে। সমুদ্রে মাছ ধরার সময় পাটাতন ভেঙে ডুবে যায় মা অন্নপূর্ণা নামে ওই ট্রলার। আশপাশের ট্রলার থেকে অন্য মৎস্যজীবীরা এসে ডুবন্ত ট্রলারের ৪ মৎস্যজীবীকে উদ্ধার করেন। ওই মৎস্যজীবীরা সাগরের মহিষামারি এলাকার বাসিন্দা।
বেলভিউতে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। রয়েছেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, হিমোগ্লোবিন কমে যাওয়ায় গতকাল রাতে তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্টে শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল রয়েছে। শারীরিক দুর্বলতা থাকলেও ৯৬ বছরের নারায়ণ দেবনাথ সজাগ রয়েছেন।চিকিত্সকদের কথায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
নিজের লোকসভা কেন্দ্রেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর পোস্টার। আজ রিষড়ার ওয়েলিংটন জুটমিলের গেট ছাড়াও বিভিন্ন জায়গায় শ্রীরামপুরে নতুন সাংসদ চাই লেখা পোস্টার দেখা যায়। করোনা আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কার্যত চ্যালেঞ্জ ছোড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। এদিন অপরূপা পোদ্দারের বাড়ির আশপাশেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দেখা যায়।পোস্টার-বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সিঁথির রামলীলা বাগানে আগুন। ভোরবেলা দুটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল। আগুন লাগার পর আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগায় ঘিঞ্জি জনবসতিতে আতঙ্ক।
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন শুষ্ক আবহাওয়া। ফলে আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ।
এখনও সবার দ্বিতীয় ডোজ কেন হল না? প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কেন্দ্রের আত্মপ্রচার, খোঁচা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ভ্যাকসিনেশনে কেন্দ্রের পরিকল্পনার অভাব, মন্তব্য সুজন চক্রবর্তীর।
সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত প্রনয়ণের দাবি। বিজেপির উপর চাপ আরও বাড়ালেন মতুয়া সাংসদ, বিধায়করা। দাবি আদায়ে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে মতুয়ারা। মতুয়াদের পাশে দল আছে বলে জানিয়েছে বিজেপি। মতুয়া ক্ষোভ সামনে চলে আসায় গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছে তৃণমূল।
রাজ্যে ১ দিনে টেস্ট কমল সাড়ে দশ হাজারের বেশি। তাও সংক্রমিত ১৪ হাজার ৯৩৮। একদিনে ৩৬ জনের মৃত্যু। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতাই। কলকাতার পরই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা।
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতেও বিয়ের মরসুম বলে, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হল বীরভূমের চার পুর এলাকায়। অন্যদিকে আজ ও কাল দোকান-বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে সিঙ্গুর এক নম্বর পঞ্চায়েত এলাকায়।
প্রেক্ষাপট
প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শাঁওলি মিত্র গতকাল বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শাঁওলি মিত্রর বয়স হয়েছিল ৭৪ বছর। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র।
গোয়া বিধানসভা ভোটের (Goa Assembly Election) আগে ফের ধাক্কা তৃণমূলে (TMC)। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কো। কিছুদিন আগে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন অ্যালেক্সিও। গোয়া কংগ্রেসের বিধায়ক (Goa Congress MLA) ছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কো। কংগ্রেস ছেড়ে কিছুদিন আগেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। "অনেকের মত ওনাকেও তৃণমূল কংগ্রেসে স্বাগত জানানো হয়েছিল। এখন উনি দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন, আমরা তাঁকে শুভেচ্ছা জানাই।'' গোয়া তৃণমূলের তরফে সরকারিভাবে বিবৃতি মহুয়া মৈত্রের।
জন্মের পরই শিশুর হৃদযন্ত্রে সমস্যা। আর্থিক সংস্থান না থাকায় সদ্যোজাতকে নিয়ে আতান্তরে পড়েছিল পরিবার। ফেসবুক পোস্টে (Facebook Team) সেই খবর পেয়েই সক্রিয় হল ‘টিম অভিষেক’ (Team Abhishek)। ডায়মন্ড হারবারের সাংসদের টিমের (MP's Team) সদস্যদের সহযোগিতায় শিশুটিকে ভর্তি করা হল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে।
বিধাননগরে রবিবাসরীয় ভোটের প্রচার সারল শাসক থেকে বিরোধী সব দল। দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগের সঙ্গেই চা চক্রে অংশ নিলেন দিলীপ ঘোষ। আবাসনের বাসিন্দাদের মধ্যে প্রচার সারলেন ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২১ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীও এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন।
মা ফ্লাইওভারের পর এবার চিনা মাঞ্জার আতঙ্ক মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় জখম বাইক আরোহী। পূজালির বাসিন্দা ওই ব্যক্তি রাসবিহারীর দিকে যাচ্ছিলেন। আহত ব্যক্তির নাম সোমনাথ দলুই। কপালে চোট পান তিনি, বাইক সহ পড়ে যান উড়ালপুলের ওপরেই। অন্য এক বাইক আরোহী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -