West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে যাচ্ছেন পরেশ অধিকারী
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। পাসবই, চেকবই ও ডেবিট কার্ড আটকে রাখার অভিযোগ প্রাক্তন টাউন তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় অভিযোগকারীদের ডেকে অভিযোগ শুনল ধুলিয়ান পুরসভা। অভিযোগ সত্যি নয়, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর।
মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল নেতা-সহ ১৫ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।
মুর্শিদাবাদ শহরে গ্যাস লিকের ঘটনায় তুঙ্গে উঠল চাপানউতোর
বিকেলে চারজন মণ্ডল সভাপতির নাম ঘোষণা। চার ঘণ্টার মধ্যেই রাজ্য সভাপতির নির্দেশ পেয়ে বাতিল করা হল সেই নাম। গোটা ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুরে অস্বস্তিতে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে টেনে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। যদিও কোন্দলের অভিযোগ মানতে নারাজ বিজেপি।>
সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়লেও, ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারল না পুলিশ। এরমধ্যেই এবিপি আনন্দর হাতে এল, ভিড়ে ঠাসা দোকানের ভিতরের শ্যুটআউটের সময়কার সিসি ক্যামেরার ফুটেজ।
অনলাইনে পরীক্ষার দাবিতে সকাল থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাসের ক্যাম্পাসে বিক্ষোভ
নিউ কোচবিহার স্টেশনের পাশে রেলের জমিতে SAI এর প্রশিক্ষণ কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আগামী ২১ মে প্রকল্পের শিলান্যাস। বিজেপির অভিযোগ, রাজ্যের কাছে জমি চেয়েও না পাওয়ায় রেলের জমিতে প্রকল্প গড়তে হচ্ছে। পাল্টা তৃণমূলের প্রশ্ন, রেলের ওই জমিতে কারখানা হওয়ার কথা ছিল। সেখানে কেন SAI এর কেন্দ্র গড়া হচ্ছে?
নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে যাচ্ছেন পরেশ অধিকারী
রাজারহাটের বৈদিক ভিলেজ থেকে IPL-এ বেটিং চক্র চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে ২৮টি মোবাইল ফোন ও ৪টি ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মাপজোক, ভিডিওগ্রাফির পর, দুর্গাপিতুরি লেনের একটি বিপজ্জনক বাড়ি ভাঙা শুরু হয়েছে। আরেকটি বাড়ি ভাঙার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে KMRCL-কে, খবর পুরসভা সূত্রে।
পৃথক রাজ্যের পরে এবার উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি। উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিনই মেদিনীপুর শহরে পরপর কর্মসূচিতে যোগ দিলেন দিলীপ ঘোষ। এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, রাজনৈতিক শিষ্টাচার হারিয়েছে বিজেপি। প্রশাসনিক বৈঠকে না ডাকার অভিযোগে পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ।
পরোয়ানা ছাড়া কি ভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি? হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার। পরশু এ নিয়ে হবে শুনানি।
অফলাইন নয়, অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব। উপাচার্যের ঘরের দরজায় লাথি। সকাল থেকে উপাচার্য ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকতে হল পুলিশ।
পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী গ্রেফতার। পল্লবীর রহস্যমৃত্যু, প্রতারণার অভিযোগে সাগ্নিক চক্রবর্তী গ্রেফতার। আর্থিক প্রতারণার অভিযোগে লিভ ইন পার্টনার গ্রেফতার। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতভর সাগ্নিককে জিজ্ঞাসাবাদ।
সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার আপাতত স্বস্তি। জিজ্ঞাসাবাদ করতে চাইলে ২৪ ঘণ্টার আগাম নোটিস দিয়ে তা করতে হবে কলকাতায়। ইডি-কে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের।
আজ রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই। রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আজ থেকেই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ‘মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন মন্ত্রীর মেয়ে’
পল্লবীর রহস্যমৃত্যুতে লিভ ইন পার্টনার সাগ্নিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
আনিসের বাড়িতে অভিযান আইন মেনে হয়নি, কোর্টে মানল সরকার
বর্ষার আগেই গোসাবার দয়াপুরে গোমর নদীর বাঁধে ধস। আজ সকালে ভরা কটালে জলস্তর বেড়ে যাওয়ায় প্রায় ১৮০ ফুট এলাকাজুড়ে অস্থায়ী নদী বাঁধে ধস নামে। প্লাবনের আশঙ্কায় নদী বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল ও সেচ দফতরের আধিকারিকরা।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ। এদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। বিজেপির দাবি, এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যর, সেই কারণেই পদত্যাগ দাবি। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনলাইন পরীক্ষার দাবিতে বোলপুরের পূর্ণীদেবী কলেজে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। প্রথমে রাস্তায়, পরে অধ্যক্ষর ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরের দরজায় ধাক্কা মেরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ঘেরাও করে রাখা হয়েছে অধ্যক্ষ-সহ শিক্ষক, শিক্ষিকাদের। পড়ুয়াদের দাবি, প্রস্তুতির সময় মেলেনি, তাই অনলাইনে পরীক্ষা নিতে হবে। পড়ুয়াদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানিয়েছেন পূর্ণীদেবী কলেজের অধ্যক্ষ।
"এত চাহিদা কেন ? কাজ করাতে এত খরচ কেন ? পিডব্লুডি-কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই।" পিডব্লুডি-র সমালোচনায় মুখ্যমন্ত্রী।
অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর ঘরের সামনে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, ১৮ মে বিশ্ববিদ্যালয়ের তরফে অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। এত কম সময়ের প্রস্তুতিতে অফলাইন পরীক্ষায় বসা সম্ভব নয় বলে পড়ুয়াদের দাবি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ঝাড়গ্রামে দুটি কর্মসূচি। প্রথমে বুথস্তরের কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে অফলাইন-অনলাইন পরীক্ষা বিতর্কে পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা। অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি পড়ুয়াদের। অনলাইন পরীক্ষায় বেশি নম্বর উঠবে। অন্যরা অনলাইন করলে আলিয়া বিশ্ববিদ্যালয় করবে না কেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ পার্ক সার্কাস ক্যাম্পাসে। অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। জানিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কয়লা পাচারকাণ্ডে ইডি-মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক-রুজিরাকে আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ২৪ ঘণ্টা আগে দিতে হবে নোটিস। ইডি-কে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। নিরাপত্তা বিঘ্নিত হলে দায়ী থাকবে রাজ্য সরকার, মন্তব্য সর্বোচ্চ আদালতের। কয়লা পাচারকাণ্ডে দিল্লি হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।
অস্থায়ী ঠিকা কর্মীদের বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের বিরুদ্ধে। প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ। অভিযোগ, ১৫ বছর ধরে কাজ করার পরেও ৩৩ জন অস্থায়ী ঠিকা কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে যান ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা।
‘ওয়ারেন্ট ছাড়া কীভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি ?’ হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী । চাওয়া হল মামলা করার অনুমতি । অনুমতি চাওয়া হলো বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। বৃহস্পতিবার মামলার শুনানি।
বউবাজারে সকাল ১১টা থেকে ফের শুরু হবে বাড়ি ভাঙার কাজ। শুরু হবে দুর্গা পিটুরি লেনে ১৬(১) নম্বর বাড়ি ভাঙার কাজ। একইসঙ্গে শুরু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সার্ভের কাজও।
ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য। হোয়াটস্ অ্যাপে দেওয়া হত হুমকি। বন্দুকের ছবি দিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ বিরিয়ানি দোকানের মালিকের। মোবাইলটি পুলিশের হাতে তুলে দিয়েছেন দোকানের মালিক।
ফের মাছ ধরতে গিয়ে নিখোঁজ মত্স্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কঙ্কনদিঘি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল মণি নদীতে মাছ ধরতে নামেন কয়েকজন মত্স্যজীবী। এর মধ্যে অসিত সর্দার নামে এক মত্স্যজীবী নিখোঁজ হয়ে যান। গতকালের পর আজও তাঁর খোঁজে চলছে তল্লাশি। সাহায্য নেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের। পূর্ণিমার ভরা কটালে জলের তোড়ে ওই মত্স্যজীবী তলিয়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান।
মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে ওই তৃণমূল নেতা সদলবলে দলীয় কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে তাঁকে তুলে নিয়ে যান। এই ঘটনায় তৃণমূল নেতা-সহ ১৫ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া মেলেনি।তাঁর বাড়িও তালাবন্ধ।
এদিকে, তৃণমূল কর্মীর অপহরণের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, কাটমানি আর এলাকা দখলকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরেই এই অপহরণ। তৃণমূল জানিয়েছে, দলের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনা ঘটালে তা বরদাস্ত করা হবে না
বউবাজারের পর এবার বাড়ি ফাটলের আতঙ্ক রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। চৌহাটি এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডে স্কুল এবং আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল। বহুতল নির্মাণের জেরে এই ফাটল ধরছে বলে অভিযোগ। নির্মীয়মাণ প্রজেক্টের মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের পুরসভায়। ফাটল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‘পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবে’। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস পুরপ্রধান পল্লব দাসের।
জোরাল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার প্রভাবে আগামী ৪-৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে এ রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
দলেরই উপপ্রধান তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছেন না। এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। একই অভিযোগে সরব হয়েছেন বিরোধী সদস্যরাও। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, প্রধানের সঙ্গে বিজেপির যোগ আছে।
সরকারি হাসপাতালের আউটডোরে সময়ে আসছেন না চিকিত্সকরা। এর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এই অভিযোগ করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোরে দেখাতে আসা রোগীরা। হাসপাতালের সুপার মানছেন, চিকিত্সক সংকটের কারণেই এই সমস্যা। এই ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্ম। রঞ্জি ট্রফিতে নক আউট পর্বে বাংলা দলে প্রত্যাবর্তন ঋদ্ধিমান সাহার। ২২ জনের স্কোয়াড ঘোষণা বাংলা নির্বাচকদের। ঋদ্ধি ছাড়াও দলে রয়েছে মহম্মদ শামির নাম। তবে শামির ক্ষেত্রে বোর্ডের ছাড়পত্র লাগবে।
বারবার জেনারেটরের দাবি জানিয়েও মেলেনি। এবার ঝড়ে তার ছিঁড়ে বিদ্যুৎহীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ঘণ্টার পর ঘণ্টা আলো, ফ্যান না থাকায় গরমে চরম ভোগান্তি রোগীদের। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, জেনারেটর চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরে আর্জি জানানো হয়েছে।
মৃত অভিনেত্রী পল্লবী দে-র পরিবারের খুনের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত লিভ- ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী-কে গড়ফা থানায় ডেকে রাতভর জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারীক অতুল ভি। এখনও পর্যন্ত গড়ফা থানাতেই রয়েছেন সাগ্নিক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অভিনেত্রী পল্লবী ও সাগ্নিক কিছু সম্পত্তি ক্রয় করেছিলেন। সেইসব বিষয়েও জিজ্ঞাসাবাদ করে সাগ্নিকের কাছে জানতে চাইছেন তদন্তকারীরা।
প্রেক্ষাপট
কলকাতা : লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী (Pallavi's Friend) ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ। ‘সাগ্নিকের সঙ্গে অন্য কোনও সম্পর্ক ছিল না। পল্লবী আমার ভাল বন্ধু, সাগ্নিকও ভাল বন্ধু। গতকাল সারাদিন এমআর বাঙুর হাসপাতালে ছিলাম। পল্লবীর উপস্থিতিতে ওদের ফ্ল্যাটে একবারই গিয়েছিলাম। পল্লবীর পরিবারের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ঐন্দ্রিলার।
মৃত অভিনেত্রী পল্লবী দে-র পরিবারের খুনের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত লিভ- ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী-কে গড়ফা থানায় ডেকে রাতভর জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারীক অতুল ভি। এখনও পর্যন্ত গড়ফা থানাতেই রয়েছেন সাগ্নিক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অভিনেত্রী পল্লবী ও সাগ্নিক কিছু সম্পত্তি ক্রয় করেছিলেন। সেইসব বিষয়েও জিজ্ঞাসাবাদ করে সাগ্নিকের কাছে জানতে চাইছেন তদন্তকারীরা।
এদিকে প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। অর্থ সংক্রান্ত কোনও জটিলতা ছিল?
এদিকে ক্যাম্পাসে আসছেন না উপাচার্য। বাড়ি থেকে সামলাচ্ছেন কাজ। এই পরিস্থিতিতে, নিখোঁজ পোস্টার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্যের নামে।
নিউটাউনে রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) বিবেক তীর্থ নতুন অডিটোরিয়ামের উদ্বোধন। বুদ্ধ পূর্ণিমার দিন অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি। আর্ট ইনস্টিটিউট শিকাগোর আদলে তৈরি করা হয়েছে এই অডিটোরিয়াম।
সময়ের আগেই আন্দামান সাগরে ঢুকল বর্ষা। সময়ের আগেই ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। আন্দামান-কেরলের পথে বাংলাতেও কি আগে ঢুকছে বর্ষা? ১৭ মে-র পরে রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি সংলগ্ন এলাকায় পুলিশের টহল। নজরদারির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ তৃণমূল। এর মধ্যেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -