WB News Live Updates:দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ, উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা
Get the latest West Bengal News and Live Updates: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
প্রেক্ষাপট
শিবপুরের (Shibpur) কাছে দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) অ্যাপ্রোচ রোডে (Approach Road) রহস্যমৃত্যু। ‘হাওড়া ময়দানে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বিক্রম সিংহ। দঃ হাওড়ার বকুলতলার বাসিন্দা বিক্রম সিংহ। কীভাবে অ্যাপ্রোচ...More
এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ। উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা। একদল দুষ্কৃতী দলের ওপর চড়াও আরেক দুষ্কৃতী দল। সংঘর্ষে আহত দুজন, ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
চালকরা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা করোনা আবহে শহরে ব্রিদ অ্যানালাইজার দিয়ে চলছে পরীক্ষা। লাউডন স্ট্রিটে গাড়ি-বাইক থামিয়ে চলছে পরীক্ষা। রাত ১০টার পর জোর দেওয়া হচ্ছে বিধিনিষেধে
দলের সব সাংসদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ জানুয়ারি তৃণমূলের সব সাংসদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক।২৭ জানুয়ারি বিকেল ৪: কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলনেত্রী। বাজেট অধিবেশনে ভূমিকা নিয়ে সাংসদদের বার্তা দেবেন মমতা, এমনই খবর সূত্রের।
আপাতত আর সোশাল মিডিয়ায় থাকছেন না মদন মিত্র!৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়ার কথা ঘোষণা মদনের। ‘বেশি ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ’, অন্য কোনও কারণ নয়, দলের নির্দেশেই সোশাল মিডিয়া-ত্যাগ’,সোশাল মিডিয়া-ত্যাগ নিয়ে ঘোষণা কামারহাটির তৃণমূল বিধায়কের
করোনা সংক্রমণ ঠেকাতে বারুইপুরে কঠোর পুলিশ প্রশাসন। রাস্তায় মাস্ক না পরে বেরনোয় চলল ব্যপক ধরপাকড়। নির্দেশ অমান্য করে দোকান খোলায় নামিয়ে দেওয়া হল শাটার। অন্যদিকে মহিষাদলে প্রতি বৃহস্পতিবার দোকান-বাজার বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন।
গোয়ালতোড়ে অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসাররা। যদিও তদন্ত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনার পর এখনও আতঙ্কে রয়েছেন বড় ডাঙার বাসিন্দারা
জলপাইগুড়িতে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতিতে রাশ টানতে আজ থেকে এলাকা ভাগ করে বাজার বন্ধ রাখা শুরু করল একাধিক পুরসভা। ধূপগুড়িতে দেখা গিয়েছে গাঁধীগিরি। মাস্ক না পরে যাঁরা বাইরে বেরিয়েছিলেন, পুরসভার তরফে তাঁদের মাস্কের সঙ্গে লাড্ডু দেওয়া হয়
আসানসোলে কুলটির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ। তফশিলি জাতির শংসাপত্র ভুয়ো দেওয়ার অভিযোগ।আসানসোল পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ক্ষমা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। প্রার্থীপদ বাতিলের দাবি সিপিএমের। আসানসোল পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের। ‘ভিত্তিহীন অভিযোগ, মহকুমা শাসকের দফতর থেকে শংসাপত্র পেয়েছেন, প্রয়োজনে উপযুক্ত প্রমাণ দেবেন’, প্রতিক্রিয়া ক্ষমা মণ্ডলের আত্মীয় ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের
হাওড়ার সাঁকরাইলে ডাকাতি করে খুনের চেষ্টার অভিযোগ। জল খাওয়ার নাম করে বাড়িতে ঢোকে ২ দুষ্কৃতী।অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও গয়না লুঠের অভিযোগ। ডাকাতির পর মহিলার পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ।আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহবধূ, তদন্তে পুলিশ
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে চারতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ। চারতলা থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে।
হাওড়ার বাউড়িয়ার বুড়িখালি এলাকার ঘটনা।
‘এখন থেকে সিসি না থাকলেও সেল্ফ ডিক্লারেশনের মাধ্যমে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের পরে করা যাবে বাড়ি-ফ্ল্যাটের মিউটেশন।’বাড়ি, ফ্ল্যাটের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কলকাতা পুরসভার
রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ।রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯জন করোনা আক্রান্ত ।রাজ্যে টানা ৬দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু।রাজ্যে একদিনে করোনায় ৩৭জনের মৃত্যু
‘আমিও বলছি মমতাই আমার নেত্রী, বাকিদের মানি না’, ডায়মন্ড মডেল বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মমতাও আমার নেত্রী, বাকি কাউকে আমিও মানি না। আমার বিরুদ্ধে কিছু বললে, প্রমাণিত হল দলে গণতন্ত্র, ‘কল্যাণ বলছেন, আমিও তো বলছি, বাকিদের মানি না।
‘নিজেকে দলের ঊর্ধ্বে ভাবলে, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে, মানুষের ঊর্ধ্বে কেউ নেই’, হলদিয়ায় এক্সাইডকাণ্ডে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।অশান্তিতে ইন্ধনের অভিযোগে গ্রেফতার ২ আইএনটিটিইউসি নেতা, পরে জামিন
বনগাঁয় বিজেপিতে কোন্দল অব্যাহত। এবার পুরভোটের প্রস্তুতি নিয়ে জেলা সভাপতির ডাকা বৈঠক এড়ালেন বনগাঁ উত্তরের বিদ্রোহী বিধায়ক। নদিয়ার গয়েশপুরের পর গতকাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বনগাঁয় বৈঠকে বসে বিজেপি জেলা নেতৃত্ব। বৈঠকে যোগ দেননি বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ সাংগঠনিক জেলার নেতা দেবদাস মণ্ডল। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, দাবি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির।
পরিবারের সকলে ভ্যাকসিন নিলে বাড়ির বকেয়া করে মিলবে ২৫ শতাংশ ছাড়। গণটিকাকরণে জোর দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা।
‘১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা।এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% ভ্যাকসিনেশন।দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা। ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ।’১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্ট
২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কা আইবি-র। রেলে মাও হামলার আশঙ্কা, রাজ্য ও রেলকে সতর্ক করল আইবি।ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া থেকে ছাড়া ট্রেনে মাও হামলার আশঙ্কা
বিজেপির নতুন জেলা সভাপতিকে নিয়ে এবার ক্ষোভ পুরুলিয়াতেও। সূত্রের খবর, ভূমিপুত্র নয় এমন কাউকে কেন বিজেপির জেলা সভাপতি করা হয়েছে? প্রশ্ন তুললেন বিজেপির পাঁচ বিধায়ক। দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা। চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। খবর সূত্রের।
১০৮টি পুরসভার ভোটের জন্য ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইভিএম চেয়ে রাজ্য কমিশনের চিঠি ।‘১৫ হাজার ইভিএম দিতে দিতে রাজি জাতীয় নির্বাচন কমিশন’,২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরভোটেও থাকবে না ভিভিপ্যাট, খবর কমিশন সূত্রে
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা ও মারামারি।পরিবারের এক সদস্যকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ।এই ঘটনায় আহত পরিবারের সদস্য হাওড়া আদালতের আইনজীবী শ্যামসুন্দর মাঝি। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরে।জগৎবল্লভ পুর থানায় অভিযোগ দায়ের
নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের।‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো?’, রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবিতে মামলা। ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। বাংলার আবেগকে অপমানের অভিযোগে জনস্বার্থ মামলা। ট্যাবলো বিতর্কে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা
আমলা-নিয়ন্ত্রণ বিতর্কে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। আমলা আইন সংশোধনে অগ্রসর না হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর। এক সপ্তাহে দ্বিতীয় বার মোদিকে চিঠি মমতার। তিনি লিখেছেন,‘আপত্তি সত্ত্বেও আমলা আইন সংশোধনে অনড় কেন্দ্র। আইনের সংশোধিত খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। আইন সংশোধনীর পরিবর্তিত খসড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী।’
স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের দ্বিতীয় জনস্বার্থ মামলা। স্কুল খোলা নিয়ে পলিসি তৈরি করুক রাজ্য সরকার। আবেদন জানিয়ে মামলা এআইএসএফ রাজ্য সভাপতি সৌমেন হালদারের।
করোনার সময় বাড়ছে সাইবার অপরাধ। তাই সচেতনতা বাড়াতে পথে নামল গিরিশ পার্ক থানার পুলিশ। মাইকে চলল প্রচার।
পরিবারের সকলে ভ্যাকসিন নিলে বাড়ির বকেয়া করে মিলবে ২৫ শতাংশ ছাড়। গণটিকাকরণে জোর দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা। আজ সকালে ঢাক-ঢোল, ধামসা-মাদল বাজিয়ে এলাকার ৭টি ক্লাবের সদস্যদের নিয়ে মিছিল করেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, পরিবারের সকলে ভ্যাকসিন নিয়ে বাড়ির বকেয়া করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ভ্যাকসিনের জন্য ১৫-১৮ বছর বয়সীদের সচেতন করতে বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সরঞ্জাম।
পুরসভার ডায়েরিতে নাম নেই মৌসম বেনজির নুরের। ক্ষোভ প্রকাশ প্রাক্তন জেলা সভানেত্রীর। মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের সংঘাত। নতুন বছরে ইংরেজবাজার পুরসভার তরফে প্রতিবছর প্রকাশিত হয় ডায়েরি। সেখানে জেলার সাংসদ, বিধায়ক-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন, নম্বর থাকে। বিরোধীদলের বিধায়ক, সাংসদদের নাম রয়েছে। অথচ আমার নাম নেই, ক্ষোভ প্রকাশ তৃণমূলের রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নুরের। ছোট ভুল, দাবি পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি, নিজের দলের লোকেরও রেহাই নেই। কটাক্ষ বিজেপির।
হালিশহরে পুকুর ভরাট বন্ধ করল প্রশাসন। ১৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পুকুর ভরাট চলছিল। ১৫ জানুয়ারি হালিশহর পুরসভার তরফে বীজপুর থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল পুকুর ভরাট বন্ধ করে দেয় প্রশাসন। এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। বীজপুরের তৃণমূল বিধায়কের সুবোধ অধিকারীর দাবি, বিধায়ক হওয়ার পর থেকেই তিনি এলাকায় পুকুর ভরাট আটকানোর চেষ্টা করছেন। বিজেপির কটাক্ষ, পুরভোটের কথা মাথায় রেখেই এই তত্পরতা।
KEIIP-র টাকায় ১০৯ নম্বর ওয়ার্ডে নিকাশি প্রকল্পে পাম্পিং স্টেশনের শিলান্যাস ঘিরে বিতর্ক। এদিন প্রকল্পের শিলান্যাসে যান মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানান, এলাকার সুতি খাল অবিলম্বে সংস্কার না হলে নিকাশি প্রকল্প তৈরি করেও জল জমার সমস্যা মিটবে না। পুর প্রতিনিধির অনুরোধে এরপর ওই খাল পরিদর্শনে যান মেয়র। মজা খাল সংস্কার করে নিকাশি প্রকল্পের কাজ শুরু করার আশ্বাসও দেন তিনি।
বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী প্রশাসন। পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা এলাকার সব বাজার, সপ্তাহে একদিন, প্রতি বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত ।
রাত ৮ টার পরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। সিআরপিএফ- রাজ্য পুলিশের আলোচনার ভিত্তিতে স্থির হবে সিসিটিভি কোথায় বসবে। রাজ্যের বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। রাজ্যের উচিত সেই পদকে মর্যাদা দেওয়া। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই এবিষয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। যে কোনও রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে অবস্থান জানাবে। শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলায় নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
পুরভোটের আগে খড়গপুরে বিজেপিতে ভাঙন। দিলীপ ঘোষ শহরে থাকাকালীনই তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি। গতকাল খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি যুব মোর্চার দক্ষিণ মণ্ডলের সভাপতি অভিষেক সাউ-সহ বিজেপির বেশ কয়েকজন কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ মেদিনীপুরের সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বনগাঁয় বিজেপিতে কোন্দল অব্যাহত। এবার পুরভোটের প্রস্তুতি নিয়ে জেলা সভাপতির ডাকা বৈঠক এড়ালেন বনগাঁ উত্তরের বিদ্রোহী বিধায়ক। নদিয়ার গয়েশপুরের পর গতকাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বনগাঁয় বৈঠকে বসে বিজেপি জেলা নেতৃত্ব। বৈঠকে যোগ দেননি বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ সাংগঠনিক জেলার নেতা দেবদাস মণ্ডল। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, দাবি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির। পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে বৈঠকে যোগ দিতে পারিনি, দাবি বিধায়কের। প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তৃণমূলের কটাক্ষ, পুরভোটে প্রার্থী পাচ্ছে না, তাই বৈঠক এড়াচ্ছেন খোদ বিধায়ক।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বারুইপুর পুরসভা এলাকা ছাড়াও বারুইপুর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য সপ্তাহে ২ দিন বাজার, দোকান বন্ধ থাকবে।
পুলিশ লেখা গাড়িতে এসে পিক আপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক। অভিযোগকারী পিক আপ ভ্যান চালকের দাবি, গতকাল রাতে তিনি স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের সংযোগস্থলে গাড়ি দাঁড় করান। অভিযোগ, সেইসময় পুলিশ লেখা একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করে রুপোর গয়না ও ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশের গাড়ির চালক শেখ জামির মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার শেখ আকবরকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। ধৃতরা পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী।>>
খিদিরপুরে বেপরোয়া লরির ধাক্কায় পথচারীর মৃত্যু। গতকাল রাত ১১টা নাগাদ খিদিরপুর ট্রামডিপোর কাছে দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল লরিটি। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে ধাক্কা মারে। এসএসকেএমে নিয়ে আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। লরি আটক করেছে পুলিশ।>
রাজাবাজারে একটি বাড়িতে আগুন। দোতলার একটি ঘর থেকে আগুন ছড়াল পাশের ঘরে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়
বিজেপির নতুন জেলা সভাপতিকে নিয়ে এবার ক্ষোভ পুরুলিয়াতেও। ‘ভূমিপুত্র নয় এমন কাউকে কেন বিজেপির জেলা সভাপতি?’ সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বিজেপির পাঁচ বিধায়ক। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকেও চিঠি দিয়েছেন তাঁরা।
রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা। গুরুতর আহত বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১টা নাগাদ বাইক নিয়ে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে গার্ড রেল ও পরে ডিভাইডারে ধাক্কা মারেন বছর বত্রিশের মহম্মদ জাকির হোসেন। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মাঘের শুরুতে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।
রানওয়ে সংস্কারের জন্য ২ সপ্তাহ বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। ১১ থেকে ২৫ এপ্রিল উড়ান বন্ধ রাখার নির্দেশ।
গোয়ালতোড়ে মাটি খুঁড়তেই সারি সারি বন্দুক, গুলি! বাম আমলের অস্ত্র-ভাণ্ডার, অভিযোগ তৃণমূলের। মাও-তৃণমূলের মজুত করা অস্ত্র, পাল্টা সিপিএম।
ভূমিপুত্র নয় এমন কেউ কেন বিজেপির জেলা সভাপতি? কমিটি ঘিরে ক্ষোভ এবার পুরুলিয়ায়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার চেয়ে নাড্ডাকে ৫ বিধায়কের চিঠি।
সংক্রমণ রুখতে কলকাতা থেকে ভিন রাজ্যে যাতায়াতে লাগবে নেগেটিভ রিপোর্ট। তালিকায় ওড়িশা, মণিপুর-সহ ৭ রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল
এবার ওষুধের দোকানেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকে সুপারিশ কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির: পিটিআই