West Bengal News Live Updates: ফের তলব পরেশ অধিকারীকে

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 May 2022 11:32 PM
WB News Live Updates: পরিমার্জন করা হয়েছে সিলেবাস, বিজ্ঞপ্তি আইসিএসই বোর্ডের

কোভিডের সময় বছরে দুটি সিমেস্টারে পরীক্ষা হয়েছিল। আগামী বছর থেকে ফের একটি পরীক্ষা। পরিমার্জন করা হয়েছে সিলেবাস, বিজ্ঞপ্তি দিয়ে জানাল আইসিএসই বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করুক স্কুলগুলি। প্রিন্সিপালদের জানাল আইসিএসই বোর্ড।

West Bengal News Live Updates: ২০২৩-এর ফেব্রুয়ারি-মার্চে আইসিএসই ও আইএসসি

আগামী বছর একটি পরীক্ষাতেই ফিরছে আইসিএসই ও আইএসসি। ২০২৩-এর ফেব্রুয়ারি-মার্চে বোর্ড পরীক্ষা।

West Bengal News Live Updates: ক্ষতিগ্রস্ত এলাকার ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল

ক্ষতিগ্রস্ত এলাকার ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। ফের কাজ করতে গেলে ধসে পড়তে পারে কয়েকটি বাড়ি। সূত্রের খবর, মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়ের পর পুরসভাকে দেওয়া প্রাথমিক রিপোর্টে একথাই বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যলয়ের বিশেষজ্ঞরা। এদিকে, এই অবস্থায় বিপজ্জনক অংশে কাজ বন্ধ রাখল KMRCL।

WB News Live Updates: এবার প্রেক্ষাগৃহ নিয়ে বিতর্ক

বাম আমলে কলকাতায় সরকারি জমিতে তৈরি হওয়া প্রেক্ষাগৃহ নিয়ে বিতর্ক। সরকারি জমিতে, সরকারি টাকায় গড়ে ওঠা প্রেক্ষাগৃহ কীভাবে একটি ট্রাস্ট পরিচালনা করতে পারে? কলকাতা পুরসভার অধিবেশনে, নিরঞ্জন সদন প্রেক্ষাগৃহ নিয়ে এমনই প্রশ্ন তুললেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

West Bengal News Live Updates: পাহাড়ের পথে দুর্ঘটনা, গুরুতর জখম মেডিক্যাল কলেজের আধিকারিক

দুর্ঘটনার কবলে কলকাতা মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার (নন মেডিক্যাল) অরিত্র দত্ত। সপরিবার দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা। সঙ্কটজনক অরিত্র দত্তকে আইসিইউ অ্যাম্বুল্যান্সে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি তাঁর স্ত্রী ও মেয়ে। পরিচারিকার অবস্থাও সঙ্কটজনক।

WB News Live Updates: ফের রাজ্যে শ্যুটআউট

নদিয়ার গয়েশপুরে ভরসন্ধেয় গুলি করে খুন প্রাক্তন পুলিশকর্মীকে। ৫ বছর আগে অবসর গ্রহণ করেন নিহত জনার্দন কর্মকার। বাড়ির সামনেই বাইকে এসে প্রাক্তন পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি।
কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কী কারণে খুন, তদন্তে পুলিশ।

West Bengal News Live Updates: ফের সিবিআই-তলব শিক্ষা প্রতিমন্ত্রীকে

আগামীকাল, শনিবার ফের পরেশ অধিকারীকে তলব করল সিবিআই।

WB News Live Updates: প্রতারণার অভিযোগ করায় হুমকির তাণ্ডব

বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অভিযোগকারিণীর দোকানে তাণ্ডব। হুমকি দেওয়ার অভিযোগ বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা আশিস দের কয়েকজন অনুগামীর বিরুদ্ধে। যদিও তা মানতে নারাজ শাসক নেতা।

West Bengal News Live Updates: সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

WB News Live Updates: নতুন বাড়ি কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এতদিন তাঁর ঠিকানা ছিল বেহালার বীরেন রায় রোডের পৈতৃক বাড়ি। এবার নতুন বাড়ি কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মধ্য কলকাতার লোয়ার রডন স্ট্রিটে ২৪ কাঠা জমির ওপর একটি বাড়ি কিনলেন তিনি। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। 

West Bengal News Live Updates: উদ্ধার জাল নোট তৈরির ডাইসও

বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট তৈরির কারখানার হদিশ। গ্রেফতার তিন। উদ্ধার হয়েছে জাল নোট, ভুয়ো পরিচয়পত্র, জাল নোট তৈরির সরঞ্জাম। বর্ধমান থানার পাশাপাশি, আলাদা করে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি। 

WB News Live Updates: কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী ভাবে পরীক্ষা? বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সামনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা। কিন্তু, অফলাইন নাকি অনলাইনে পরীক্ষা হবে? সে বিষয়ে আজ বৈঠক করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

West Bengal News Live Updates: পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবিতে বামেদের মিছিল

কোচবিহারে মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবিতে বামেদের মিছিল।

WB News Live Updates: বাংলাদেশের ভোটার তালিকায় তৃণমূল প্রার্থীর নাম!

বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের ইলেকশন পিটিশন খারিজ। ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করতে পারেন না আলোরানি। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। 
বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানি সরকারের। তাই নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না আলোরানি। নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে পদক্ষেপের নির্দেশ।
জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

West Bengal News Live Updates: রেকর্ড করা হবে পরেশ অধিকারীর বয়ান

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের জিজ্ঞাসাবাদ পরেশ অধিকারীকে। ৭ ঘণ্টা পার, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পরেশ অধিকারীর বয়ান রেকর্ড করা হবে। পরে এফআইআরে নাম থাকা অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ

WB News Live Updates: রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শুভেন্দুর মিছিল

রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শুভেন্দুর মিছিল। শ্রীরামপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সংকল্প যাত্রা

West Bengal News Live Updates: দেড় মাস পর বোলপুরে ফিরলেন অনুব্রত

টানা ৪৫ দিন পর বীরভুমের বোলপুরের বাড়িতে ফিরলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতকালই তিনি গরুপাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দেন। গরু পাচার সহ ভোট-পরবর্তী হিংসাই অনুব্রত মণ্ডল কে সিবিআই তলব করেছিল একাধিকবার যদিও তিনি হাজিরা এড়িয়ে যান। আজ তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরলেন। বোলপুর শহরকে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে । 

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় তৃণমূলের 'অভিনন্দন যাত্রা'

পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় তৃণমূলের মিছিল। সরকারের এগারো বছরের অভিনন্দন যাত্রা

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় তৃণমূলের অভিনন্দন যাত্রা'

পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় তৃণমূলের মিছিল। সরকারের এগারো বছরের অভিনন্দন যাত্রা

West Bengal News Live Updates: ফেসবুকে পোস্ট পার্থ চট্টোপাধ্যায়ের

অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন, অবিলম্বে এই ধরণের পোস্টগুলো সরিয়ে ফেলুন। মা মাটি মানুষ সরকারের উন্নয়নের ১১ বছরের সমর্থনে মিছিল, কিন্তু অন্য কোনও বিষয় যেন না আসে। আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে সেই আবেদন জানালাম। ফেসবুকে পোস্ট পার্থ চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: ফের বিস্ফোরক অর্জুন সিংহ

ফের নিজের অবস্থান নিয়ে জল্পনা উস্কে দিলেন অর্জুন সিংহ। ‘সংগঠনের বিষয়টি নাড্ডাকে জানিয়েছি। ১০-১৫ দিনের মধ্যে কিছু হলে ভাল হবে। না হলে তো রোজ অনেকে সংগঠন ছেড়ে চলে যাচ্ছেন।আমাদের পদ দিয়েছে, কিন্তু কিছু করতে পারি না।’ ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

West Bengal News Live Updates: শহরে ফের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য

শহরে ফের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা হেলমেটহীন ৩ বাইক আরোহীর। ঘটনায় ২ বাইক আরোহী গ্রেফতার। গতকাল রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। 

WB News Live Updates: কালনা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন ঘিরে 'মারপিট'

কালনা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন ঘিরে উত্তেজনা। স্থানীয় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ।  কলেজের টিএমসিপি ইউনিয়নের সঙ্গে সংঘর্ষ ‘বহিরাগতদের’। সংঘর্ষে আহত ২ জন পড়ুয়া। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু’পক্ষের।

West Bengal News Live Updates: কাজ চললে আরও ঝুঁকির আশঙ্কা, বলা হয়েছে রিপোর্টে

দুর্গা পিতুরি লেনের ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। মাটি দুর্বল থাকায় কাজ শুরু করলে আরও বাড়ি ধসে পড়তে পারে।

West Bengal News Live Updates: কাজ চললে আরও ঝুঁকির আশঙ্কা, বলা হয়েছে রিপোর্টে

দুর্গা পিতুরি লেনের ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। মাটি দুর্বল থাকায় কাজ শুরু করলে আরও বাড়ি ধসে পড়তে পারে।

WB News Live Updates: বউবাজারের এলাকা নিয়ে প্রাথমিক রিপোর্ট বিশেষজ্ঞদের

বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা।

West Bengal News Live Updates: এসএসসি-র সব মামলায় পার্টি করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

সিবিআইকে বাগ কমিটির রিপোর্ট হস্তান্তর করল আদালত। এসএসসি-র সব মামলায় পার্টি করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি-র সব মামলায় পার্টি করা হল শান্তিপ্রসাদ সিন্হাকে। সম্পত্তির হিসেব পেশ করছেন শান্তিপ্রসাদ সিন্হা।

West Bengal News Live Updates: ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন

ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন। রক্ষাকবচের আবেদন খারিজ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই’। ‘বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক’। আবেদনে উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত....’। ‘... নাহলে আশা করব মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তাঁকে সরানোর বিষয়টি ভেবে দেখবেন’।
‘বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক’। আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না’। জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।

West Bengal News Live Updates: SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগ, শহরের দু’জায়গায় বিক্ষোভ ডিএসও ও বিজেপি যুব মোর্চার

SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগে শহরের দু’জায়গায় বিক্ষোভ দেখাল ডিএসও এবং বিজেপি যুব মোর্চা। আজ হাজরা মোড়ে জমায়েত করেন ডিএসও কর্মীরা। তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলে সেখানেই পুলিশ আটকে দেয়।  এই সময় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এসইউসি-র ছাত্র সংগঠনের কর্মীদের। পুলিশ ২৫-৩০ জন ডিএসও কর্মীকে আটক করে। সল্টলেকে SSC অফিসের সামনে আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি যুব মোর্চা। কিন্তু করুণাময়ীতে বিজেপি যুব মোর্চার কর্মীরা জড়ো হতে শুরু করার মাত্রই পুলিশ হস্তক্ষেপ করে। বিধাননগর উত্তর থানার পুলিশ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়। 

বিদ্যুতের দাম কমানোর দাবি, CESC-র অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন

বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজ দুপুরে ভিক্টোরিয়া হাউসে CESC-র অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন। ভারতীয় জনতা মজদুর সেলের কর্মীরা বিজেপি অফিস থেকে মিছিল করে ভিক্টোরিয়া হাউসের সামনে আসেন। তাঁদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। তাই অবিলম্বে বিদ্যুতের দাম কমানো হোক। এ নিয়ে CESC-র দফতরে স্মারকলিপিও দেন তাঁরা। 

West Bengal News Live Updates: রক্ষাকবচ দিক আদালত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের

রক্ষাকবচ দিক আদালত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই’। ‘বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক’।আবেদনে উল্লেখ পার্থ চট্টোপাধ্যায়ের। ‘নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত, নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন’। ‘বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক’। আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। দুপুর ২টোয় হবে রায়দান।

WB News Live Updates: রতুয়ায় ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৩ জনকে চাকরি থেকে বরখাস্ত

মালদার রতুয়ায় ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৩ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল জেলা প্রশাসন। এছাড়াও আরও ৬ জনকে চাকরি থেকে সাসপেন্ড করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এই ৯ জনের বিরুদ্ধে। জেলা প্রশাসন সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের ২ জন গ্রাম রোজগার সহায়ক এবং মানিকচক ব্লকের একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

West Bengal News Live Updates: পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত

পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে।

WB News Live Updates: আরও তথ্য প্রয়োজন, পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব সিবিআইয়ের

পরেশ অধিকারীর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কেও তলব। পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই। আগামী সপ্তাহে সিবিআই-এর দফতরে হাজিরার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে। তথ্য খতিয়ে দেখার পর যে নতুন প্রশ্ন উঠেছে তারই উত্তর চাইবে সিবিআই। খবর সিবিআই সূত্রে।

West Bengal News Live Updates: বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) দিতে হবে ৩ মাসের মধ্যে। বকেয়া ডিএ নিয়ে শুনানিতে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এখনও চলছে মামলার শুনানি।

WB News Live Updates: বাঁকুড়ায় ডাম্পার ও লরির সংঘর্ষে জখম ২

পাথরবোঝাই ডাম্পার ও লৌহ আকরিক বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় জখম দুই। গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া সদর থানার মুড়রা এলাকায় দুর্ঘটনাটি ঘটে

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC ভবনের ডেটাবেস রুম সিল সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC ভবনের ডেটাবেস রুম সিল করেছে সিবিআই। কমিশনের দফতরে মোতায়েন সিআরপিএফ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে কম্পিউটার সার্ভার লক করে দিয়েছে সিবিআই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে যে সব ডিজিট্যাল ইমেজ রয়েছে, তা সংগ্রহ করা হয়েছে। যাতে কেউ তথ্যপ্রমাণ মুছে দেওয়া বা বিকৃত করার চেষ্টা করলে তা সিবিআই জানতে পারে। তবে এখনও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়নি।

WB News Live Updates: কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, গ্রেফতার ২ বাইক আরোহী

শহরে ফের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা হেলমেটহীন ৩ বাইক আরোহীর। ঘটনায় ২ বাইক আরোহী গ্রেফতার। গতকালরাত ১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, যাদবপুর থানার কাছে নাকা তল্লাশি চলছিল। সে সময় একটি বাইক ইএম বাইপাসের দিক থেকে যাদবপুরের দিকে যাচ্ছিল। তিনজন বাইক আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। এক ট্রাফিক পুলিশ বাইকটিকে থামাতে যান। অভিযোগ , সে সময় বাইকটি স্পিড বাড়িয়ে ওই ট্রাফিক কর্মীকে ধাক্কা মেরে পালাতে চেষ্টা করে। আহত হন ট্রাফিক কনস্টেবল। তখন বাকি পুলিশ কর্মীরা ছুটে এসে বাইক চালক ও তাঁর এক  সঙ্গীকে ধরে ফেলেন। আর একজন পালিয়ে যায়।

West Bengal News Live Updates: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের তলব সিবিআই-এর

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের তলব সিবিআই-এর। আজ সকাল ১১টার পর হাজির হতে হবে নিজাম প্যালেসে। ‘গতকাল ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মেলেনি সম্পূর্ণ তথ্য’। ‘দেরি করে সিবিআই দফতরে পৌঁছেছিলেন পরেশ অধিকারী’
তাই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ায় ফের তলব, খবর সিবিআই সূত্রে

WB News Live Updates: জলপাইগুড়ির বাগরাকোট চা বাগানে ডেঙ্গি আক্রান্ত ৫৪

জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত বাগরাকোট চা বাগান এলাকায় ৫৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ১৩ জনকে ভর্তি করা হয়েছে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। এই পরিস্থিতিতে বাগরাকোটে একজন মেডিক্যাল অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। 

West Bengal News Live Updates: শহরে হানি ট্র্যাপের পর্দা ফাঁস, গ্রেফতার ১

শহরে হানি ট্র্যাপের পর্দা ফাঁস। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা টেলি কলিং সেন্টার খুলে এই ফাঁদ পেতে বসেছিল। কেউ ফাঁদে পা দিলে আপত্তিকর অবস্থায় তাঁর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। এই অভিযোগ পেয়ে তদন্তে নামে হেয়ার স্ট্রিট থানা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

WB News Live Updates: কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের। ভুল করলে দলের দায় নয়। কুণালের মন্তব্যে বাড়ছে জল্পনা। দলকেই তো দায় নিতে হবে, পাল্টা শমীক। 

West Bengal News Live Updates: কলকাতা থেকে চরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ

কলকাতা থেকে চরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলকাতার এন্টালি ও আরেকজন বিহারের মধুবনির বাসিন্দা। পাঞ্জাব পুলিশের দাবি, ওই দু’ জন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে গোপন তথ্য সরবরাহ করত। গোয়েন্দা সূত্রে দাবি, চিকিত্সার কারণ দেখিয়ে প্রায়ই লাহোরে নিজের শ্বশুরবাড়িতে যেত এক ধৃত জাফর রিয়াজ। সেখানেই এক পাক গোয়েন্দা আধিকারিকের সংস্পর্শে আসে জাফর। তার ফোন থেকে ভারতীয় সেনা ভবন, সাঁজোয়া গাড়ি ইত্যাদির ছবি পাওয়া গিয়েছে, খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে।

WB News Live Updates: ডিএ মামলায় আজ রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

ডিএ মামলায় আজ রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা ? সকাল ১০.৩০: ডিএ নিয়ে রায় দেবে কলকাতা হাইকোর্ট

West Bengal News Live Updates: চাঁদনি চকের কাছে কাপড়ের দোকানে আগুন

ভোরের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। চাঁদনি চকের কাছে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পাশের কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

WB News Live Updates: ডানকুনিতে নির্মীয়মাণ শোরুমে ঢুকে তৃণমূল কাউন্সিলরের হুমকি

ডানকুনিতে নির্মীয়মাণ শোরুমে ঢুকে তৃণমূল কাউন্সিলরের হুমকি। এলাকার ৪জনকে চাকরি দেওয়ার দাবি তুলে হুমকি। ডানকুনির তৃণমূল কাউন্সিলরের হুমকির ভিডিও ভাইরাল । ‘এলাকায় ব্যবসা করতে হলে ৪জনকে চাকরি দিতে হবে’। ‘দল থেকে বারণ করলেও, আন্দোলন চালিয়ে যাব’। ‘ক্লাবগুলিকেও বলব সামনে বসে বিক্ষোভ দেখাক’। নির্মীয়মাণ শোরুমে ঢুকে হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের

প্রেক্ষাপট

কলকাতা : তোলাবাজির (Extrotion) বিরুদ্ধে সরব হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার ব্যবসায়ী সমিতি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত এলাকা ছাড়া। 


ব্যারাকপুরের (Barrackpore) বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে প্রথম গ্রেফতার। শ্যুটআউটের (Shootout) ঘটনায় দুষ্কৃতীদের সহায়তার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীরা এখনও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন বিরিয়ানির দোকানের মালিক।


স্কুলে ৬৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ। এসএসসি উদ্যোগী হতে বলল স্কুল শিক্ষা দফতর। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগের পরামর্শ 


রেলের জমি থেকে হকার উচ্ছেদের নোটিসের প্রতিবাদ। ব্যান্ডেলে আরপিএফ অফিসের সামনে হকার ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। নোংরা রাজনীতি, কটাক্ষ বিজেপির। উচ্ছেদ অভিযান চলবে, জানিয়েছে পূর্ব রেল


ডিএ মামলায় কাল রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? সকাল ১০.৩০: ডিএ নিয়ে রায় দেবে কলকাতা হাইকোর্ট


রেলের জমিতে হকার উচ্ছেদের প্রতিবাদে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়ক। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন আরপিএফ অফিসের সামনে হকার ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে চলল বিক্ষোভ। ব্যান্ডেল স্টেশনকে নতুন করে সাজাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। স্টেশন লাগোয়া রেলের জমি দখল-মুক্ত করতে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতেই এদিন পুনর্বাসন চেয়ে পথে নামেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। কারও কোনও দাবি থাকলে লিখিতভাবে জানালে বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু জলপাইগুড়ি জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০০! তার মধ্যে ৫৪ জনই বাগরাকোট চাবাগানের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় বাগরাকোটে মেডিক্যাল অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.