West Bengal News Live Updates: ভাঙড়কাণ্ডে আহত ১৯ পুলিশ কর্মী, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 21 Jan 2023 11:36 PM

প্রেক্ষাপট

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে চিনার পার্ক-হুগলিতে ইডির ম্যারাথন হানা। সকাল থেকে যুব তৃণমূল (TMC) নেতার ফ্ল্যাটে অভিযান। ১২ ঘণ্টা বলাগড়ে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে ১৯ কোটি...More

WB Live News: ভাঙড়কাণ্ডে কাকে দায়ী করলেন শুভেন্দু ?

আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির পর বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  । মূলত এদিন যখন আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে (ISF-TMC Clash)অগ্নিগর্ভ ভাঙড়, তখনও গ্রেফতার হননি নৌশাদ, তখনই আইএসএফ বিধায়কের প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে ভাঙড়ের আঁচ ততক্ষণে কলকাতায় ভয়াবহ আকার নিয়েছে। রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা। আর তারই মাঝে টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এরপরই গোটা ঘটনার জন্য তিনি তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করেছেন। শুভেন্দু অভিযোগ জানিয়ে স্পষ্ট করে বলেছেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা।'