West Bengal News Live Updates: কেদারনাথে বেড়াতে গিয়ে এরাজ্যের বাঙালি পর্যটকের মৃত্যু

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 13 Oct 2022 12:42 AM
WB Live News: একাদশীর দিন মৃতদেহ উদ্ধার, পরিবারের লোক খবর পেলেন ৫দিন পর

একাদশীর দিন মৃতদেহ উদ্ধার। পরিবারের লোক খবর পেলেন ৫দিন পর। বারাসাতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরেও উঠছে পুলিশি সমন্বয়ের অভাবের অভিযোগ। একাদশীর দিন নিখোঁজ হলেও তিন দিন পর অভিযোগ দায়ের হয়েছিল। দাবি পুলিশ সূত্রের।

WB Live Updates: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গরু পাচার রুখল বিএসএফ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গরু পাচার রুখল বিএসএফ। নদীপথে সীমান্ত পার করার সময় হাতেনাতে গ্রেফতার করা হল এক বাংলাদেশিকে। বিএসএফ সূত্রে খবর, মুর্শিদাবাদের এক ব্যক্তির কাছ থেকে গরু নিয়ে বাংলাদেশি পাচারকারীকে দেওয়ার কথা ছিল, জেরায় জানিয়ছে ধৃত। >>

WB Live News: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য। আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। ইডির হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যকে এদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন না

WB Live Updates: প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৪’র প্রাথমিক TET উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ। ২০১৪ ও ২০১৭’র প্রার্থীদের একসঙ্গে ইন্টারভিউ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

WB Live News: নাবালিকার ক্ষত বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের গৌরহণ্ড গ্রামে।

নাবালিকার ক্ষত বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের গৌরহণ্ড গ্রামে। অভিযুক্ত এক যুবককে গ্রামবাসীরা গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় চাঁচল থানার পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।

WB Live Updates: তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে

নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র আদানি পোর্টসের সিইও করণ আদানি। তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। সব মিলিয়ে এতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ। রাজ্যের দাবি, এই গভীর সমুদ্র বন্দর তৈরি হলে সরাসরি ২৫ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মূল লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান, এই গভীর বন্দর তৈরি হলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। >>

WB Live News: কেদারনাথে বেড়াতে গিয়ে এরাজ্যের বাঙালি পর্যটকের মৃত্যু

কেদারনাথে বেড়াতে গিয়ে এরাজ্যের বাঙালি পর্যটকের মৃত্যু। মৃতের নাম কৃষ্ণচন্দ্র পাল, বাড়ি হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। দ্বাদশীর দিন ৩০ জনের একটি দল কেদারনাথে রওনা দেয়
গতকাল রুদ্রপ্রয়াগে যাওয়ার পথে কৃষ্ণচন্দ্র পাল অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই পর্যটকের মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। আগামীকাল কৃষ্ণচন্দ্র পালের মরদেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে।

WB Live Updates: বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চে দিলীপ ঘোষের হাতে তরোয়াল ঘিরে বিতর্ক

বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চে দিলীপ ঘোষের হাতে তরোয়াল ঘিরে বিতর্ক। খড়গপুরে দিলীপ ঘোষের হাতে তরোয়াল তুলে দিয়ে সম্বর্ধনা জেলা নেতৃত্বের। বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন দিলীপ ঘোষ, অভিযোগ তৃণমূলের। কাপুরুষরা তরোয়াল দেখলে ভয় পায়, পাল্টা দিলীপ ঘোষ। 

WB Live News: আধার কার্ড কি ১০ বছরের পুরনো? তাহলে আপনাকে আপনার পরিচয়পত্র ও ঠিকানার বিস্তারিত তথ্য ফের আপডেট করতে হবে

আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? তাহলে আপনাকে আপনার পরিচয়পত্র ও ঠিকানার বিস্তারিত তথ্য ফের আপডেট করতে হবে। জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। যদিও এটা কারও জন্যই বাধ্যতামূলক নয়। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। 

WB Live Updates: গার্ডেনরিচকাণ্ডে প্রতারণা চক্রের জাল আরও কতদূর ছড়িয়ে?

গার্ডেনরিচকাণ্ডে প্রতারণা চক্রের জাল আরও কতদূর ছড়িয়ে? সদুত্তর পেতে ধৃতদের আরও কয়েকদিন হেফাজতে পেলেন তদন্তকারীরা। বুধবার অ্যাপ প্রতারণাকাণ্ডে গ্রেফতার হওয়া ৯ জনের জামিনের আর্জি খারিজ করে ব্যাঙ্কশাল আদালত। 

WB Live News: উত্তর দিনাজপুরের কালনাগিন এলাকায় বাঘের আতঙ্ক

উত্তর দিনাজপুরের কালনাগিন এলাকায় বাঘের আতঙ্ক। বাসিন্দাদের ক্রমাগত অভিযোগের মুখে শেষমেশ খাঁচা পাতল বন দফতর।

WB Live Updates: হরিদেবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে রবিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত

হরিদেবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে রবিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। অয়ন মণ্ডলকে মগরাহাটে ফেলার সময় গোঙানি শুনেছিলেন বলে দাবি করেন ধৃতদের একজন। তাহলে কি তখনও বেঁচে ছিলেন অয়ন? উত্তর খুঁজছে পুলিশ।

WB Live News: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোট প্রক্রিয়াতেও এড়ানো গেল না অশান্তি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোট প্রক্রিয়াতেও এড়ানো গেল না অশান্তি। তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। ভোটে কারচুপি থেকে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ, একে অপরের বিরুদ্ধে এমনই নানা অভিযোগ তুলল শাসক-বিরোধী শিবির।

WB Live Updates: হরিদেবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে রবিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত

হরিদেবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে রবিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। অয়ন মণ্ডলকে মগরাহাটে ফেলার সময় গোঙানি শুনেছিলেন বলে দাবি করেন ধৃতদের একজন। তাহলে কি তখনও বেঁচে ছিলেন অয়ন? উত্তর খুঁজছে পুলিশ।  

WB Live News: নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস!

নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস! খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বারুইপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB Live Updates: দুর্গাপুরে বিজেপি নেত্রীর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি

দুর্গাপুরে বিজেপি নেত্রীর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি। জয় বাংলা স্লোগান দিয়ে হেনস্থা, অভিযোগের তির তৃণমূলের দিকে। দুর্গাপুর নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী। এদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB Live News: শহরে ফের ভুয়ে কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগ

শহরে ফের ভুয়ে কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগ। রাতভর অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অন্যদিকে, অনলাইন গেমের যন্ত্রপাতি বিক্রির নামে প্রতারণার অভিযোগে লিলুয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা

WB Live Updates: কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের বিরুদ্ধে

কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় বিরোধিতা আটকাতেই এই কৌশল, দাবি তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

WB Live News: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে

দুর্গাপুজোর আগে থেকেই আশঙ্কা বাড়ছিল! পুজোর পর রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে। 

WB Live News: বেলডাঙার পর এবার নওদা, মুর্শিদাবাদে ফের তৃণমূলের কোন্দল

বেলডাঙার পর এবার নওদা, মুর্শিদাবাদে ফের তৃণমূলের কোন্দল। ব্লক সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ বিধায়কের অনুগামীদের। পার্টি অফিসের সামনে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ‘বিধায়কের সঙ্গে কথা না বলে কেন নতুন ব্লক ও অঞ্চল সভাপতি ঘোষণা?’

WB Live News: চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক

চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়ি থেকে উদ্ধার নথিতে মিলেছে টাকা নয়ছয়ের প্রমাণ, দাবি ইডির।

WB Live Updates: সুদীপকে নিয়ে তাপসের বিস্ফোরক মন্তব্য

সুদীপকে নিয়ে তাপসের বিস্ফোরক মন্তব্য। তৃণমূল সাংসদকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ। ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টার পরেও বিস্ফোরক তাপস
‘শুভেন্দু যেভাবে তৃণমূল ও দলের নেত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন’। ‘সেখানে আমাদের কারও একই জায়গায় উপস্থিতি কর্মীরা ভালোভাবে নেবে না’। ‘সুদীপ-বিষয় নিশ্চয় দল জানে’
‘আমার মন্তব্যে দলের মান্যতা না দেওয়ার কোনও কারণ নেই’। ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা বলব না’। ‘২০০৯ সাল থেকে কোনও বৈঠক ডাকাতে পারলাম না সুদীপকে দিয়ে’
‘সুদীপ মনে হয় সক্রিয় কর্মীদের পছন্দ করেন না’। ‘আমি যখন সভাপতি ছিলাম, ৭ মাস সুদীপকে সব বিষয়ে যুক্ত করেছি’। ‘৮ মার্চ সভাপতি হওয়ার পর আমাকে ডাকার কোনও প্রয়োজনবোধ করেননি সুদীপ’। বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। কোনও মন্তব্য নয়, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

WB Live News: কলকাতা-সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি

কলকাতা-সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরপ্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা
উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

WB Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডি-র। আদালতে ইডি-র দাবি, টাকার বিনিময়ে চাকরি-বিক্রির অন্যতম মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ইডি-র দাবি, ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই পরিসংখ্যান পেশ করে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আদালতে ইডি-র দাবি, গত ২২ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, তাতে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের প্রমাণ মিলেছে। টাকা নয়ছয়ে মানিক ভট্টাচার্যর সরাসরি যোগ রয়েছে। সব জেনেশুনেই মানিক দুর্নীতিতে মদত দিয়েছেন এবং নিজেও জড়িত ছিলেন বলে আদালতে দাবি করে ইডি।

WB Live News: ৬১ লক্ষ ৩৫ হাজারের বেশি টাকা-সহ আটক টিটাগড়ের যুবক

নৈহাটি স্টেশনে লোকাল ট্রেন থেকে ৬১ লক্ষ টাকা উদ্ধার! ৬১ লক্ষ ৩৫ হাজারের বেশি টাকা-সহ আটক টিটাগড়ের যুবক। আপ কল্যাণী লোকাল থেকে উদ্ধার ৬১ লক্ষ ৩৫ হাজারের বেশি টাকা। কীসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা? তদন্তে পুলিশ। 

WB Live Updates: সিজিও থেকে জোকা ইএসআইয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানিক ভট্টাচার্যকে

সিজিও থেকে জোকা ইএসআইয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানিক ভট্টাচার্যকে। অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মানিককে, ইডি সূত্রে খবর। শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, জেরার সময় বলেন মানিক, ইডি সূত্রে দাবি। 

WB Live News: মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ

মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি। স্থানীয়দের দাবি, ভোরে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি ও তাঁদের ১১, ৭ ও ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান। আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। 

WB Live Updates: গরুপাচার মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এনামুল হকের তিন ভাগ্নে

গরুপাচার মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এনামুল হকের তিন ভাগ্নে। এনামুলের তিন ভাগ্নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করে সিআইডি। অ্যাকাউন্ট খোলার আবেদন খারিজ করেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন এনামুল হকের তিন ভাগ্নে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

WB Live News: গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তত্পরতা

গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তত্পরতা। অনুব্রত-কন্যার সংস্থা, শিবশম্ভু রাইস মিলের পর, এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস দিল সিবিআই। একসময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন রাজা। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষ চালকলেরও মালিক। নোটিস পাঠিয়ে তলব বীরভূম জেলার চালকল মালিক সংগঠনের সভাপতি ভরত ঘোষকেও। গতকাল সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

WB Live Updates: বিজেপির পদাধিকারী বাছাই নিয়ে তৃণমূলে ‘দ্বন্দ্ব’, ড্যামেজ কন্ট্রোলে কুণাল?

বিজেপির পদাধিকারী বাছাই নিয়ে তৃণমূলে ‘দ্বন্দ্ব’, ড্যামেজ কন্ট্রোলে কুণাল? ‘তমোঘ্নকে টিএমসিপি সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ’। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা তাপস রায়ের। তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ, রুদ্ধদ্বার বৈঠক। সাংসদ-বিধায়ক ‘দ্বন্দ্বে’ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? বৈঠক ঘিরে কৌতূহল। 

WB Live News: শোভনকে ‘ভাঁড়’ কটাক্ষ শুভেন্দুর, পাল্টা আক্রমণে বৈশাখী

শোভনকে ‘ভাঁড়’ কটাক্ষ শুভেন্দুর, পাল্টা আক্রমণে বৈশাখী। ভণ্ডামির থেকে ভাঁড়ামি ভাল, শুভেন্দুকে আক্রমণ শোভন-বান্ধবীর। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা না পেলে কোনওদিনও মন্ত্রী হতে পারতেন না’ শুভেন্দু অধিকারীকে খোঁচা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 

WB Live Updates: তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ, রুদ্ধদ্বার বৈঠক ঘিরে কৌতূহল

বিজেপি-র পদাধিকারী বাছাই নিয়ে তৃণমূলে ‘দ্বন্দ্ব’, ড্যামেজ কন্ট্রোলে কুণাল? ‘তমোঘ্নকে টিএমসিপি সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ’, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা তাপস রায়ের তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ। রুদ্ধদ্বার বৈঠক সাংসদ-বিধায়ক ‘দ্বন্দ্বে’ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? বৈঠক ঘিরে কৌতূহল।

WB Live News: মোমিনপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের, দুপুরের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ

মোমিনপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের। এনআইএ আইনের ৬ নম্বর ধারা কার্যকর করেছে পুলিশ? জানতে চাইল আদালত
ঘটনার পর স্থানীয় থানা কি রাজ্যকে রিপোর্ট পাঠিয়েছে? প্রশ্ন আদালতের। পাঠালে সেই রিপোর্ট কি কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য? জানতে চাইল আদালত। 
নাহলে দুপুর দু’টোর মধ্যে রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ। কলকাতার পুলিশ কমিশনারকে এবিষয়ে জানানোর নির্দেশ বিচারপতির। নির্দেশ কার্যকর না হলে ডেকে পাঠানো হতে পারে পুলিশ কমিশনারকে,  জানাল হাইকোর্ট। 

WB Live Updates: কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ

কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের অভিযোগ, গত ৩১ অগাস্ট প্রথম বিষয়টি নজরে আসে। তৃণমূল নেতাকে তাঁর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রুপ সরিয়ে দেওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও, গতকাল ওই পেজের প্রোফাইল ছবি পাল্টে মহিলার ছবি দিয়ে ভোজপুরি গানের ভিডিও পোস্ট করা হয় বলে অভিযোগ। এরপর প্রশাসনের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি। সোশাল মিডিয়ায় বিজেপি-বিরোধী প্রচার রুখতেই এই কৌশল, দাবি তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।

SSC Protest: আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে শিল্পী সমীর আইচ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য। চলতি বছরে ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণাও করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরও আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন। এদিন ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যান শিল্পী সমীর আইচ। 

WB Live News: সীমান্তে নদীপথে গরুপাচারের চেষ্টা, রুখল বিএসএফ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে নদীপথে গরুপাচারের চেষ্টা। পাচার রুখল বিএসএফ। আটক এক গরু পাচারকারী। উদ্ধার ৪টি গরু। ধৃত জহিরুল আলি বাংলাদেশের বাসিন্দা। বিএসএফ সূত্রে খবর, ধৃত জানিয়েছে, ৩ দিন আগে সে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। মুর্শিদাবাদের মালদার পাড়ার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ৪টি গরু নিয়ে গতকাল গঙ্গা পেরিয়ে বাংলাদেশ ফেরার সময় বিএসএফ ওই ব্যক্তিকে পাকড়াও করে। বাংলাদেশে পাচারকারীর হাতে তুলে দিয়ে ২০ হাজার টাকা মিলত বলে দাবি আটক পাচারকারীর। 

Cattle Smuggling Case: অনুব্রত-কন্যার সংস্থার পর এ বার আত্মীয় রাজা ঘোষকে নোটিস সিবিআই-এর

গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তৎপরতা। অনুব্রত-কন্যার সংস্থা, শিবশম্ভু রাইস মিলের পর, এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস
অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস দিল সিবিআই। একসময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন রাজা। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষ চালকলেরও মালিক। নোটিস পাঠিয়ে তলব বীরভূম জেলার চালকল মালিক সংগঠনের সভাপতি ভরত ঘোষকেও। গতকাল সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

WB Live Updates:উত্তরপ্রদেশ থেকে অরুণাচলে নিম্নচাপ অক্ষরেখা, সিকিম ও উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি

উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

Cattle Smuggling Case: অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সিবিআই, তার বিরুদ্ধে আদালতে এনামুলের তিন ভাগ্নে

গরুপাচার মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এনামুল হকের তিন ভাগ্নে। এনামুলের তিন ভাগ্নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করে সিআইডি। অ্যাকাউন্ট খোলার আবেদন খারিজ করেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন এনামুল হকের তিন ভাগ্নে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। 

WB Live News: মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি

মহেশতলার রবীন্দ্রনগরে বাড়িতে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি। স্থানীয়দের দাবি, ভোরে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি ও তাঁদের ১১, ৭ ও ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান। আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। 

SSC Scam: আপাতত ইডি হেফাজতেই মানিক, হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

আপাতত ইডি হেফাজতে থাকতে হচ্ছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এখনই এ নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ ইডিকে নোটিস দিতে বলেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। 

WB Live Updates: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের, জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস

ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন।আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপছে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে। 

Cattle Smuggling Case: সিবিআই নজরে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তি

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তি। সূত্রের খবর, অনুব্রতর আত্মীয়ের নামে থাকা বোলপুরের শিবশম্ভু রাইস মিলের মালিকানা সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। সূত্রের খবর, বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসের কাছে অনুব্রতর পৈতৃক গ্রাম হাটসেরান্দিতে দুটি জমির মালিকানা সংক্রান্ত নথিও চেয়েছে সিবিআই। ২ ও ৪১ শতকের ওই দুটি জমির নথি এদিন ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ বোলপুরের রেজিস্ট্রি অফিসের। বোলপুরের রেজিস্ট্রি অফিসের এক কর্মীকে তলব সিবিআইয়ের। দু’টি জমির দলিলের নথি-সহ রেজিস্ট্রি অফিসের এক কর্মীকে তলব। 

SSC Scam: মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ, বিপুল পরিমাণ টাকা নয়ছয়, দাবি ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডি-র। আদালতে ইডি-র দাবি, গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই পরিসংখ্যান পেশ করে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন ইডি-র আইনজীবী। আদালতে ইডি-র দাবি, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, তাতে মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে। 

WB Live News: রাতের কলকাতায় ফের গুলি, আহত বৃদ্ধ, আটক কয়েক জন, জিজ্ঞাসাবাদ পুলিশের

ফের রাতের কলকাতায় চলল ‘গুলি’। এন্টালির পটারি রোড এলাকায় চাঞ্চল্য। অভিযোগ, লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম মূক ও বধির এক বৃদ্ধ। আহত রতন কুমার সাধুখাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sukanya Mandal: অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানির নামে নোটিস জারি করল সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানির নামে এবার নোটিস জারি করল সিবিআই। সূত্রের খবর, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই কোম্পানির আধিকারিকদের সোমবারের মধ্যে ডেকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

WB Live Updates: নজরে পঞ্চায়েত নির্বাচন, বাঁকুড়ায় পিঠোপিঠি বিজয়া সম্মিলনী তৃণমূল-বিজেপি-র

বাঁকুড়ায় পিঠোপিঠি বিজয়া সম্মিলনী তৃণমূল ও বিজেপির। বিজয়া সম্মিলনী থেকেই পঞ্চায়েত নির্বাচনের কাজকর্ম শুরু করে দিতে চায় দু’পক্ষ। 

WB Live News: লোকাল ট্রেনের কামরায় যুবকের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক করল নৈহাটি জিআরপি

লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

WB Live Updates: মানিক ভট্টাচার্যকে রাতভর জেরা ইডি-র, তদন্তে অসহযোগিতার অভিযোগ

নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে পাওয়ার পর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে রাতভর জেরা ইডি-র। ইডি সূত্রে খবর, এখনও তদন্তে অসহযোগিতা করছেন মানিক। মানিকের বিরুদ্ধে তদন্তে ইডি-র হাতিয়ার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট। ইডি সূত্রে দাবি, সেই চ্যাটে মানিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। সেই সব অভিযোগ মানিককেই ফরোয়ার্ড করেছিলেন পার্থ। ইডি সূত্রে দাবি, মানিকের মোবাইল ফোনে মিলেছে সন্দেহজনক DD ও RK-র নাম। এই দু’ জনের পরিচয় সম্পর্কেও জানতে চায় ইডি। খবর সূত্রের।

WB Live News: পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬, কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত

কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত আজ। লিটার প্রতি পেট্রোলের দাম পড়ছে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের।

WB Live Updates: রাতের কলকাতায় চলল গুলি, জখম মূক ও বধির এক প্রৌঢ়

ফের রাতের কলকাতায় চলল ‘গুলি’। এন্টালির পটারি রোড এলাকায় চাঞ্চল্য। অভিযোগ, লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম মূক ও বধির এক প্রৌঢ়। আহত রতন কুমার সাধুখাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসেন ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়। কী কারণে ওই প্রৌঢ় আহত, তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। 

WB Live News: তাবড় কর্তা দুর্নীতিতে যুক্ত! প্রতিক্রিয়া শিক্ষামহলেও

প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। SSC’র প্রাক্তন চেয়ারম্যান থেকে প্রাক্তন উপদেষ্টা ও সচিব। একদা রাজ্যের শিক্ষা প্রশাসনের দণ্ডমুন্ডের কর্তা ছিলেন যাঁরা, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁদেরই গ্রেফতার করেছে ইডি, সিবিআই। যা নিয়ে শিক্ষামহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

WB Live Updates: ইডি-র হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য, ১৪ দিনের হেফাজতে

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ED। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক

প্রেক্ষাপট

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইডির (ED) হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের।


পার্থর (Partha Chatterjee) পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচের কপি নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েও মিলল না নিস্তার। 


মানিকের বাজেয়াপ্ত মোবাইলে সন্দেহজনক চ্যাট, দাবি ইডির। জনৈক আরকে এবং ডিডির উল্লেখ হোয়াটস অ্যাপ চ্যাটে, দাবি ইডি-র। তদন্তে গোয়েন্দারা।


ব্যাঙ্কশাল আদালতে পেশের আগে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ককে দেখে উঠল 'চোর' স্লোগান, জুতো দেখিয়ে বিক্ষোভ।  মানিক ভট্টাচার্যের গ্রেফতারিতে সন্তোষপ্রকাশ চাকরিপ্রার্থীদের। দুর্গা, অসুর, পুলিশ সেজে গ্রেফতারি উদযাপন। 


মানিকের গ্রেফতারির দিনেই প্রাথমিকে নিয়োগের ঘোষণা। চলতি বছরে ১১ হাজার শূন্য পদে নিয়োগ। পরবর্তী দু বছরে টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের নিয়োগ। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 


গরুপাচার মামলায় আদালতে ধাক্কা ইডির। দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ। কলকাতার আদালত কি পোস্ট অফিস ? মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির।


কয়লা পাচার মামলায় স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি। সিআইডি তদন্তে স্থগিতাদেশ বহাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাক্ষী হিসেবে তলবের নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ।


কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ককে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ। নীলাদ্রির মেয়ে মৈত্রী অন্যদের থেকে কম নম্বর পেয়েও কীভাবে চাকরি ? প্রশ্ন সিআইডির। 
‘কম নম্বরেও চাকরি ?’


সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়। বললেন, "তমোঘ্নকে টিএমসিপির সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। তমোঘ্ন ও তাঁর বাবা সুদীপ-ঘনিষ্ঠ। তমোঘ্নর বাড়ির দুর্গাপুজোয় গিয়েছিলেন সুদীপ, ছিলেন শুভেন্দু-কল্যাণ চৌবে, দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।"


এ নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, "হয়ত সুদীপই তমোঘ্নকে বিজেপি-তে পাঠিয়েছেন, পরে তৃণমূলে ফেরাবেন।" দিলীপ ঘোষ বলেন, "দলে সন্দেহ তৈরি হলে ভবিষ্যতে সিদ্ধান্ত হবে।"


সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগের সিদ্ধান্ত খারিজ। ক্ষমতার অপব্যবহার, জানাল শীর্ষ আদালত। 


বিসিসিআইয়ের সভাপতি পদ হারাতে চলেছেন সৌরভ। পাচ্ছেন না বোর্ডে কোনও পদই। নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি। বোর্ডের সচিব থাকছেন অমিত শাহের ছেলেই।


বিজেপিতে যোগ না দেওয়ায় পদ হারালেন সৌরভ, শিকার রাজনীতির। সচিব অপরিবর্তিত থাকলেও সভাপতি বদল কেন ? প্রশ্ন সৌরভের ঘনিষ্ঠ মহলের। 


 বিসিসিআইয়ের নতুন বোর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা এক কেন্দ্রীয় মন্ত্রীর। সভাপতির বদলে তাঁর অধীনস্থ আইপিলের চেয়ারম্যান পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সৌরভ। পিটিআই সূত্রে খবর।


বড় নেতার পুত্র থাকলেন, আরও এক নেতার পুত্র দায়িত্বে আসছেন। পরিবারতন্ত্র, খোঁচা কুণালের। একমত সুজন। রাজনৈতিক ইস্যু করার চেষ্টা, পাল্টা রাহুল সিনহা।


বিশ্ব অর্থনীতিতে অশনি সঙ্কেত। আগামী বছর আরও কমবে বৃদ্ধির হার। ৬ দশমিক ১ শতাংশে থামলেও দ্রুততম অর্থনীতি থাকবে ভারতের। পূর্বাভাস আইএমএফের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.