West Bengal News Live Updates: পুজোর মুডে কলকাতা, তৃতীয়াতেই ঠাকুর দেখার ঢল
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
পুজোয় দর্শনার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন রাসবিহারি কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। রাসবিহারি কেন্দ্রের সব কাউন্সিলর, বিভিন্ন পুজো কমিটির কর্তা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর দেবাশিস কুমার জানান, ইফটিজিং, জোরে বাইক চালানো কিংবা পুজো প্যান্ডেলে কোনরকম গণ্ডগোল হলে 9836996389 নম্বরে ফোন করলে তড়িঘড়ি ব্যবস্থা নেবে পুলিশ। পুজোর সময় কোনওরকম অবাঞ্ছিত ঘটনা এড়াতেই এই উদ্যোগ, জানিয়েছেন দেবাশিস কুমার।
বুধবার ফের মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত এক তরুণীর। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য, নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। জেলার বাইরে যেতে হলে লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও, সুস্থ হয়ে ফিরলেন তেত্রিশ বছর বয়সী এক তরুণী।
বিদেশে সার্ভার, সল্টলেকে অফিস খুলে ‘প্রতারণা’! অফিসে নেই একজনও কর্মী, অটোমেটিক ওটিপি জেনারেট করে প্রতারণা!
আসানসোলের আবাসনে শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক। আসানসোল দক্ষিণ থানার গোপালপুরের একটি আবাসনে শ্যুটআউট। বন্ধ ঘরের দরজা খুলতেই গুলি, অঙ্কিত বর্মন নামে একজন গুলিবিদ্ধ। প্রণয়ঘটিত বিবাদের জেরেই শ্যুটআউট, অনুমান পুলিশের।
পুজোর মুডে কলকাতা। সেজে উঠেছে তিলোত্তমা। তৃতীয়াতেই ঠাকুর দেখার ঢল
পুজোর মুখে গুলিবিদ্ধ এক যুবক।বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এই ঘটনা ঘটেছে।গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুজোর মুখে বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ। ধৃত হকারদের অবিলম্বে ছাড়ার দাবিতে ডানকুনিতে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। আরপিএফ কিয়স্ক, গাড়ি ভাঙচুর। হাওড়া-বর্ধমান কর্ড লাইন এবং শিয়ালদা-ডানকুনি রুটে ২ ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হল যাত্রীদের। পরে পুলিশের আশ্বাসে রাত সাড়ে ৯টা নাগাদ রেল অবরোধ ওঠে। বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ।
হাইকোর্টের নির্দেশের পরেই স্কুলে চাকরি বাতিল করে ফের নিয়োগ। গ্রুপ সি-গ্রুপ ডির বাতিল পদে ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি
পুজোয় বোনাসের দাবিতে বিক্ষোভ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মীদের। বিক্ষোভে একসঙ্গে সামিল শাসক ও বিরোধী দলের শ্রমিক সংগঠন। আজ সকালে বোনাসের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মীরা রক্ত দিয়ে সই সংগ্রহ করে সংস্থার কর্মকর্তাদের ডেপুটেশন দেন। দাবি না মিটলে আন্দোলন চলবে, হুঁশিয়ারি কারখানার শ্রমিকদের।
অবশেষে জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অপসারিত সুবীরেশ, গ্রেফতারের ৯দিনের মাথায় অবশেষে অপসারিত সুবীরেশ ভট্টাচার্য.
নবম-দশমে ১৮৩ জন প্রার্থীর নিয়োগ অবৈধ। এঁদের সকলের র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। আদালতে এ’কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। এদিন, বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কোনও ব্যক্তির নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ ভট্টাচার্য বা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সুবীরেশ ভট্টাচার্যকে আমি অনুরোধ করব সব নাম বলে দিন।
ষষ্ঠী থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী থেকে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে দশমী পর্যন্ত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অবশেষে জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অপসারিত সুবীরেশ। গ্রেফতারের ৯দিনের মাথায় অবশেষে অপসারিত সুবীরেশ ভট্টাচার্য। উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ওমপ্রকাশ মিশ্র।আপাতত ৩ মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ।
১৫০ কোটিরও বেশি পেরোবে নিয়োগ দুর্নীতি! পার্থর আরও ২ কোম্পানি, পাটুলিতে ১৮ কাঠা জমির হদিশ পাওয়ার দাবি ইডির।
নিয়োগে ব্যাপক দুর্নীতি, মানল এসএসসি। শূন্য পেয়েও ৫০! বিস্ফোরক সিবিআই। টাকা দিয়ে চাকরি, হয় ইস্তফা, নয় পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের।
পুজোর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-র কারখানাগুলির শ্রমিকদের বোনাসের দাবিতে জোটবদ্ধ প্রতিবাদ শাসক ও বিরোধীদলের। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভে সামিল সিটু, INTUC, INTTUC ও BMS। কারখানার গেটে বিক্ষোভ দেখানোর পর, ডেপুটেশন জমা দেন শ্রমিকরা। তাঁদের দাবি, করোনা আবহেও কাজ করেছেন তাঁরা। ফলে পুজোর আগে বোনাসের দাবিতে এই আন্দোলন। SAIL-এর সবকটি কারখানাতেই বোনাসের দাবিতে বিক্ষোভ চলবে বলে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে। SAIL-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ডেডলাইনের ২০ ঘণ্টা পার, এখনও হাজিরা দিলেন না মানিক, শুক্রবার পর্যন্ত শুধু কঠোর পদক্ষেপে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ
পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! সপ্তমী থেকে পুরো পুজোতেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে দশমী থেকে বৃষ্টির সম্ভাবনা।
হাওড়ার সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন। তুলোর গুদামে বিধ্বংসী আগুন, আতঙ্কিত স্থানীয়রা। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
খাটের নীচে খাজানার পরে গার্ডেনরিচকাণ্ডে আরও কোটি কোটির হদিশ! গার্ডেনরিচে প্রায় ১৭ কোটির পরে এবার কোটি কোটি টাকার বিটকয়েন! পুলিশের পর এবার কোটি কোটি টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি
সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধনে গিয়ে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘আমরা কারও চাকরি খেতে চাই না, অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই’, বেআইনি নিয়োগের একের এক বিতর্কের মধ্যেই মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৬৩ দিনে পড়ল। নিয়োগ-জট কাটাতে শিক্ষামন্ত্রীর উদ্যোগে খুশি হলেও, আশ্বাসে বিশ্বাস নেই চাকরিপ্রার্থীদের। হাতে নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়, সাফ জানিয়েছেন SSC ও SLST চাকরিপ্রার্থীরা। পরিবারের সঙ্গে পুজো কাটাতে না পারার আক্ষেপ থাকলেও, বঞ্চনার প্রতিকার না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা।
জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেলার আশা কর্মীদের জন্য সাড়ে ৪ হাজার টাকা পুজো বোনাস ঘোষণা
টেটের OMR শিট নষ্টের মামলার নির্দেশে পরিবর্তন। নতুন এফআইআর দায়েরের সিদ্ধান্ত সিবিআইয়ের ওপরেই ছাড়ল হাইকোর্ট। সিবিআই চাইলে প্রাথমিক মামলায় আগের এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারে, নির্দেশ পরিবর্তন করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।গতকালই নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ আজ পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম কোর্টে শুক্রবার পর্যন্ত ‘স্বস্তি’ বহাল মানিক ভট্টাচার্যর। নিয়োগ-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বাড়ল মানিকের রক্ষাকবচের মেয়াদ। ‘শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, তদন্ত চলবে, তবে মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই’। মানিক-মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের।
মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৬৩ দিনে পড়ল। নিয়োগ-জট কাটাতে শিক্ষামন্ত্রীর উদ্যোগে খুশি হলেও, আশ্বাসে বিশ্বাস নেই তাঁদের। হাতে নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়, সাফ জানিয়েছেন SSC ও SLST চাকরিপ্রার্থীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল মানিক ভট্টাচার্যের। শুক্রবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। তদন্ত চলবে, তবে মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
হুগলির পুরশুড়ায় তৃণমূল কর্মীর মুণ্ডু কাটা দেহ উদ্ধার। এলাকায় উত্তেজনা। খুনের ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি পুলিশ তদন্ত করে দোষীকে খুঁজে বের করুক।
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটে ফের এক দুর্নীতির অভিযোগে নাম জড়াল তৃণমূলের। গাছ চুরির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এরকম পোস্টার পড়েছে।
কবে মিলবে চাকরি? এবারও পুজোয় পথেই থাকতে হবে চাকরিপ্রার্থীদের? ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫৬৩ দিন। ‘নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়’, লড়াইয়ে অনড় চাকরিপ্রার্থীরা।
কবে মিলবে চাকরি? এবারও পুজোয় পথেই থাকতে হবে চাকরিপ্রার্থীদের? ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫৬৩ দিন। ‘নিয়োগপত্র না পেলে, আন্দোলন প্রত্যাহার নয়’, লড়াইয়ে অনড় চাকরিপ্রার্থীরা।
রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। দুয়ারে রেশন" প্রকল্প "জাতীয় খাদ্য সুরক্ষা আইন - ২০১৩ র পরিপন্থী। নির্দেশে জানাল কলকাতা হাইকোর্ট।
টেটের OMR শিট নষ্টের মামলার নির্দেশে পরিবর্তন। নতুন এফআইআর দায়েরের সিদ্ধান্ত সিবিআইয়ের ওপরেই ছাড়ল হাইকোর্ট। সিবিআই চাইলে প্রাথমিক মামলায় আগের এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারে, নির্দেশ পরিবর্তন করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
গতকালই নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ আজ পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মেনকা গম্ভীরের মামলায় ইডি-র হলফনামা তলব হাইকোর্টের। মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননা মামলায় হলফনামা তলব। কাল সকাল সাড়ে ১০টার মধ্যে ইডি-র হলফনামা তলব হাইকোর্টের। নিজেদের বক্তব্য জানাতে হবে অভিবাসন দফতরকেও। আদালতের রক্ষাকবচের পরও বিদেশ যেতে দেওয়া হয়নি। তলব করলে যাওয়া হচ্ছে, তারপরেও কেন বাধা, আদালতে সওয়াল অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের আইনজীবীর। এটা কী ভাবে আদালত অবমাননা হতে পারে? পাল্টা প্রশ্ন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর। কড়া পদক্ষেপ নামে কিন্তু আটক করেও রাখা যাবে না। আদালতে ব্যাখ্যা মেনকার আইনজীবীর। ২৫ মার্চ মেনকার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। ৩০ অগাস্ট আদালতের নির্দেশের পর কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কড়া পদক্ষেপ নয় মানে আমরা বুঝি গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে পাল্টা দাবি ইডি-র আইনজীবীর।
বোলপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে ভয়াবহ আগুন। সকাল সাড়ে ১১টা নাগাদ দোতলায় আগুন লাগে। প্রথমে ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর গোটা ব্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। গরুপাচার মামলার তদন্তে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কে বেশ কয়েকবার হানা দেয় সিবিআই।
প্রাথমিকে আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই মামলায় ৩ দফায় ২৭২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
পুজোর মুখে একসপ্তাহ ধরে ভোগান্তির পর, গতকালই প্রত্যাহার করা হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি। দুর্গাপুর ডিপো থেকে শুরু হয়েছে বাস চলাচল। গতকাল সন্ধেয় প্রথমে পুরীগামী সরকারি বাস ছাড়ে। সকাল থেকে কলকাতা-সহ অন্য জেলার উদ্দেশে রওনা দিচ্ছে একের পর এক বাস। দুর্গাপুর ডিপোয় কাজে যোগ দিয়েছেন ১৯৮ জন অস্থায়ী বাস কর্মী।
গরুপাচার মামলায় আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে জমা দিলেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, গতকাল আইনজীবী মারফত নিজাম প্যালেসে নথি পাঠান অনব্রত-কন্যা। গরুপাচার মামলার তদন্তে সুকন্যার কাছে আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি চেয়ে পাঠায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বেশ কয়েকটি সংস্থা ও একটি রাইস মিলের ডিরেক্টর হিসেবে নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। সেই কারণেই আয়-ব্যয়ের নথি খতিয়ে দেখতে চায় সিবিআই। খবর সূত্রের।
নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হবে নগর দায়রা আদালতে। ইডি সূত্রে খবর, দু’জনের জামিনের বিরোধিতা করা হবে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে ইডি। সেই চার্জশিটে পার্থ-অর্পিতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। শুনানিতে তারও উল্লেখ করা হবে বলে খবর ইডি সূত্রে।
পুজোর মুখে রোজভ্যালি সংস্থার চকোলেট হোটেলসের তরফে প্রতারণার অভিযোগ দায়ের। রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরুর পর, ওই সংস্থার হোটেল ব্যবসা চলে চকোলেট হোটেলসের নামে। তাদের অভিযোগ, বালিগঞ্জের পার্ক প্রাইম, মন্দারমণি ও রাঁচির হোটেলে ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক হয়েছে। বুকিংয়ের নামে জালিয়াতি চলছে। ফলে পুজোর মুখে হোটেল বুকিং করে প্রতারিত হচ্ছেন পর্যটকরা। চকোলেট হোটেলসের তরফে বালিগঞ্জ থানা, লালবাজারের সাইবার সেল ও রাঁচিতে ৩টি এফআইআর দায়ের হয়েছে।
সারদা মামলায় সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। তদন্ত করতে পারবে কাঁথি থানা। জনস্বার্থ মামলা খারিজ করে জানাল কলকাতা হাইকোর্ট।
সিবিআই তদন্ত ঠিক রাস্তায় এগোচ্ছে, কেউ ছাড় পাবেন না, মন্তব্য বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষের।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত সুপ্রিম কোর্টের রক্ষাকবচই মানিক ভট্টাচার্যর ঢাল। সিবিআই সূত্রে খবর, গতকাল রাত সওয়া ৮টা নাগাদ চিঠি নিয়ে তাদের দফতরে পৌঁছন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির আইনজীবী। দুই পাতার চিঠিতে মানিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আজ দুপুর ২টোয় শুনানি আছে। তাই তিনি দিল্লিতে আছেন। সুপ্রিম কোর্ট তাঁকে একদিনের রক্ষাকবচ দিয়েছে বলেও চিঠিতে সিবিআই-কে জানান মানিক ভট্টাচার্য। খবর সূত্রের।
হাইকোর্টের দেওয়া ডেডলাইনের ১৪ ঘণ্টা পার। কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য? যাদবপুর থানায় ডায়েরি কোর্ট নিযুক্ত এসিপির। মানিককে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে নিজাম প্যালেসে হাজিরা দেননি মানিক। সুপ্রিম কোর্ট থেকে একদিনের রক্ষাকবচ পেয়েছেন মানিক। ‘আজ পর্যন্ত মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই’, গতকাল নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ মানিক ভট্টাচার্যর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
দুর্গাপুর steel plant এ বোনাস এর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ, কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারপর ভিতরে ঢোকে শ্রমিকরা। CITU, INTTUC, INTUC এবং BMS, এই মূল চারটি ইউনিয়ন একসঙ্গে এই বিক্ষোভে সামিল হয়। কর্তৃপক্ষকে দেওয়া হবে ডেপুটেশন। SAIL-এর অন্তর্গত সব কারখানাতেই একই দাবি শ্রমিকদের।
ফের টাকা উদ্ধার। এবার ঘটনাস্থল নন্দীগ্রামের দাউদপুর। সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার নন্দীগ্রাম থানা পুলিশ দাউদপুর এলাকার নয়নান গ্রামের জব্বার আলি বেগের বাড়ি থেকে নগদ ২,০০,০০০ টাকা ও প্রায় ১ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করে।
কোচবিহারে বিজেপির জেলা সভাপতির গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ। ১১ সেপ্টেম্বর শীতলকুচিতে বিজেপির মিছিল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পাশাপাশি, ২৪ সেপ্টেম্বর শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে গাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় নাম জড়াল বিজেপি নেতার। জোড়া ঘটনায় অস্বস্তিতে বিজেপি শিবির।
CBI’এর ভূমিকা কী সবাই জানে। প্রাথমিকের উত্তরপত্র নষ্ট নিয়ে CBI তদন্তের নির্দেশ দিলেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমালোচনা করে মন্তব্য করলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তুললেন, সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেয়েও CBI জেরা না করায় নিম্ন আদালতের করা মন্তব্যের প্রসঙ্গও।
২৪ ঘণ্টায় তিনজন, রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২৮ জন ডেঙ্গি আক্রান্তের। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ১৮ হাজার।
কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত। বুধবার শহরে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬ টাকা ০৩ পয়সা। প্রতি লিটারে ডিজেলের দাম পড়ছে ৯২.৭৬ টাকা।
Fuel price in Kolkata.
No change in fuel price today.
September 28- Petrol:- Rs 106.03, Diesel:- Rs. 92.76.
২০১৪’র প্রাথমিক TET’এর কুড়ি লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রায় তেরো লক্ষের OMR শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে। হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ একথা জানানোর পরই, এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০ লক্ষের মধ্যে কাদের কাদের ওএমআর শিট নষ্ট? পর্ষদের ভূমিকা সন্দেহজনক, বলছে হাইকোর্ট। সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ।
এবার প্রাথমিকের ওএমআর শিট নষ্টের তদন্তেও সিবিআই। বাছাই করা সংস্থাকে দিয়ে অপরাধমূলক উদ্দেশ্যেই উত্তরপত্র নষ্ট, মন্তব্য বিচারপতির।
প্রেক্ষাপট
কলকাতা: এবার প্রাথমিকের (Primary TET) ওএমআর শিট নষ্টের তদন্তেও সিবিআই (CBI)। বাছাই করা সংস্থাকে দিয়ে অপরাধমূলক উদ্দেশ্যেই উত্তরপত্র নষ্ট, মন্তব্য বিচারপতির (Calcutta High Court)।
২০ লক্ষের মধ্যে কাদের কাদের ওএমআর শিট নষ্ট? পর্ষদের ভূমিকা সন্দেহজনক, বলছে হাইকোর্ট। সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ।
কোর্টের ডেডলাইন পার। কোথায় প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি? বাড়িতে না পেয়ে যাদবপুর থানায় ডায়েরি করলেন কোর্ট নিযুক্ত এসিপি।
গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়। হাইকোর্টের ডেডলাইনের মধ্যেই সুপ্রিম কোর্টে মানিকের একদিনের রক্ষাকবচ। আজ দুপুরে ফের শুনানি। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "বোঝাই যাচ্ছে চাপে আছেন। চুরি করলে জেলে যেতেই হবে।"
সবাই জানে সিবিআইয়ের ভূমিকা। সিবিআই দিয়েও সিবিআইয়ের সমালোচনায় বিচারপতি। বললেন, পরে জানানো যেতে পারে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে।
"বসন্ত আসার আগে পিসি-ভাইপো ভিতরে যাবে", সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর। শুধুই চক্রান্তের রাজনীতি, পাল্টা তৃণমূল।
পুজোর আনন্দে ভাসছে বাংলা। চোখে জল নিয়ে ধর্মতলায় ৫৬২ দিনে চাকরিপ্রার্থীদের অবস্থান।
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগে তৈরি সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলন প্রত্যাহারের অনুরোধ।
কয়লাপাচারকাণ্ডে হাইকোর্টে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি। সাক্ষী সিআইডি তদন্তে স্থগিতাদেশ। আপাতত তলব করা যাবে না সাক্ষী হিসেবেও।
পুজোয় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সল্টলেক-সোনারপুরের পর হরিদেবপুর, বেলুড়ে আরও ২জনের মৃত্যু। উপসর্গ বদলে যাওয়ায় চিন্তিত চিকিৎসকরা।
সুপ্রিম কোর্টে যাওয়ার পথে এগোলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। কলেজিয়ামের ছাড়পত্র। এবার আইনমন্ত্রকের সম্মতির অপেক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -