কলকাতা : ২০২১-এর প্রাথমিকের টেটের (Primary TET) ফল ঘোষণা। পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।
২০২১ সালের ৩১ জানুয়ারি প্রাইমারি টেট( ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ)-এর পরীক্ষা গ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত (Result Published) হল। যাঁরা উত্তীর্ণ হলেন তাঁরা প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।
একনজরে পরীক্ষা সংক্রান্ত তথ্য-
- মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪
- পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন
- ১২ জনের পরীক্ষা বাতিল বলে বিবেচিত হয়েছে
- পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪
- ভুল কোড লেখার জন্য বা অসম্পূর্ণ ইএমআরের জন্য ৯২ জনের পরীক্ষা প্রত্যাখ্যাত হয়েছে।
- পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।
আরও পড়ুন ; ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’ হাইকোর্টে প্রস্তাব প্রাথমিক শিক্ষা পর্ষদের
আজ ফল ঘোষণার সময়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, "মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চান নিয়মিত টেট ও নিয়োগ হোক। টেট-এর সঙ্গে শিক্ষক নিয়োগের সম্পর্ক নেই। টেট-এ উত্তীর্ণ হলে শিক্ষকতার জন্য আবেদন করা যাবে।" তবে সেক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, ২০১৪ সালে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের টেট হয়। সেই পরীক্ষার ৬টি প্রশ্নে ভুল ছিল। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে সেই ছটি ভুল প্রশ্নের উত্তর দিলে ফুল মার্কস দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে সেই নির্দেশ শুধু মামলাকারীদের জন্যই প্রযোজ্য হবে, না বাকি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম বলবত্ হবে, তা নিয়ে পরবর্তীকালে আদালতে একাধিক মামলা হয়। যা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন, ভুল প্রশ্নের উত্তর দিয়েও নম্বর পাওয়া যায়নি বলে ফের মামলা হয় আদালতে।