সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সাত সকালে ফাঁকা মাঠের মাঝে জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনায় (chandrokona)। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (west midnapore) জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকার। ওই এলাকার একটি নিকাশি খালের পাড়ে মাঠের মাঝে জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বছর ৪৫ এর এক ব্যক্তিকে। খবর জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়, ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা জানায়, এদিন সকাল নাগাদ স্থানীয় মানুষজন মাঠে কাজ করতে যাবার সময় দেখতে পায় গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। তারা গ্রামে খবর দিলে,এখবর পুলিশকে জানানো হয়। পুলিশ সূত্রে জানাযায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ হবে।নাম পরিচয় জানা যায়নি। কোন কারনে ওই ঘটনা এবং ওই ব্যক্তির পরিচয় খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণ (Bombing)। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির (Nodakhali) সোনারিয়া এলাকা। স্থানীয়দের দাবি, অসীম মণ্ডল ওই বাড়িতেই বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেআইনিভাবে বাজি তৈরি হত কি না, খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এই একই দিনের ঘটনা। কোচবিহারের (Coochbehar) বাবুরহাটে (Baburghat) গাড়ি থেকে উদ্ধার হল পুড়ে যাওয়া দেহ। গতকাল রাতে স্থানীয় একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়। সার্ভিস সেন্টারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে গাড়ির ভিতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।