বেঙ্গালুরু: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের বিরুদ্ধে নিত্য-নতুন খবর উঠে আসছে, তাতে নয়া সংযোজন ঘটল। বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে উদ্ধার হল তরুণীর টুকরো টুকরো দেহাংশ। তরুণীর দেহের প্রায় ৩০টি টুকরো উদ্ধার হয়েছে বলে খবর। (Bengaluru Murder Case)


বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি আবাসন থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, তাতেই সন্দেহ জাগে বাসিন্দাদের মধ্যে। সেই মতো পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে গোটা দুর্গন্ধের কারণ সামনে আসে। ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হয় তরুণীর দেহাংশগুলি। (Bengaluru Body Parts in Fridge)


বেঙ্গালুরু পুলিশের (ওয়েস্ট) কমিশনার সতীশ কুমার জানিয়েছেন, ফ্রিজের মধ্যে থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। একদিন বা দু'দিন আগে এই অপরাধ ঘটানো হয়নি। বরং বেশ কিছু দিন ধরে ফ্রিজে ওই দেহাংশগুলি রাখা ছিল বলে জানিয়েছেন তিনি। যে তরুণীর দেহাংশ, তাঁকে শনাক্ত করা গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে নিহত তরুণীর পরিচয় খোলসা করা হয়নি। 


২৬ বছর বয়সি এক তরুণীকে খুন করে, তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ভরে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ওই তরুণী একাই বেঙ্গালুরুতে থাকছিলেন বেশ কিছু দিন ধরে। আসলে অন্য রাজ্যের বাসিন্দা তিনি। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, কেন এই অবস্থা হল ওই তরুণীর, তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছে পুলিশ। এখনই বিশদ তথ্য খোলসা করা যাবে না বলে জানানো হয়েছে।


তদন্তের জন্য এদিন ওই ফ্ল্যাটে পৌঁছয় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দল। ডগ স্কোয়াডও উপস্থিত ছিল ঘটনাস্থলে। ফরেন্সিক পরীক্ষা চলছে অপরাধ স্থলে। জানা গিয়েছে, একটি শয়নকক্ষ বিশিষ্ট ওই ফ্ল্যাটে একাই থাকতেন নিহত তরুণী। ফ্ল্যাটের মধ্যে ১৬৫ লিটারের ফ্রিজটি গোড়াতেই নজরে আসে পুলিশের, তার মধ্যেই রাখা ছিল দেহাংশগুলি।


এর আগে, ২০২২ সালেও এমনই একটি ঘটনা সামনে আসে। সেবার দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের ২৭ বছর বয়সি এক তরুণীর দেহাংশ উদ্ধার হয়। প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা, শ্রদ্ধাকে খুন করে, তাঁর দেহ ৩৫ টুকরো করে। ফ্ল্যাটের কাছে একটি জঙ্গলে শ্রদ্ধার দেহাংশগুলি ফেলে আসে সে।