বেঙ্গালুরু: নাম মুনমুন হুসেন ওরফে অর্চনা বড়ুয়া। বয়স ৪৬, বাড়ি কলকাতায়। বেঙ্গালুরু থেকে এই মহিলাকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। অসংখ্য হাইপ্রোফাইল চুরির মামলায় অভিযুক্ত তিনি।

কলকাতার লোক হলেও মুনমুন থাকতেন বেঙ্গালুরুতে, সেখানে আগে অর্কেস্ট্রা বারে গান গাইতেন। পরে পেশা হিসেবে বেছে নেন দেশের সর্বত্র ঘুরে ঘুরে চুরি করা। পুলিশ জানিয়েছে, সকালে উঠে মুনমুন হুসেন প্লেন ধরে কোনও না কোনও শহরে চলে যেতেন, অভিজাত বাজার আর মলগুলোয় ঘোরাফেরা করতেন, খুঁজে বার করতেন শিকার হওয়ার উপযুক্ত কোনও পয়সাওয়ালাকে, তারপর সুযোগ বুঝে উঠিয়ে নিতেন হাতব্যাগটা। আবার সন্ধেয় বিমান ধরে ফিরে আসতেন বেঙ্গালুরু।

মুনমুন ডিভোর্সি। ২০০৯ থেকে চুরি করছেন তিনি, অর্কেস্ট্রা সিঙ্গারের কাজ হারানোর পর এসেছেন এই পেশায়। মুম্বই পুলিশ জানিয়েছে, গত বছর থেকে এই মহিলার খোঁজ করছিল তারা। এক মহিলা অভিযোগ করেন, মুম্বইয়ের লোয়ার প্যারেলের হাই স্ট্রিট ফিনিক্স মলের জারা শোরুমের বিল কাউন্টার থেকে তাঁর ব্যাগ চুরি যায়। তাতে ফোন, সোনার গয়না ও ১৪.৯০ লক্ষ নগদ টাকা ছিল। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখে, অভিযোগকারিণী বিল দেওয়ার জন্য ব্যাগটি মাটিতে নামিয়ে রেখেছিলেন, সেটি তুলে নিয়ে হেঁটে যাচ্ছেন হুসেন। তদন্তে নেমে তারা দেখে, ২০১৮-তেও লোয়ার প্যানেলের আর একটি জারা আউটলেট এবং শিবাজি পার্কের এক ল্যাকমে বিউটি পার্লারে এমনই অপরাধ ঘটেছে। ঘটিয়েছেন একই ব্যক্তি।

মুনমুনের কাছ থেকে গয়না, টাকা, মোবাইল ফোন, ব্যাগে থাকা যাবতীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুনমুন জানিয়েছেন, কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও একই ধাঁচে চুরি করেছেন তিনি।