নয়াদিল্লি: ২০২০ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেওনাডস্কি। আর্জেন্তিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনান্ডোকে হারিয়ে এবছরের সেরার শিরোপা জিতে নেন পোল্যান্ড এই তারকা ফুটবলার।


কেরিয়ারে এই প্রথমবার ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেওনাডস্কি। বায়ার্নের হয়ে এ বছর সবকটি টুর্নামেন্টে খেলে টপ স্কোরার রবার্ট।


২০০৯ থেকে এই সম্মানে ছিল মেসি-রোনাল্ডোর আধিপত্য। ২০১৮-য় সম্মানে ভাগ বসিয়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এখনও পর্যন্ত রোনান্ডো পাঁচবার ও মেসি ৬ বার ফিফা বর্ষসেরা হয়েছেন।


সেরা মহিলা ফুটবলার হয়েছেন ইংল্যান্ড তথা ম্যাঞ্চস্টার সিটির ফুল ব্যাক লুসি ব্রোঞ্জ। বর্ষসেরা পুরুষ গোলকিপার নির্বাচিত হয়েছেন বায়ার্নের ম্যানুয়েল ন্যয়ার। মহিলা বিভাগে এই পুরস্কার জিতেছেন অলিম্পিক লিয়ঁনে-র সারা বুহাদি।


পুরুষ ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের য়ুর্গেন ক্লপ। এই নিয়ে টানা দ্বিতীয়বার সেরা কোচ হলেন ক্লপ। বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডস মহিলা জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান।