নয়া দিল্লি : কোভিড-উদ্বেগের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর (Health Minister) চিঠির পরিপ্রেক্ষিতে এবার পাল্টা সুর চড়াল কংগ্রেস। চিনে (China) সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী রাহুল গাঁধীকে 'ভারত জোড়ো যাত্রা' সাসপেন্ড করার আবেদন জানিয়েছেন। এবার সেই প্রসঙ্গেই বিজেপিকেও একই চিঠি পাঠানো হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর প্রশ্ন, 'কর্ণাটক ও রাজস্থানে যাত্রা করছে বিজেপি, তাহলে তাদেরও কি মনসুখ মাণ্ডব্য একই চিঠি পাঠিয়েছেন ?' 


তিনি স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, দয়া করে, "কোভিড প্রোটোকল ঘোষণা করুন। আমরা তা মেনে চলব। শুধু রাহুল গাঁধী কেন, শুধু কংগ্রেস পার্টি বা ভারত জোড়ো যাত্রা-ই কেন ?"


স্বাস্থ্যমন্ত্রীর চিঠি-


চিনে ফের বাড়ছে সংক্রমণ। ভারতেও সতর্কতা জারি হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবারই চিনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য 'ভারত জোড়ো যাত্রা'-য় ব্যস্ত থাকা কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে চিঠি লেখেন। চিঠিতে তাঁকে 'জাতীয় স্বার্থে' যাত্রা সাসপেন্ড করার অনুরোধ জানান। চিঠি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেও পাঠান তিনি। তাতে মাণ্ডব্য বলেন, রাজস্থানের তিন জন সাংসদ...পি পি চৌধুরী, নিহাল চন্দ ও দেবজি পটেল উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন, মার্চ চলাকালীন যাতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের মতো কোভিড প্রোটোকল মেনে চলা হয়। এর পাশাপাশি যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাই যেন পদযাত্রায় যোগ দেন।


আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যাত্রায় যোগ দিয়ে অনেকে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক্ষেত্রে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উদাহরণ তুলে ধরেন তিনি। 


তবে কংগ্রেসের তরফে বলা হয়েছে, যে প্রোটোকলের কথা বলা হবে তা-ই তারা মেনে চলবে। প্রসঙ্গত, তিন বছর আগে, যে চিন (China) থেকে করোনা (Coronavirus) সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে।


সামনেই বড়দিন এবং নতুন বছর উদযাপন রয়েছে। তার আগেই সতর্ক কেন্দ্র সরকার।       


আরও পড়ুন ; ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!