নয়াদিল্লি: দিল্লিতে চুরি গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Bharatiya Janata Party national president JP Nadda) স্ত্রী মল্লিকা নাড্ডার একটি ফরচুনার গাড়ি। গাড়িটি গত সপ্তাহে চুরি (Stolen) গেছে বলে জানা গেছে। সূত্রের খবর, গত সপ্তাহে মল্লিকা নাড্ডার গাড়িটি দিল্লির (Delhi) গোবিন্দপুরী এলাকার একটি সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকেই গাড়িটি চুরি যায় বলে অভিযোগ।


এই বিষয়ে মল্লিকা নাড্ডার ওই গাড়িটির চালক যোগিন্দার সিং গত ১৯ মার্চ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে গাড়িটি সার্ভিস সেন্টার পৌঁছে দিয়ে বাড়িতে খাবার খেতে গেছিলেন। পরে সার্ভিস সেন্টারে এসে দেখে গাড়িটি সেখানে নেই। মল্লিকা নাড্ডার গাড়ির চালকের অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে একটি মামলা দায়ের করে গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। জেরা করা হচ্ছে সার্ভিস সেন্টারের কর্মীদেরও। সূত্রের খবর, ওই টয়োটা ফরচুনার গাড়িটিকে শেষ যখন দেখা গেছে তখন সেটি গুরুগ্রামের দিকে যাচ্ছিল। সিসিটিভি ফুটেজ দেখে এই তথ্যই জানতে পেরেছে পুলিশ। চুরি যাওয়া ওই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর হিমাচল প্রদেশের বলে জানা গেছে।


আরও পড়ুন: Lok Sabha Vote:'উনি ওয়ার্ডের বাইরে কী কাজ করেছেন, চাইলে তার হিসেবও দিয়ে দেব',পাল্টা দেবশ্রী চৌধুরী


সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ভারতে ২০২৩ সালে গাড়ি চুরি ঘটনা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে সবথেকে বেশি গাড়ি চুরির ঘটনা ঘটেছে দিল্লিতে। ২০২৩ সালে দিল্লিতে যাত্রীবাহী গাড়ি চুরি হয়েছে ৮০ শতাংশ। তবে ২০২২ সালে দিল্লিতে যেখানে ৫৬ শতাংশ গাড়ি চুরি ঘটনা ঘটেছিল ২০২৩ সালে তা কমে ৩৭ শতাংশ হয়েছে। 


এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করছে বিজেপি বিরোধীরা। তাদের কথায়, দিল্লির আইন-শৃঙ্খলার ভার ন্যস্ত থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের হাতে। সেখানে তাঁর দলের সর্বভারতীয় সভাপতির স্ত্রীর গাড়িই চুরি হয়ে যাচ্ছে। এটা সত্য়িই লজ্জাজনক একটি ঘটনা। যারা নিজেদের দলের সভাপতির স্ত্রীর গাড়ির চুরির ঠেকাতে পারে না তারা কীভাবে বড় বড় চোরদের ধরবে সেই প্রশ্নও তুলেছে কটাক্ষ করে।


আরও পড়ুন: Tapas Roy: 'উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন', মন্তব্য তাপস রায়ের