কাঠমান্ডু: মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব আবিষ্কার করেছিলেন ভাস্করাচার্য। নিউটন তার সূত্র ধরে আবিষ্কার করেন ৫০০ বছর পর। এমনটাই দাবি নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মার।


সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা বলেন, ১১৫০ খ্রীস্টাব্দে ভাস্করাচার্য মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব আবিষ্কার করেন। আমি শুধু নেপালের গৌরবময় অতীত বা নেপালিদের ঐতিহ্যের বিষয়ে কথা বলছি না। কিন্তু এটা সত্যি যে মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে অবদান রেখে গিয়েছেন ভাস্করাচার্য। ১২১০ সালে ভাস্করাচার্য সালে বই প্রকাশিত হয়। তারও ৫০০ বছর পর নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন।

নেপালের প্রধানমন্ত্রী যোগ করেন,গ্যালিলিও এবং নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন বলে নিজের বইতে তিনি আগে উল্লেখ করেছিলেন। কিন্তু তা একবারেই ভুল ছিল বলে এদিন উল্লেখ করেছেন ওলি।

উল্লেখ্য, গত বছর শেষের দিকে প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মার সুপারিশ মেনে সংসদ ভেঙে দেন নেপালের রাষ্ট্রপতি। জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

এদিন সকালে মন্ত্রিসভার বৈঠক ডাকেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি। ওই বৈঠকেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সালে ভোট হয়। সংসদের সদস্য ২৭৫ জন। ২০২২ সালে পরবর্তী নির্বাচন।

রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি জানান, ৩০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নির্বাচন হবে। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি অধ্যাদেশ জারি করেছিলেন প্রধানমন্ত্রী। সংবিধান কাউন্সিল আইন সংক্রান্ত অধ্যাদেশ প্রত্যাহার করা নিয়ে চাপে ছিলেন কে পি ওলি শর্মা। সংবিধান কাউন্সিলের প্রধান কে পি ওলি শর্মা। কাউন্সিলে আছেন প্রধান বিচারপতি, স্পিকার, চেয়ার্পার্সন, বিরোধী দল নেতা ও ডেপুটি স্পিকার।