সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের চলল গুলি। অভিযোগ, ভাঙচুর করা হয়েছে বিজেপি নেতার বাড়ি। ঘটনায় ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। আর তার জেরেই আতঙ্ক ছড়াল এলাকায়।
রাজ্যে হাইভোল্টেজ নির্বাচন শেষ। ভোটের ফল বেরিয়েছে এক মাসের বেশি সময় হয়ে গেল। তাও যেন অশান্তি কিছুতেই শেষ হচ্ছে না উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘরের বাসিন্দা বিজেপি নেতা লালবাবু প্রসাদ। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ, তাঁর বাড়ির সামনে একটি গাড়ি ও কযেকটি বাইকে দুষ্কৃতীরা জড়ো হয়। অভিযোগ, প্রথমে তাঁর বাড়ির বাইরের জানলার কাচ ভাঙচুর করা হয়। তিনি ঘরে ঢুকতে গেলে তাঁর বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, ঘরের ভিতরের দেওয়ালে একচি গুলি এসে লাগে। অপর গুলিটি লাগে টিভিতে।
এদিন বিজেপি নেতা বলেন, বাড়িতে বসে আছি হঠাৎই কাচ ভাঙার আওয়াজ পাই। দেওয়ালে, টিভিতে গুলি লাগে। বাইরে থেকেও গুলি চালায়। দু-চার জন ছাদে চলে যায়। ফুলের টব ভেঙে দেয়। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, এরপর দুষ্কৃতীদলটি ১৭ নম্বর ওয়ার্ডের একটি বন্ধ নার্সিংহোমেও ভাঙচুর চালায়। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং। সেইসময় এলাকারই তৃণমূল নেতা অশোক কুণ্ডুর সঙ্গে তাঁর বচসা বেধে যায়। তাঁর সঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতার বচসা হয়। বিজেপির তরফে হামলার পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ করা হলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। ভাটপাড়ার তৃণমূল নেতা মকসুদ আলম বলেন, রাজনীতি নেই। ২০১৯ থেকে এলাকা উত্তপ্ত করে রেখেছে এরা। অশান্তির খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।