US President Joe Biden: প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নিয়মনীতিতে একাধিক পরিবর্তন বাইডেনের

Joe Biden Update: চিনে ভাইরাসের উৎপত্তি হওয়া সত্বেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হু। এই অজুহাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুনরায় যুক্ত হল আমেরিকা।

Continues below advertisement
ওয়াশিংটন: মার্কিন মুলুকের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। আর শপথ নেওয়ার পরেই একগুচ্ছ পরিবর্তন আনলেন তিনি। যে সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি নতুন প্রস্তাবনাও এনেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। বাতিল করেছেন ট্রাম্পের একাধিক সিদ্ধান্তও। প্রায় ১৫টি অর্ডারে সই করেছেন বাইডেন। যার মধ্যে অভিবাসন নীতি থেকে কোভিড বিধিতে পরিবর্তন এনেছেন তিনি। কী কী পরিবর্তন আনলেন জো বাইডেন? চিনে ভাইরাসের উৎপত্তি হওয়া সত্বেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হু। এই অজুহাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুনরায় যুক্ত হল আমেরিকা। বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় তৎপর হল বাইডেন সরকার। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে আমেরিকা যাবে বলে জানালেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। যারা ছোটবেলায় অবৈধভাবে আমেরিকায় গিয়েছেন তাঁদের সুরক্ষা দিচ্ছে বাইডেন প্রশাসন। তবে যারা বৈধভাবে আমেরিকায় গিয়েছেন বা থাকছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। মুসলিম এবং আফ্রিকার বিভিন্ন দেশে যাওয়া আসা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। তা প্রত্যাহার দিলেন জো বাইডেন। করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন জো বাইডেন। মানতে হবে শারীরিক দূরত্ব। রাজনৈতিক সভা, গণপরিবহনে মানতে হবে নিয়মবিধি। মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য যে জরুরি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এদিন তা বাতিল করেছেন জো বাইডেন। মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে রূপান্তরিতদের কোনও বাধা থাকছে না। ফের চালু হবে এইচ-ওয়ান-বি ভিসা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসন নীতি পরিবর্তন হবে বলে জানান জো বাইডেন। এতে উপকৃত হবেন প্রায় ৫ লক্ষ ভারতীয়। এইচ-ওয়ান-বি ভিসা পেতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না।
Continues below advertisement
Sponsored Links by Taboola