পটনা : NDA নাকি মহাগঠবন্ধন ? বিহারে কারা গড়তে চলেছে পরবর্তী সরকার ? এনিয়ে জল্পনার শেষ নেই। এক্সিট পোলের দিকে নজর রেখেছে রাজনৈতিক দলগুলি, তাদের প্রার্থীরা ও রাজ্যের ভোটাররা। Chanakya Strategies-এর সমীক্ষা অনুযায়ী, কিস্তিমাত করতে চলেছে NDA। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ তারা ১৩০ থেকে ১৩৮টি আসন পেতে পারে বলে উঠে এসেছে তাদের সমীক্ষায়। অন্যদিকে, মহাজোটের ঝুলিতে যেতে পারে ১০০ থেকে ১০৮টি আসন। অন্যান্য দল এবং নির্দল প্রার্থীরা পেতে পারেন ৩-৫টি আসন। MATRIZE-IANS-এর সমীক্ষা বলছে, বিহারে এবার ৪৮ শতাংশ ভোট পেতে পারে NDA। অন্যদিকে, মহাগঠবন্ধন পেতে পারে ৩৭ শতাংশ ভোট। অন্যান্য দল এবং নির্দল প্রার্থীদের ঝুলিতে যেতে পারে অবশিষ্ট ১৫ শতাংশ ভোট।

Continues below advertisement

প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ। সংকল্পপত্র ২০২৫-এ একাধিক আশ্বাস দেয় মহাগঠবন্ধন। অন্যদিকে, তেজস্বী যাদবদের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এনডিএ। এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে, এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার...এরকম একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের কথা বলা হয়। যুবকদের জন্য চাকরির প্রতিশ্রুতি, বিনামূল্যে শিক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়ার কথাও বলা হয়। নজর কাড়েন প্রশান্ত কিশোরও। এই আবহে ভোটে যায় বিহার। দুই দফায় ভোটের পর এখন প্রশ্ন, বাজিমাত কারা করতে চলেছে ?

POLSTRAT-এর সমীক্ষা বলছে, ২৪৩ আসনের বিহার বিধানসভার দু'দফার নির্বাচন শেষে এগিয়ে রয়েছে এনডিএ। রাজ্যে শাসন-ক্ষমতায় থাকা এই জোট এবার ১৩৩-১৪৮ আসন পেয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে পারে। অন্যদিকে, ৮৭-১০২ আসন পেয়ে ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ হতে পারে রাহুল গান্ধী-তেজস্বী যাদবদের। অন্যান্য দল ও নির্দলদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৫টি আসন। তবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে POLSTRAT। সে পথে অবশ্য হাঁটছে না Poll Diary-র এক্সটি পোল। তাদের সমীক্ষা অনুযায়ী, ১৮৪ থেকে ২০৯টি আসন পেয়ে বাজিমাত করতে চলেছেন নীতীশ কুমাররা। ৩২ থেকে ৪৯টি আসন পেয়েই থামতে হতে পারে মহাগঠবন্ধনকে। 

Continues below advertisement

অধিকাংশ সমীক্ষা থেকেই ইঙ্গিত মিলছে, বিহারে দশম বার মুখ্যমন্ত্রী হিসাবে ফিরতে চলেছেন নীতীশ কুমার।