পটনা: চলছে শ্রাবণ মাস। সারা দেশের শিবতীর্থগুলিতে ভক্তদের লাগামছাড়া ভিড়। বাংলার তারকেশ্বর থেকে উত্তরাখণ্ডের কেদারনাথ, গুজরাতের সোমনাথ থেকে নেপালের পশুপতিনাথ, দেবাদিদেবের ভক্তদের ভিড়। বাঁক কাঁধে দূর দূর থেকে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভক্তরা। আর তারই মাঝে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
বিহারের বৈশালীর সুলতানপুর গ্রামে কানওয়ার-তীর্থযাত্রীদের একটি গাড়ি একটি হাই-ভোল্টেজ ওভারহেড তারের সংস্পর্শে এসে প্রাণ গেল ৯ তীর্থযাত্রীর। কানওয়ার যাত্রায় যাচ্ছিলেন তাঁরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের । আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার মধ্যরাতে তীর্থযাত্রীরা বিহারে সোনেপুরে বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেক করতে যচ্ছিলেন। সেই সময় ঘটনাটি ঘটে। হাজিপুর-সদরের মহকুমা আধিকারিক রামবাবু বৈঠা এ কথা জানান। পুলিশের সূত্রে খবর, আট ভক্তের মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় ।
ডিজে লাগানো ট্রলির সঙ্গে জড়িয়ে যায় বিদ্যুতের তার। মাউন্ট করা ট্রলিটির উচ্চতা খুব বেশি ছিল। ১১০০০ ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে আসে সেটি। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্য হয় অনেকের, আরও কয়েকজন গুরুতর আহত হন।
কয়েকদিন আগেই ২৯ জুলাই একটি পৃথক ঘটনায়, মধ্যপ্রদেশের মোরেনা জেলায়, ট্রাক্টর-ট্রলির সঙ্গে একটি কনটেইনারের সংঘর্ষে দুজন কানওয়ার তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেনয আহত হয়েছিলেন পাঁচ জন । সিভিল লাইন থানার আওতাধীন ৪৪ নম্বর জাতীয় সড়কের দেওরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা