পটনা : বিহারে সাংবাদিকদের পেনশন বাড়াল নীতীশ কুমার সরকার। বিহার ভোটের আগে যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 'বিহার পত্রকার সম্মান পেনশন স্কিমে' ওই টাকা পাবেন যোগ্য সাংবাদিক ও তাঁদের স্বামী/স্ত্রীরা। এদিন এক্স মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, নির্দিষ্ট দফতরকে রাজ্য সরকারের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যোগ্য সাংবাদিকদের ৬ হাজার টাকা থেকে মাসিক পেনশন বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হোক।

Continues below advertisement

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 'বিহার পত্রকার সম্মান পেনশন স্কিম'-এর আওতায়, সকল যোগ্য সাংবাদিককে ৬,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা মাসিক পেনশন দেওয়ার জন্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, 'বিহার পত্রকার সম্মান পেনশন প্রকল্প'-র আওতায় পেনশন পাওয়া সাংবাদিকদের মৃত্যু হলে, তাঁদের উপর নির্ভরশীল স্ত্রী/স্বামীকে আজীবনের জন্য ৩,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা মাসিক পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"

মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের গুরুত্বের উপর জোর দিতে গিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এই পেশাকে এবং সামাজিক উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তাঁর কথায়, "গণতন্ত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার যত্ন নিচ্ছি যাতে তাঁরা নিরপেক্ষভাবে তাঁদের সাংবাদিকতা করতে পারেন এবং অবসর গ্রহণের পরে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।"

Continues below advertisement