পটনা : বিহার ২০২৫-এর বিধানসভা নির্বাচন রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারে আরও একটা বড় ধাক্কা। যিনি এবছর বিহারে যাত্রা করে ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে, বিজেপি ভোট চুরি করছে। অগস্টে তিনি করেন 'ভোটার অধিকার যাত্রা'। কংগ্রেস নেতার আগের দুই যাত্রার সুফল ভোটবাক্সে প্রতিফলিত হয়েছিল দলের। গত কয়েকটি ভোটে তার প্রতিফলন হয়। এবার বিহারের সাসারাম থেকে যাত্রা শুরু হয়ে শেষ হয় পটনায়। ২৫টি জেলায় ১১০টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করে তাঁর যাত্রা। ১৩০০ কিমি পথ অতিক্রম করে। কিন্তু, এই যাত্রাপথে থাকা কোনও আসনই কংগ্রেসের দিকে ঝুঁকি নেই বলে ট্রেন্ডে দেখা যাচ্ছে। যে ৬১টি আসনে কংগ্রেস লড়াই করেছে তারমধ্যে বাল্মিকী নগর, কিষাণগঞ্জ, মণিহারি ও বেগুসরাই কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থীরা।
কংগ্রেস নেতা-কর্মীরা বিশ্বাস করেন, এর আগে করা রাহুল গান্ধীর যাত্রা ২০২৪ লোকসভা ভোট এবং ২০২৩-এর তেলাঙ্গনা ভোটে দলকে ভাল ফল করতে সাহায্য করেছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে গান্ধী যে দু'টি সমগ্র ভারতব্যাপী 'ভারত জোড়ো' যাত্রা করেছিলেন, তার রুটে কংগ্রেস ৪১টি আসন জিতেছিল। তেলাঙ্গনায় ভোটে জিতে সরকারও গড়েছে। কিন্তু, বিহারে কাজে এল না গান্ধী-ম্যাজিক। ২০১৫-র বিধানসভা নির্বাচনে ৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। ৫ বছর পর, ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কংগ্রেসের আসন সংখ্যা কমে হয় ১৯। আর এবার ৬১টি আসনে লড়াই করে মাত্র ৪টি আসনে এখনও পর্যন্ত এগিয়ে কংগ্রেস। ১টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, আরজেডি এগিয়ে ২৫টি আসনে। ১টিতে জয়লাভ করেছে।
অন্য প্রান্তে, SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস নিয়ে এগিয়ে গেল NDA। গতবারের তুলনায় আসন বাড়িয়ে দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের পথে নীতীশ কুমার। নীতীশ কুমার-নেতৃত্বাধীন NDA সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। পাটনায় JDU, বিজেপি শিবিরে উচ্ছ্বাস শুরু। ঢোলবাদ্য, লাড্ডু বিলি করা চলছে। শেষ তথ্য অনুযায়ী, বিজেপি ৬৫টি আসনে এগিয়ে। ইতিমধ্যে জয়লাভ করেছে ২৭টিতে। অন্যদিকে, জেডিইউ এগিয়ে ৬৯টি আসনে। জয়লাভ করেছে ১৩টি আসনে। এই জোটের অন্যতম শরিক LJPRV এগিয়ে রয়েছে ১৬টিতে, ইতিমধ্যে জিতেছে ৩টিতে। আর এই সব কিছুর পিছনেই নীতীশ ও মোদির যৌথ ম্যাজিককেই ক্রেডিট দিচ্ছে বিশেষজ্ঞ মহল। Bihar Election 2025