Bihar Election 2020 Results Leading, Trailing Tally LIVE: হেরে গেলেন পুষ্পম প্রিয়া চৌধুরী, এগিয়ে আরজেডি নেতা তেজস্বী, তেজ প্রতাপ যাদব

দেখে নিন, বিহারে এগিয়ে কোন ভিআইপি প্রার্থী, পিছিয়েই বা কে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Nov 2020 08:55 PM
জিতিন রাম মাঝি জিতলেন ১৬,০৩৪ ভোটের ব্যবধানে।
রাঘোপুর আসনে এগিয়ে তেজস্বী যাদব। তিনি পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী সতীশ কুমারকে।
হাসানপুর আসনে জেডিইউ প্রার্থী রাজ কুমার রায়ের থেকে এগিয়ে আরজেডি-র তেজপ্রতাপ যাদব।
হারলেন আরজেডি-র প্রবীন নেতা আব্দুল বারি। কেওটি আসনে বিজেপি প্রার্থী মুরারী মোহন ঝা হারালেন তাঁকে।
বিহার নির্বাচনের পোস্টার গার্ল পুষ্মম প্রিয়া চৌধুরী বাঁকিপুরে হেরে গেলেন। জিতলেন বিজেপির নীতীন নবীন।
সহর্স বিধানসভা আসনে বিজেপির অলোক রঞ্জন বর্মা এগিয়ে। পিছিয়ে আরজেডি-র লাভলি আনন্দ।
হায়াঘাট বিধানসভা আসনে আরজেডি প্রার্থী ভোলা যাদব হারালেন বিজেপি প্রার্থী রামচন্দ্র প্রসাদকে।
দ্বারভাঙা গ্রামীন আসনে জয়ী আরজেডি-র ললিত যাদব
বিহার ভোটের প্রথম ফল, দ্বারভাহায় জিতলেনবিজেপির সঞ্জয় সরাবগি।
সরাইরঞ্জনে এগোলেন বিজয় কুমার চৌধুরী।
ইমামগঞ্জে ২০০-র মত ভোটে এগোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি।
৭০টি আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ৩৫টি আসনে এগিয়ে থাকার নিরিখে প্রথম ও দ্বিতীয়ের মধ্যে তফাত ৫০০ ভোটের কম।
সরাইরঞ্জনে এগিয়ে গেলেন আরজেডির অরবিন্দ কুমার সাহনি। পিছিয়ে পড়লেন বিধানসভা স্পিকার বিজয় কুমার চৌধুরী।.
সহর্ষায় ফের পিছিয়ে পড়লেন লাভলি আনন্দ। মুজফফরপুরে পিছিয়ে বিজেপির মন্ত্রী সুরেশ শর্মা।
ষষ্ঠ রাউন্ড ভোট গণনার পর হাসানপুরে এগোলেন লালু পুত্র তেজপ্রতাপ।
পটনা সাহিব কেন্দ্রে পিছিয়ে নন্দকিশোর যাদব।
কিষাণগঞ্জে এগিয়ে বিজেপি। এমআইএম পেয়েছে ১৮২৬ ভোট। কংগ্রেসের ভোট ৫,০০০-এর বেশি।
সহর্ষায় এগোলেন আরজেডির লাভলি আনন্দ। শেখপুরায় এগিয়ে জেডিইউয়ের রণধীর সোনি। ভাগলপুরে এগিয়ে কংগ্রেসের অজিত শর্মা।
কুচায়কোট থেকে এগিয়ে জেডিইউয়ের পাপ্পু পাণ্ডে।
লালগঞ্জ থেকে এগিয়ে বাহুবলী মুন্না শুক্লা।
দানাপুরে এগিয়ে বিজেপির আশা সিংহ। নালন্দায় এগিয়ে নীতীশ-মন্ত্রী শ্রবণ কুমার। মোকামায় আরজেডি প্রার্থী অনন্ত সিংহ এগিয়ে।
শিবহর আসনে মাত্র ৪৫৭ ভোটে এগিয়ে আরজেডির চেতন আনন্দ। পারসায় চন্দ্রিকা রাই মাত্র ভোটে এগিয়ে। সিমরি বখতিয়ারপুর থেকে মুকেশ সাহনি ২২১১ ভোটে এগিয়ে।
ইমামগঞ্জে পিছিয়ে পড়লেন জিতনরাম মাঝি।
গোবিন্দগঞ্জে এগিয়ে এলজেপির রাজু তিওয়ারি।
হাসানপুরে পিছিয়ে পড়লেন লালুপুত্র তেজপ্রতাপ, এগিয়ে গেল বিজেপি।
বাঁকায় এগিয়ে বিজেপি, সিওয়ানে আরজেডি।
মাধেপুরায় পিছিয়ে পাপ্পু যাদব।
সহর্ষায় ফের পিছিয়ে গেলেন আরজেডির লাভলি আনন্দ।
বাঁকিপুরে পিছিয়ে গেলেন শত্রুঘ্ন পুত্র লব সিনহা।
ভাগলপুরে এগিয়ে কংগ্রেসের অজিত শর্মা। কেবটিতে এগিয়ে আরজেডির আবদুল বারি সিদ্দিকি। মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত সিংহ।
মুজফফরপুরে এগিয়ে মন্ত্রী সুরেশ শর্মা।
দানাপুরে এগিয়ে বিজেপির আশা দেবী।
সরাইরঞ্জনে এগিয়ে জেডিইউয়ের বিজয়কুমার চৌধুরী।
পারসায় পিছিয়ে জেডিইউয়ের চন্দ্রিকা রায়।
মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত সিংহ। মধুপুরে এগিয়ে বিজেপির রণধীর সিংহ।
ইমামগঞ্জে এগিয়ে হ্যাম প্রার্থী জিতনরাম মাঝি।
গয়ায় এগিয়ে বিজেপির প্রেম কুমার
বাঁকিপুরে এগিয়ে গেলেন কংগ্রেসের লব সিনহা।
পটনা সাহিব থেকে এগিয়ে বিজেপির নন্দকিশোর যাদব।
সহর্ষায় এগিয়ে গেলেন আরজেডির লাভলি আনন্দ।
দ্বারভাঙায় এগিয়ে বিজেপি।
মাধেপুরায় এগিয়ে জেডিইউয়ের নিখিল মণ্ডল। সিমরী বখতিয়ারপুরে পিছিয়ে রয়েছেন ভিআইপি পার্টির মুকেশ সাহানি।
হাসানপুর থেকে এগিয়ে তেজপ্রতাপ যাদব।
মাধেপুরা থেকে পিছিয়ে পাপ্পু যাদব।
বাঁকিপুর থেকে লড়ছেন প্লুরাল্স পার্টির প্রধান পুষ্পম প্রিয়া চৌধুরী ও শত্রুঘ্ন সিনহার ছেলে কংগ্রেস প্রার্থী লব সিনহা। এঁদের কড়া টক্কর চলছে বিজেপির তিনবারের বিধায়ক নীতীন নবীনের সঙ্গে। লব ও পুষ্পম প্রিয়া দুজনেই এই প্রথম ভোটে লড়ছেন।
সহর্ষায় পিছিয়ে আরজেডির লাভলি আনন্দ। মহারাজগঞ্জের বাহুবলী প্রাক্তন সাংসদ প্রভুনাথ সিংহের ছেলে রণধীর সিংহ আরজেডির হয়ে লড়ছেন। তিনি এগিয়ে রয়েছেন পূর্ব ছাপরা কেন্দ্রে।
শেখপুরায় এগিয়ে কংগ্রেস, পূর্ণিয়ায় এগিয়ে বিজেপি।

প্রেক্ষাপট

পটনা: রাঘোপুর থেকে এগিয়ে রয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। জামুইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির শ্রেয়সী সিংহ। বাঁকায় এগিয়ে বিজেপি, সিওয়ানে আরজেডি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.