লক্ষ্মীসরাই: ৩৪ বছর আগে রেলওয়ে স্টেশনে সবজির ঝুড়ি নিয়ে ট্রেন উঠতে গেছিলেন একজন মহিলা। বিষয়টি দেখতে পেয়ে তাঁর থেকে ২০ টাকা ঘুষ নিয়েছিলেন সেই সময়ে ওই রেলওয়ে স্টেশনে কর্তব্যরত একজন কনস্টেবল। ৩৪ বছর ধরে এই সংক্রান্ত মামলা চলার পর বর্তমানে অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar News)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের ৬ মে বারাহিয়া পুলিশ স্টেশনের একজন কনস্টেবল সুরেশ প্রসাদ সিংয়ের ডিউটি পড়েছিল বিহারের সহর্সা রেলওয়ে স্টেশনে। ডিউটি করার সময় তিনি মহেশকুন্ঠ এলাকার বাসিন্দা সীতাদেবী নামে একজন মহিলাকে সবজির ঝুড়ি সমেত পাকড়াও করেন। তারপর রেলওয়ে স্টেশনের ওপর সবজির ঝুড়ি নিয়ে ওঠার জন্য কানে কানে সীতাদেবীকে ঘুষ দেওয়ার জন্য বলেন। ভয়ে নিজের শাড়িতে বাধা একটি ২০ টাকার নোট ওই পুলিশ কনস্টেবলের হাতে তুলে দেন সীতাদেবী। বিষয়টি নজরে পড়েছিল তৎকালীন স্টেশন ইনচার্জ। তিনি বিষয়টি লক্ষ্য করে সুরেশ প্রসাদকে হাতেনাতে ধরে তাঁর থেকে ওই ২০ টাকাটি নিয়ে সীতাদেবীকে তৎক্ষণাৎ ফেরত দেন।
এই ঘটনার পর কেটে গেছে ৩৪টি বছর, বৃহস্পতিবার এই মামলায় অভিযুক্ত সুরেশ প্রসাদকে অবিলম্বে গ্রেফতার করে বিহার পুলিশের ডিজিপিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেন স্পেশাল ভিজিলেন্স জজ সুদেশ শ্রীবাস্তব। টাকার পরিমাণ কম হলেও তিন দশক ধরে চলা ওই মামলায় এই নির্দেশ দেন বিচারক। ১৯৯৯ সালে সুরেশ প্রসাদ সিং এই মামলায় জামিন পাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। কারণ সেই সময় তাঁর জামিনের আবেদন বাতিল হয়ে গিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরই সুরেশ প্রসাদের খোঁজ করতে গিয়ে জানা যায় যে আদালতে জমা দেওয়া হলফনামা ও সার্ভিস রেকর্ড বুকে নিজের ঠিকানা মহেশকুণ্ঠ দিয়েছিলেন তিনি। আদতে যা ভুয়ো ছিল। এরপর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। খোঁজখবর নিয়ে জানা যায় সুরেশ প্রসাদ সিংয়ের আসল বাড়ি হল লক্ষীসরাই জেলার বারাহিয়ার বিজয় কলোনিতে।
বর্তমানে স্পেশাল ভিজিলেন্স জজ সুদেশ শ্রীবাস্তবের নতুন নির্দেশ অনুযায়ী বিহার পুলিশের ডিজিপি সুরেশ প্রসাদকে গ্রেফতার করার নির্দেশ দেন। সম্প্রতি স্পেশাল ভিজিলেন্স জজ পুলিশের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও খারাপ ব্যবহারের কারণে দায়ের হওয়া দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলার শুনানি করে অভিযুক্তদের সাজার ব্যবস্থা করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Uttar Pradesh News: টিফিনে আমিষ খাবার নিয়ে আসার জের, নার্সারির পড়ুয়াকে বরখাস্ত করল স্কুল