সুদীপ্ত আচার্য, কলকাতা: কলকাতা থেকে বিহারের (Bihar) এক গ্যাংস্টারকে (Gangster) গ্রেফতার করল বিহার এসটিএফ (Bihar STF)। ধৃতের বিরুদ্ধে খুন (Murder), তোলাবাজি-সহ (Extortion) একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, গত একবছর ধরে গা ঢাকা দিয়ে তপসিয়ায় লুকিয়ে ছিলেন বিহারের গ্যাংস্টার রোহিত যাদব। ফ্ল্যাট কিনে স্ত্রী, মেয়েকে নিয়ে রীতিমতো সংসার পেতে বসেছিলেন।
কী ঘটল?
যোগীরাজ্যে যেদিন পুলিশের হেফাজতে খুন হলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক,সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমেদ, ঠিক সেদিনই কলকাতায় গ্রেফতার হলেন বিহারের এক গ্যাংস্টার। তপসিয়ার হিমগঞ্জ জমাদার লেনে এই বহুতলেই ঘাঁটি গেড়েছিলেন গ্যাংস্টার রোহিত যাদব। শনিবার রাতে সেখানে হানা দেয় বিহার পুলিশের এসটিএফ ও কলকাতা পুলিশের যৌথ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বিহারের মধুবনি জেলার বাসিন্দা রোহিতের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গ্যাংস্টারের সন্ধান দিলে পুরস্কারও ঘোষণা করেছিল বিহার পুলিশ। স্থানীয়দের দাবি, গত একবছর ধরে, তপসিয়ার এই বহুতলের দোতলায় ফ্ল্যাটে স্ত্রী, মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন গ্যাংস্টার রোহিত। ২৮ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি কেনেন। ধৃতের এক প্রতিবেশী জানান, খুব একটা বেশি দেখা যেত না তাঁকে। কী কাজ করতেন তিনি, সেটিও পড়শিরা জানতেন না। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিহার পুলিশ জানতে পারে, কলকাতার তপসিয়ায় লুকিয়ে আছে গ্যাংস্টার রোহিত। সেই অনুযায়ী কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, শনিবার রাতে গ্যাংস্টারের ফ্ল্যাটে হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতের স্ত্রীর বক্তব্য, 'ও জমি-জায়গার ব্যবসা করত। আগেও গ্রেফতার হয়েছিল। ওখানে ঝামেলার জন্য় এখানে এক বছর ধরে থাকছিল। ওকে গ্রেফতারের পাশাপাশি কয়েক লক্ষ টাকাও পুলিশ উদ্ধার করেছে।'
ফিরে আসছে...
এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, ২০২১ সালের ৯ জুনের ঘটনা। নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের B-153 নম্বর টাওয়ারের, ফ্ল্যাট নম্বর 201- এ হাজির হন পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অফিসাররা। তারপর রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত খাড়ারের। ওই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করেছিল তারা। পুলিশ খুন-সহ ৪০টিরও বেশি মামলায় জয়পাল ভুল্লারের খোঁজে 'অপারেশ জ্যাক' শুরু করেছিল পাঞ্জাব পুলিশ। কলকাতায় গ্যাংস্টারের লুকিয়ে থাকার কথা জানতে পেরে জানিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফকে।
আরও পড়ুন:সল্টলেক থেকে হাওড়া ময়দান, পূর্ণাঙ্গ রেল পরিষেবা কবে থেকে, মিলল উত্তর