পটনা: কদিন আগে বিহারের মুজফফরপুরে মিলেছিল ৩ বছরের এক শিশুকন্যার দেহ। একটি স্যুটকেসের মধ্যে বন্দি ছিল ওই শিশুর দেহ। ওই ঘটনার তদন্তে নেমে মোড় ঘোরানো পর্দাফাঁস করল পুলিশ। শিশুকন্যাকে হত্যার দায়ে খোদ ওই শিশুর মাকেই গ্রেফতার করল পুলিশ। এনডিটিভির প্রতিবেদন সূত্রে খবর, পুলিশ জানিয়েছে যে ওই অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন তিনি। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর প্রেমিক শিশুকন্যাকে মেনে নিতে চাননি, সেই কারণে নিজেই গলা কেটে মেয়েকে হত্যা করেছেন ওই মহিলা এবং স্যুটকেসে দেহ রেখে ছুড়ে ফেলে দিয়েছিলেন- এমনটাই দাবি পুলিশের। 


এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত মহিলা পুলিশকে জানিয়েছেন যে শিশুকন্যাকে হত্যার যাবতীয় পরিকল্পনা তিনি একটি জনপ্রিয় ক্রাইম টিভি শো থেকে পেয়েছিলেন।


গত শনিবার বিহারের মুজফফরপুরের একটি বসতি এলাকায় একটি লাল রঙের স্যুটকেস উদ্ধার হয়েছিল। সেখান থেকেই উদ্ধার হয়েছিল বছর তিনেকের ওই শিশুর দেহ। ঘটনায় এতটাই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছিল যে ঘটনার তদন্তের জন্য একটি স্পেশাল টিম তৈরি করা হয়েছিল।


এনডিটিভি সূত্রের খবর, ফরেন্সিক টিম ওই শিশুর বাড়িতে যায়। সেখানেই মেঝেয়, বেসিনে এবং টেরেসে রক্তের দাগের খোঁজ মেলে। খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই শিশুর মায়ের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার দিন তিনি তাঁর স্বামীকে ফোন করে জানান যে তিনি তাঁর এক আত্মীয়ার বাড়িতে যাচ্ছেন। এরপর স্ত্রীয়ের নামে অভিযোগ দায়ের করেন নিহত শিশুর বাবা। তার ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রেমিকের বাড়ি থেকে ওই মহিলাকে খুঁজে পায় পুলিশ। এনডিটিভি সূত্রের খবর, পুলিশ জানিয়েছে এই ঘটনায় ওই মহিলার প্রেমিকের কোনোও যোগসূত্র পাওয়া যায়নি বলে তাঁকে আটক করা হয়নি। মহিলা দাবি করেছেন, সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিক তাঁর সন্তানকে মানতে চাননি, সেই কারণেই শিশু সন্তানকে হত্যা করেন অভিযুক্ত মহিলা। গলা কেটে হত্যা করে একটি স্যুটকেসে দেহ রেখে বাড়ির কাছেই একটি ঝোপের পাশে ফেলে দেন তিনি, অভিযোগ এমনটাই।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির