কলকাতা: আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি। এদিন সাংবাদিক বৈঠকে বনধের ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার হয়েছে। 'প্রচুর আহত, গ্রেফতারি হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে', তাঁদের কথা ভেবে বাংলা বনধের ডাক সুকান্ত মজুমদারের। এর আগে শুভেন্দু অধিকারী বাংলা স্তব্ধ করার ডাকও দিয়েছিলেন। বলেছিলেন,'অত্যাচার বন্ধ করুন, নয়তো আমরা কাল বাংলা স্তব্ধ করে দেব'। 


নবান্ন অভিযানে ধুন্ধুমার:
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। একের পর এক গার্ডরেল ভেঙে মিছিল এগিয়েছেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পুলিশ জল কামান দাগে, কাঁদানে গ্যাস, লাঠিচার্জও করে। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ। ইটবৃষ্টিতে আহত চণ্ডীতলা থানার আইসি। আহত পুলিশকর্মীকে পৌঁছে দিলেন আন্দোলনকারীরাই। মহাত্মা গান্ধী রোডে লাঠিচার্জ, মাথা ফাটল মহিলার।


বিজেপির ডাকা বনধের তীব্র বিরোধিতা কুণাল ঘোষের। আরজি করের নির্যাতিতার ধর্ষণ-খুনের বিচার নয়,  বিজেপি চেয়ার চাইছে বলে দাবি করলেন তিনি। কুণাল ঘোষের দাবি, 'এটা ছাত্র সমাজ নয়, সমাজবিরোধীদের আন্দোলন।' কুণালের দাবি, চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি।


পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে হওয়া নবান্ন অভিযানের উপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান দাগার তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। X হ্যান্ডেলে তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গে ধর্ষণকারী এবং দুষ্কৃতীদের সাহায্য করার দাম রয়েছে কিন্তু নারীর বিরুদ্ধে হওয়া অত্যাচারের প্রতিবাদ করা অপরাধ।'  






এদিন নবান্ন অভিযান ঘিরে  গোড়া থেকেই সতর্ক  ছিল পুলিশ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশেও নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল গোড়া থেকেই। কড়া পুলিশি নিরাপত্তা যেমন ছিল তেমনই আশেপাশের এলাকাও ঘিরে দেওয়া হয়েছিল গার্ডরেল দিয়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'আমি মেয়ের মা, নেতা-মন্ত্রীদের মেয়ের বডিগার্ড আছে, আমাদের নেই'