পটনা : ৭০ তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা পুনরায় নেওয়া হোক। এই দাবিতে প্রতিবাদ মিছিল করলেন বহু সংখ্যক BPSC চাকরিপ্রার্থী।  পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তাঁরা সরব হন। সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। চলতি এই বিক্ষোভের আবহেই পুনরায় পরীক্ষার দাবিতে সরব হলেন দেশের অন্যতম নামী শিক্ষাবিদ তথা ইউটিউবার ফয়জাল খান, যিনি খান স্যার নামেও খ্যাত। একটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। খান স্যারের কথায়, "নির্দিষ্টভাবেই একটা দুর্নীতি হয়েছে। সরকার পুনরায় পরীক্ষা নিতে পারে। কারণ, ইতিমধ্যে হাইকোর্টে প্রমাণ দেওয়া হয়েছে।"  তিনি আশা করেন, আদালতের সিদ্ধান্ত ছাত্রদের পক্ষেই যাবে। 


এই বিষয়ে কথা বলার সময় ফয়জাল খান বলেন, "আমরা পুনরায় পরীক্ষা চাই। সরকার পুনরায় পরীক্ষা (৭০তম BPSC) নেবেও। আমাদের কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। পুনরায় পরীক্ষা নিলে সরকারের পক্ষেই ভালো। যদি তারা সেটা করে, সেটা তাদেরই উপকারে আসবে। আমি চাই, Gaya and Nawada-র ট্রেজারি রিপোর্ট প্রকাশ করা হোক। নিশ্চয়ই একটা দুর্নীতি হয়েছে। আমাদের সমস্ত দাবিই বৈধ। আমি নিশ্চিত যে, সরকার পুনরায় পরীক্ষা নেবে। কারণ, আমরা হাইকোর্টে প্রমাণ দিয়েছি। আদালত ছাত্রদের পক্ষে নির্দেশ দেবে।" 


অনিয়মের অভিযোগ তুলে ৭০ তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি জানান BPSC-র চাকরিপ্রার্থীরা। জানুয়ারিতে প্রতিবাদ জানান তাঁরা। ৭০তম কম্বাইনড কমপিটিটিভ এক্সামিনেশনের বাতিলের দাবি জানান। তাঁরা অভিযোগ তোলেন, পরীক্ষায় অব্যবস্থা এবং অনিয়ম হয়েছে। 


 






এদিকে নেহরু পথ, বীরচাঁদ পটেল পথ এবং আয়কর অফিস চত্বরে আইন-শৃঙ্খলা এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে এফআইআর রুজু করা হয়েছে বলে জানায় পটনা জেলা প্রশাসন। ৩৫০ প্রতিবাদকারীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।  এই আবহে কেন্দ্রীয়মন্ত্রী চিরাগ পাসওয়ান আবার আন্দোলনকারীর ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি BPSC-র কাছে চাকরিপ্রার্থীদের দাবি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এমনকী তিনি এও জানান, তাঁর নিজের পরিবারের সদস্যরা যাঁরা পরীক্ষায় বসেছিলেন তাঁরাও পরীক্ষা কেন্দ্রে অব্যবস্থার কথা বলেছেন।