কলকাতা: এতদিন গর্ভনিয়ন্ত্রণের যাবতীয় দায়িত্ব ছিল মহিলাদের। কিন্তু এবার পুরুষদেরও জন্ম নিয়ন্ত্রণের উপায় বাজারে পৌঁছে গেল। পুরুষদের জন্ম নিয়ন্ত্রক এই টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।

পেট ও জঙ্ঘার মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা। এটি নাসবন্দি নয়, জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। দিল্লির বৈজ্ঞানিকরা তৈরি করেছেন এটি। তাঁরা জানিয়েছেন, ক্লিনিক্য়াল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে। ৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭.৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

আইসিএমআরের বরিষ্ঠ বৈজ্ঞানিক আর এস শর্মা বলেছেন, এই টিকা পুরোপুরি প্রস্তুত, এখন সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষা। এতদিন মহিলাদের গর্ভনিরোধক ট্যাবলেট, আইইউডি, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইত্যাদি গর্ভনিরোধক যাবতীয় ব্যবস্থা শুধু মহিলাদের জন্য ছিল। পুরুষদের জন্য ছিল শুধু কন্ডোম। শর্মা বলেছেন, বলা যেতে পারে, এটিই বিশ্বের প্রথম পুরুষ গর্ভনিরোধক। যদি এর দাম কিছুটা কম রাখা যায়, তবে অবাঞ্ছিত সন্তানসম্ভাবনা আটকানোর জন্য এটি অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে। বেশ কয়েক বছরের পরীক্ষানিরীক্ষার পর প্রস্তুত হয়েছে এটি।