হুগলি: কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রচার। রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের তুলনামূলক খতিয়ান লেখা দাবা বোর্ড বিলি।
গতকাল রাতে নিজের কেন্দ্রে এই দাবা বোর্ড বিলি করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবার বোর্ডের উপরে মুখ্যমন্ত্রীর ছবি সহ কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা।
দাবার ছকের জায়গায় লেখা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নাম। দাবার বোর্ডের পিছনের অংশে লেখা রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের তুলনামূলক খতিয়ান।
এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদের দাবি, অভিনব এই দাবার বোর্ড দিয়েই একুশের লড়াই শুরু। তাই উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদি সরকারের সাফল্যের খতিয়ান।
পাল্টা হুগলির বিজেপি সাংসদের দাবি, দাবার বোর্ডে লেখা অনেক প্রকল্পেরই কোনও অস্তিত্ব নেই। এমনকি, রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে নিজেদের নামে করারও অভিযোগ তুলেছেন তিনি।