নয়াদিল্লি : এখনও একাধিক ইস্যুর সমাধান বের করে উঠতে পারেনি বিজেপি-বিরোধী শিবির। লোকসভা ভোটের আগে শেষ পর্যন্ত I.N.D.I.A ব্লক কতটা নিজেদের মধ্যে ব্যবধান সরিয়ে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে পারবে তা সময় বলবে। কিন্তু, এরই মধ্যে আশঙ্কার কথা শোনালেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। তাঁর আশঙ্কা, যদি EVM সমস্যার সমাধান না করা হয়, তাহলে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি ৪০০-র বেশি আসনে জয়ী হবে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের ভাগ্য নির্ধারণ করবে এই ভোট।


কংগ্রেস এবং অন্যান্য কিছু বিরোধী দল ক্রমাগত ১০০ শতাংশ ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা VVPAT-এর দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, বাক্সয় ফেলার পরিবর্তে ভোটারদের স্লিপ দিয়ে দিতে হবে। এই পরিস্থিতিতে ইভিএম নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি এনজিও-র রিপোর্ট তুলে ধরেন। যে সংস্থার চেয়ারে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর।


সেই রিপোর্ট উল্লেখ করে পিত্রোদা বলেন, "ওই রিপোর্টের মূল সুপারিশ ছিল, VVPAT সিস্টেমের সংশোধনী। আমি অপেক্ষা করছিলাম, এনিয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান জানাবে। কিন্তু, সেরকম কিছু হল না। তাই, আমি এনিয়ে বলছি। পাঁচ রাজ্যে ভোট মিটে যাওয়া বা ২০২৪-এর আসন্ন ভোটের সঙ্গে এর কোনও সম্বন্ধ নেই। আমার মনে হয়, ওই রিপোর্টের ভিত্তিতে কোথায় একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হচ্ছে। তাই, নির্বাচন কমিশনের উচিত সেই বিশ্বাস পুনরায় গড়ে তোলা।"


কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করা হয় যে, বিজেপি দাবি করছে তারা আগামী লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসনে জয়ী হবে বলে দাবি করছে। এপ্রসঙ্গে পিত্রোদা বলেন, "ওরা যদি এমনটা ভাবে তাহলে ওদের আরও শক্তি মিলুক। অসাধারণ। তবে, দেশ সেটা ঠিক করবে। পরের ভোটের আগে ইভিএম ঠিক করা প্রয়োজন। " তাঁকে প্রশ্ন করা হয়, I.N.D.I.A ব্লকের রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী মুখ বেছে না নেওয়া নিয়ে তিনি কী বলবেন ? এ প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, "I.N.D.I.A ব্লক কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরছে না। জোট ঠিক করেছে, ভোটের পর আমরা এবিষয়ে সিদ্ধান্ত নেব। কারণ, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার, যে ৬০ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দেয় না তাদের একত্রিত করা।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।