সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জেলায় চুরি ও ডাকাতির ঘটনা আটকাতে নতুন অ্যাপ চালু করল পুরুলিয়া জেলা পুলিশ (New App By Purulia District Police)। গত কাল জেলা পুলিশের পুলিশ লাইনে ব্যবসায়ীদের ডেকে এই অ্যাপ 'ইনস্টল' করার আবেদন করা হয়। মূলত জেলার যে সব ব্যবসায় নগদে কারবার করা হয়, সেই সব ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যাঙ্ক ও আমানতকারী সংস্থার কর্মকর্তাদেরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিশদ...
হালেই রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে, ঘটনার অনেকটা পরে পুলিশের কাছে খবর পৌঁছয়। ফলে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে। পুরুলিয়ার একেবারে লাগোয়া জেলা ঝাড়খন্ড। নির্দিষ্ট করে বললে, জেলার ৩৮০ কিলোমিটার জুড়ে রয়েছে ঝাড়খণ্ড সীমানা। বিশেষত, জঙ্গলমহলের প্রায় সব থানাই ঝাড়খন্ড সীমানা লাগোয়া এলাকায়। একবার দুষ্কৃতীরা সেই রাজ্যে ঢুকে গেলে তদন্ত করে তাদের নাগাল পেতে হলে নানা ঝক্কি পোহাতে হয় পুলিশ আধিকারিকদের। সবটা মাথায় রেখেই এই অ্যাপের ভাবনা।
কী হবে?
পুরুলিয়া জেলা পুলিশের দাবি, এই অ্যাপ থাকলে কোনও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সুইচ টিপে দিলেই পুলিশের কাছে খবর পৌঁছে যাবে। পরিস্থিতি বিচার করে এমনই অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেন জেলা পুলিশ সুপার। অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'সুরক্ষা'। প্রশাসনের আশা, এই অ্যাপ চালু হলে খুব তাড়াতাড়ি ডাকাতির কিনারা করা সম্ভব হবে। এই ধরনের ঘটনা আটকানোও যাবে। পুলিশের তরফে এমন অ্যাপের কথা শুনে ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে এই উদ্যোগ যাতে কার্যকরী হয়, সে জন্য পুলিশ চায় যাতে প্রত্যেক ব্যবসায়ী এই 'সুরক্ষা' অ্যাপটি নিজেদের মোবাইল ফোনে 'ইন্সটল' করেন।
দিনেদুপুরে ডাকাতি...
গত অগাস্টে, পুরুলিয়ার সোনার দোকানে যে ডাকাতি হয়েছিল তার পর থেকে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়েছে প্রশাসনকে।ওই ঘটনায় পুরুলিয়ার নামোপাড়ায় সোনার দোকানে ৭ ডাকাত চড়াও হয়। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট দেয় তারা। অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠ হওয়ার অভিযোগ উঠেছিল সেবার। একেবারে দিনেদুপুরে ঘটনাটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা জানা, ৭ জনের দুষ্কৃতী দল মোটরবাইক নিয়ে ওই আসে। শোরুমে ঢোকে। একজনের মাথায় ছিল হেলমেট। বাকিদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, হিরে লুঠ করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। কর্মচারী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়।
আরও পড়ুন:বর্ষবরণেও 'উধাও হবে শীত? কবে থেকে ফের পারদ পতন?