নয়াদিল্লি : প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার আজ জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপরেই NDA-এর নবনির্বাচিত সাংসদদের জন্য বিশাল ডিনারের আয়োজন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর এই ডিনারে থাকছে খাবারের একাধিক পদ-সম্বলিত বিশাল মেনু।
যে মেনুতে জোর দেওয়া হয়েছে গরমের মোকাবিলায়। কিছু বিশেষ পদ থাকছে মেনুতে। যেমন- তাপের মোকাবিলায় বিভিন্ন রকমের জুস ও শেক, স্টাফড লিচি, মটকা কুলফি, ম্যাঙ্গো ক্রিম ও রায়তা-সহ বিভিন্ন পদ। এছাড়া মেনুতে থাকবে- যোধপুরি সবজি, ডাল, দম বিরিয়ানি এবং পাঁচ রকমের পাউরুটি। এমনকী থাকছে পাঞ্জাবি ফুড কাউন্টারও। যাঁদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে বাজরা, তাঁদের জন্য বাজরার খিচুড়ির ব্যবস্থা করা হচ্ছে। পাঁচ রকমের জুস ও শেক থাকবে এবং রায়তা থাকবে তিন রকমের। যেসব নেতা মিষ্টি খেতে ভালবাসেন তাঁদের স্বাদ গ্রহণেও কোনও খামতি রাখা হবে না। কারণ, মেনুতে জায়গা করে নিয়েছে- পাঁচ রকমের ডেজার্ট, সাদা রসমালাই ও চার রকমের ঘেওয়ার। থাকছে চা-কফিও।
মোদির শপথ-গ্রহণ
আজ সন্ধেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালে রাজঘাট ও অটল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান মোদি। পরিদর্শন করেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। সূত্রের খবর, আজ রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে প্রায় ৫৫ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। কিন্তু, বাংলার কতজন মন্ত্রিত্ব পাবেন ? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, আলোচনায় রয়েছে শান্তনু ঠাকুরের নাম। মোদির সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে ৩৩-৩৫ জন শপথ নিতে পারেন। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে চন্দ্রবাবু নায়ডুর TDP, JD(U) পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, LJP থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। একজন করে মন্ত্রিসভায় থাকতে পারেন RLD এবং অজিত পাওয়ারের NCP থেকে। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিং, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন জেপি নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল, এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।