মুম্বই: এবার বিতর্কের কেন্দ্রে ‘তাণ্ডব’। সেফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবির বিরুদ্ধে হিন্দু ধর্মের মানহানি করার অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের অভিযোগ ভগবান শিব এবং ভগবান রামকে অপমান করা হয়েছে। এই ছবি ব্য়ান করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। পাশাপাশি বিজেপি বিধায়ক রাম কদমও এই ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য ছবি বানাতে গিয়ে হিন্দু ধর্মের মানহানি করা অভ্যাসে পরিণত হয়েছে।
তাণ্ডব ওয়েব সিরিজের প্রথম পর্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে দেখানো হয়েছে অভিনেতা মহম্মদ জিশান আয়ুব বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ভগবান শিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তোমরা কার থেকে স্বাধীনতা চাও? এরপর ওই দৃশ্যে দেখানো হয় পড়ুয়ারা স্টেজে উঠে আসার পরই ‘নারায়ণ নারায়ণ’ ধ্বনি ওঠে।
প্রথম পর্বের এই অংশ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের বক্তব্য, ভগবান শিবকে ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে। ভগবান রাম সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য মানা হবে না বলে হুঁশিয়ারি তাঁদের। অন্যদিকে ছবির আরেকটি দৃশ্য নিয়েও বিরোধিতা করছেন নেটিজেনদের একাংশ। ছবির একটা দৃশ্যে দেখানো হয়েছে, কলেজ ছাত্রী বলছে, নিম্নবর্ণের একটি ছেলে এবং উচ্চবর্ণের একটি মেয়ের মধ্যে সম্পর্ক মানে সে শুধু ওই মেয়েটির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে তা নয়।
এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস বাম মনোভাবাপন্ন একজন মানুষ। তিনি বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে এই ছবি বানিয়েছেন। বম্বে হাইকোর্টের আইনজীবী আশুতোষ দুবে আইনি নোটিস জারি করেছেন অ্যামাজন প্রাইম এবং পরিচালকের বিরুদ্ধে। বিজেপি নেতা কপিল মিশ্রও এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, দলিত এবং হিন্দুদের অপমান করা হয়েছে এই ছবিতে। রীতিমতো ভিডিও তৈরি করে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ হিংসা ছড়ানোর জন্য এই ওয়েব সিরিজ বানানো হয়েছে।
হিংসা ছড়ানোর অভিযোগে ‘তাণ্ডব’ ব্যান করার দাবি, আসরে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 02:21 PM (IST)
প্রথম পর্বের এই অংশ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের বক্তব্য, ভগবান শিবকে ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে। ভগবান রাম সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য মানা হবে না বলে হুঁশিয়ারি তাঁদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -