নয়াদিল্লি : মহারাষ্ট্রে বিশাল সাফল্য বিজেপি-নেতৃত্বাধীন মহাযূতি জোটের। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস-এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) ও শিবসেনা-র (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) মহা বিকাশ অঘাড়ি জোট। এবার প্রশ্ন উঠছে, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন ?
বিশাল জয়ের ছবি স্পষ্ট হতেই শনিবার সন্ধেয় এনিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি ঘোষণা করেন, এ ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফে শরিক দলগুলির নেতৃত্বকে জানিয়ে রাখা হয়েছে, সকলের সঙ্গে শলা-পরামর্শের পর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্বাচন করা হবে।
দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, "কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে কোনও বিবাদ থাকবে না। প্রথম দিন থেকে এটা ঠিক হয়ে রয়েছে যে, ভোটের পর তিন দলের নেতৃত্ব একসঙ্গে বসে এনিয়ে সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এনিয়ে কোনও বিবাদ থাকলে চলবে না।" প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পদের জন্য সম্ভাব্য দাবিদারদের অনুগামীরা ইতিমধ্যেই নানা প্রচার শুরু করেছেন বলে বক্তব্য ওয়াকিবহাল মহলের। এই পরিস্থিতিতে দেবেন্দ্রর বক্তব্য তাৎপর্যপূর্ণ।
পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ?
মহারাষ্ট্রে মহাযূতির বিশাল সাফল্যের ছবি স্পষ্ট হতেই এই বাণিজ্য নগরীতে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। খাতায়-কলমে লড়াইটা ফড়ণবীশ ও একনাথ শিণ্ডের মধ্যে। এদিকে এবারের নির্বাচনে মহারাষ্ট্রে অন্যতম সেরা ফল করতে চলেছে বিজেপি। কিন্তু, একনাথ শিণ্ডের সমর্থন ছাড়া ১৪৫-এর ম্যাজিক ফিগারের অনেক আগে আটকে যেতে চলেছে। এবিষয়টি নিয়ে ভালভাবে ওয়াকিবহাল শিণ্ডে।
৫ বছর আগে, প্রত্যাখ্যাত হওয়ার পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন উদ্ধব ঠাকরে। তখন রোটেশনাল প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রিত্বের কথা ভাবা হয়। সেবার অবিভক্ত শিবসেনা মাত্র ৫৬টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে গিয়েছিল ১০৫টি আসন। কিন্তু, সেবারও এখনকার মতোই ক্ষমতায় থাকতে তার আদর্শগত সঙ্গীর সাহায্যের প্রয়োজন পড়েছিল বিজেপির।
তবে, নিজের দাবি-দাওয়া আদায়ে পিছপা হবেন না শিণ্ডেসেনা। এর পাশাপাশি রয়েছে অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীও। তাদের পকেটেও প্রায় ৪০টি আসন। তাছাড়া বিদায়ী উপ মুখ্যমন্ত্রীও অজিত পাওয়ার। সেটা ধরে রাখার চেষ্টা করতে পারেন তিনি। পাশাপাশি বিজেপির থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থন জানাতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে