সমীরণ পাল (বারাসত): দলের হোয়াটস অ্যাপ গ্রুপে মহিলাদের নামে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ নিয়ে উত্তর ২৪ পরগনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বই! এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
বিজেপি সূত্রে খবর, সম্প্রতি ‘বারাসাত বিজেপি’ নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপে মহিলাদের নিয়ে আপত্তিকর বার্তা পাঠান বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। এই ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার পাল। অশ্লীল মেসেজ পাঠানো হয়েছে, এতে মা বোনেরা অসম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা প্রাক্তন সম্পাদক বরুণ জোয়ারদার। যদিও অভিযুক্ত বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন, তৃণমূলের মদতে এসব হচ্ছে। গ্রুপ ফেক। এরকম কোনও গ্রুপ নেই। আমি কোনও ম্যাসেজ পাঠাইনি।
আবার মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুকুমার মণ্ডল বিজেপি নেতার অভিযোগ উড়িয়ে বলেছেন, ওদের দলে এরকমই অশ্লীলতা চলে। এতে আমাদের কোনও হাত নেই। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব সূত্রে খবর, হোয়াটস অ্যাপ গ্রুপে যে নম্বরটি থেকে আপত্তিকর বার্তা পাঠানো হয়েছে, সেই ফোন নম্বরটি অভিযুক্ত বিজেপি নেতারই।
সব মিলিয়ে এই ঘটনায় পুরভোটের আগে বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের অভিমত।
হোয়াটস অ্যাপ গ্রুপে মহিলাদের নামে অশ্লীল মেসেজ! বারাসতে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে থানায় স্থানীয় বিজেপি নেতৃত্বই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 12:10 PM (IST)
বিজেপি সূত্রে খবর, সম্প্রতি ‘বারাসাত বিজেপি’ নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপে মহিলাদের নিয়ে আপত্তিকর বার্তা পাঠান বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -