নিউ ইয়র্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা করেছেন। প্রতিটি প্রদেশকে যত তাড়াতাড়ি সম্ভব এমার্জেন্সি অপারেশন সেন্টার তৈরি করতে হবে, সবকটি হাসপাতালকে তৈরি রাখতে হবে তাদের এমার্জেন্সি অপারেশনস প্ল্যান।
আমেরিকায় এই মুহূর্তে করোনা আক্রান্ত ১,৮০০ জন, ৪১ জনের মৃত্যু হয়েছে। দ্রুত করোনা মোকাবিলা করতে পারেননি বলে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের রীতিমত সমালোচনা চলছে। পরিস্থিতি সামাল দিতে এ জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। তিনি বলেছেন, জরুরি অবস্থা জারি করার ফলে প্রদেশ ও আঞ্চলিক প্রশাসনের হাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওষুধপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র বেশি করে আসবে, হাসপাতাল ও চিকিৎসকরা যাতে আরও দ্রুততার সঙ্গে কাজ করতে পারেন তাই এই মুহূর্তে এমার্জেন্সি অপারেশন সেন্টার তৈরি করার জন্য প্রদেশগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি।
গোটা বিষয়টিতে বেসরকারি ক্ষেত্রকে যুক্ত করার জন্যও উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মূল কাজ হতে চলেছে গুগলের সঙ্গে, এর ফলে ঘরে বসেই একটি পরীক্ষার মাধ্যমে মানুষ বুঝতে পারবেন তাঁদের করোনা পরীক্ষার প্রয়োজন আছে কিনা, আর প্রয়োজন থাকলে কোথায় তা করানো যাবে। এই প্রকল্পে গুগলের সঙ্গে ১৭০০ ইঞ্জিনিয়ার কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।
যদিও ভারতে জরুরি অবস্থার যা অর্থ, আমেরিকায় তা নয়। এই ঘোষণার ফলে মানুষের অধিকার এখানে খর্ব করা হয় না, বরং করোনার মত কোনও সঙ্কট দেখা দিলে তার জন্য জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হয়, চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, তাই আলগা করা হয় আইনের ফাঁস।
করোনা: আমেরিকায় জরুরি অবস্থা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 09:47 AM (IST)
প্রতিটি প্রদেশকে যত তাড়াতাড়ি সম্ভব এমার্জেন্সি অপারেশন সেন্টার তৈরি করতে হবে, সবকটি হাসপাতালকে তৈরি রাখতে হবে তাদের এমার্জেন্সি অপারেশনস প্ল্যান।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -