নয়াদিল্লি: মুসলিম সবজিবিক্রেতাদের কাছ থেকে শাকসব্জি কিনতে সাধারণ মানুষকে বারণ করার অভিযোগ ওঠায় দলের বিধায়ককে শোকজ নোটিস দিল বিজেপি। সুরেশ তেওয়ারি নামে উত্তরপ্রদেশের ওই বিধায়কের মন্তব্যে দল অস্বস্তিতে পড়ায় ভীষণ ক্ষুব্ধ বিজেপি সভাপতি জেপি নড্ডা রাজ্য নেতৃত্বকে কার্যত তিরস্কার করে জানতে চেয়েছেন, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
সুরেশের মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে চাইলে মুসলিম সব্জিবিক্রেতাদের কাছে যাবেন না। বিতর্কের মুখে অবশ্য় দেওরিয়ার ওই বিধায়ক সাফাই দিয়েছেন, দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি লোকজনকে সাবধান করে দিতে চেয়েছিলেন।
কিন্তু বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব সুরেশের বক্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন। নড্ডা উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেবের ওপর অসন্তোষ প্রকাশ করে সুরেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। ৭ দিন সময় দেওয়া হয়েছে সুরেশকে বক্তব্য় জানানোর জন্য।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য হিন্দুত্ববাদী শিবিরের একাংশ নিজামুদ্দিনের ঘটনাকে ইস্যু করে গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর জাতি-ধর্ম নির্বিশেষে সম্প্রীতি, ভ্রাতৃত্বের রাস্তায় করোনাভাইরাসের বিরুদ্ধে গোটা দেশকে সংগ্রামে নামার ডাক দিয়েছেন।
করোনা সংক্রমণের আবহে মুসলিম-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ, নড্ডার নির্দেশে উত্তরপ্রদেশে দলীয় বিধায়ককে শোকজ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 09:43 PM (IST)
বিতর্কের মুখে অবশ্য় দেওরিয়ার ওই বিধায়ক সাফাই দিয়েছেন, দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি লোকজনকে সাবধান করে দিতে চেয়েছিলেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -