নয়া দিল্লি: বিখ্যাত শৈবতীর্থ কেদারনাথে প্রবেশ নিয়ে বিতর্ক তৈরি হল বিজেপি বিধায়কের মন্তব্য। এবার কেদারনাথে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি নেত্রী।                                                                     


উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশা নৌটিয়াল কেদারনাথ মন্দিরে “অ-হিন্দুদের” প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। আশা নৌটিয়াল নামে ওই বিজেপি নেত্রী আবার কেদারনাথের বিধায়ককও বটে।                                               


তিনি সম্প্রতি দাবি করেছেন, ‘কিছু অ-হিন্দু ব্যক্তি ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছেন। যদি কিছু লোক এমন কিছু করে যা কেদারনাথ ধামের ভাবমূর্তি নষ্ট করতে পারে, তাহলে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত। তারা অবশ্যই অ-হিন্দু, যারা বাইরে থেকে এসে ধামকে অপমান করার জন্য এই ধরনের কার্যকলাপে জড়িত। ’ 


এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি কেদারনাথে যাত্রা ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক হয়েছিল, যেখানে স্থানীয়রা কিছু সমস্যার কথা উত্থাপন করেছিলেন। এই সমস্যাগুলি এতদিন নজরে আসেনি বলে তিনি দাবি করেন।


আরও পড়ুন, ইসলাম ধর্ম নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ, YouTuber-এর বাড়িতে 'গ্রেনেড' পাক গ্যাংস্টারদের!


এর পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, ‘বিজেপি নেতারা চাঞ্চল্যকর মন্তব্য করাকে অভ্যেসে পরিণত করে ফেলেছেন।’ 


যদিও হরিশ রাওয়াতের বক্তব্য, ‘উত্তরাখণ্ড একটি ‘দেবভূমি’ এবং আপনি কতদিন ধর্মের সাথে সব কিছু সংযুক্ত করবেন? তারা এটা করছে কারণ তাদের কাছে মানুষকে বলার মতো কিছু নেই।’ সামনে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে থেকে চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তখন গঙ্গোত্রী  ও যমুনোত্রী ধামের দরজা খোলা হবে। ২ এপ্রিল থেকে খুলতে চলেছে কেদারনাথ, বদ্রীনাথ ধাম খুলবে ৪ এপ্রিল। তার আগে বিজেপি নেত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে নতুন বিতর্ক তৈরি করল।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে