নয়াদিল্লি: নামের তিনটি অক্ষর ধরে বিমানবন্দরের কোডনেম তৈরি হয়। পৃথিবীর সর্বত্রই এই নিয়ম চালু রয়েছে। যে কারণে কলকাতা বিমানবন্দরের কোডনেম CCU (পূর্বনাম Calcutta অনুসারে), মুম্বই বিমানবন্দরের কোডনেম BOM (পূর্বনাম Bombay অনুসারে)। কিন্তু  বিহারের গয়া বিমানবন্দরের কোডনেম, GAY নিয়ে এবার আপত্তি তুললেন বিজেপি-রই সাংসদ। কোডনেম পাল্টানোর দাবি তুললেন। সংসদে সেই প্রসঙ্গ উঠলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে দলের সাংসদকে জবাব দেওয়া হল। (Gaya International Airport)

বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিংহ গয়া বিমানবন্দরের কোডনেম GAY রাখা নিয়ে আপত্তি জানান। তাঁর দাবি, গয়ার মতো পবিত্র শহরের বিমানবন্দরের কোডনেম GAY রাখায় অস্বস্তিতে পড়েছেন সেখানকার মানুষ। সংস্কৃতির নিরিখে এই কোডনেম অত্যন্ত অবমাননাকর। গয়া বিমানবন্দরের বর্তমান কোডনেম পাল্টে যাতে সম্মানজনক কিছু রাখা যায় কি না, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানান ভীম। (GAYA Airport Codename)

কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মহল ভীমকে লিখিত জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরের তিন অক্ষরের কোডনেম পাল্টানো যায় না। একবার যে কোডনেম রাখা হয়, পাকাপাকি ভাবে সেই ব্যবহার করা হয়। একেবারে অভূতপূর্ব কোনও পরিস্থিতি না দেখা দিলে, নিরাপত্তাজনিত কোনও উদ্বেগ না থাকলে, কোডনেম পাল্টানোর রীতি নেই। সাধারণত শহরের নামের প্রথম তিনটি অক্ষর ধরেই যে সেখানকার কোডনেম রাখা হয়, তাও জানান মুরলিধর।

International Air Transport Association (IATA)-র নীতি অনুযায়ীই পৃথিবীর সমস্ত বিমানবন্দরের কোডনেম রয়েছে। মুরলিধর জানিয়েছেন, বিমান সংস্থার অনুরোধেই কোডনেম রাখা হয়। বাণিজ্যিক বিমান পরিষেবার কথা মাথায় রেখেই কোডনেমের প্রচলন। IATA-র ৭৬৩ নম্বর বিধি অনুযায়ী, অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া বিমানবন্দরের কোডনেম পাল্টানো যায় না।

গয়া বিমানবন্দরের কোডনেম পাল্টানোর দাবি যদিও এই প্রথম উঠল না। বছর তিনেক আগে। ২০২২ সালে পাবলিক আন্ডারটেকিং বিষয়ক সংসদীয় কমিটির তরফে ওই প্রস্তাব জমা পড়ে। পবিত্র শহর গয়ার বিমানবন্দরের কোডনেম GAY রাখা অশোভনীয় বলে অভিযোগ করা হয়। কোডনেম GAY থেকে পাল্টে YAG রাখার প্রস্তাব দেওয়া হয়। সেই সময় কেন্দ্র জানায়, IATA তাদের ওই প্রস্তাবে রাজি হয়নি। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় সেই সময়। সমাজকর্মীরাও বিষয়টি নিয়ে সরব হন। তাঁরা অভিযোগ করেন, এমন দাবি তোলার একটাই অর্থ হয় যে, এই সরকার এবং তাদের প্রতিনিধিরা সমকামিতার বিরোধী। সেই জন্যই কোডনেম পরিবর্তনের দাবি করা হচ্ছে। এত বছর পর ফের ওই একই দাবি উঠল।