কলকাতা ও হাওড়া: একুশের ভোট প্রচার চমক দিয়ে শুরু করতে চায় বিজেপি। দলের সিদ্ধান্ত, আগামী ৮ অক্টোবর হবে নবান্ন অভিযান। সেদিন বেলা ১২টায় মোট চারটি মিছিল রওনা হবে নবান্নের উদ্দেশে। দুটি মিছিল হবে হাওড়া থেকে, অন্য দুটি মিছিল কলকাতা থেকে।
বিজেপি সূত্রে খবর, হাওড়ার মিছিল শুরু হবে সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান থেকে। সাঁতরাগাছি থেকে মিছিল কোনা এক্সপ্রেস হয়ে রওনা হবে নবান্নের দিকে। হাওড়া ময়দানের মিছিলটি জিটি রোড হয়ে ফরসোর রোড দিয়ে নবান্নের দিকে এগোবে।
কলকাতা থেকে একটি মিছিল রওনা হবে বিজেপির রাজ্য দফতর থেকে। ওই মিছিলের নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য দফতর থেকে মিছিলটি প্রথমে যাবে হাওড়া ময়দান। সেখান থেকে জিটি রোড, ফরসোর রোড হয়ে মিছিল এগোবে নবান্নের দিকে।
আর একটি মিছিল হবে দক্ষিণ কলকাতা থেকে। কিন্ত তার শুরুর জায়গা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রে খবর, মিছিলে যোগ দেবেন কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির বিজেপি কর্মীরা। একইসঙ্গে অন্য জেলার নেতাদের উপস্থিত থাকতেও বলা হয়েছে মিছিলে।
মূলত কর্ম সংস্থানের দাবিতে এই অভিযানের ডাক দেওয়া হলেও, এর সঙ্গে চাকরির নামে দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা, শিক্ষক নিয়োগে সরকারের ভূমিকা, রাজ্যে রাজনৈতিক হত্যাকাণ্ডের মতো একাধিক বিষয়কে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য বিজেপির নেতারা।
তবে বিজেপির এই আন্দোলনের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।