নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হলেন বিজেপি নেতা তথা স্থানীয় কাউন্সিলর রাকেশ পণ্ডিতা। গতকাল, বুধবার পুলওয়ামার ত্রালে ঘটেছে ঘটনাটি। জম্মু ও কাশ্মীরের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটেছে। সূত্রের খবর, গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বাইরে বেরিয়েছিলেন ত্রাল পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। 


কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরে একটি বাড়িতে থাকতেন রাকেশ। বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এমনকি রাকেশের সঙ্গে দু'জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকতেন। এদিন সন্ধের পর ত্রাল পাইনে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়। ঘটনায় গুরতর আহত হয়েছে, রাকেশর বন্ধ সোমনাথ পণ্ডিতার মেয়েও। তিনি আরও জানিয়েছেন, তাঁর জন্য ২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বন্ধু বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। 


এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তবাহিনী। জম্মু ও কাশ্মীরে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে তিনি বলেছেন, এইভাবে হামলা করে মানুষের কাজ করা থেকে বিজেপিকে রোখা যাবে না। কোনও অস্ত্রহীন ব্যক্তির উপর এই ধরনের হামলা সাহসীকতার পরিচয় দেয় না। এই ঘটনায় অবিলম্বে তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।


এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, "যে রাজনীতিবিদরা খুন হয়েছেন তাঁদের তালিকায় এবার যোগ হল রাকেশের নামও। নির্বাচনী রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিজেপির কাউন্সিলর কাশ্মীরে টার্গেট হয়ে ওঠেন রাকেশ পাণ্ডিতা।  এই আক্রমণের তীব্র নিন্দা করছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।"