নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিজেপি। কৈলাস-মুকুলদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য পুলিশ। নিরপেক্ষ তদন্তের জন্য মামলা দেওয়া হোক সিবিআইকে, আর্জি মামলাকারীদের ।
বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, একাধিক থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। সেই এফআইআর-এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এই সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২ সপ্তাহর মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।
বিজেপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। সিবিআইকে মামলা হস্তান্তরের আর্জি জানান মামলাকারীরা। এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারির প্রথম সপ্তাহে। তার আগেই রাজ্যের কাছে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন কৈলাস-মুকুলদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। অর্থাৎ তাঁদের আটক বা গ্রেফতার করা যাবে না।
সর্বোচ্চ আদালতের নির্দেশে স্বস্তিতে বিজেপি শিবির। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘প্রজাতন্ত্রের জয়।‘ পাল্টা কটাক্ষ করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আক্রমণের সুরে তিনি বলেন, চোরের মায়ের বড় গলা। সুপ্রিম কোর্ট সাধারণভাবে এই নির্দেশই দেয়। উল্লেখ্য, এর আগে ভারতী ঘোষের সোনা পাচার মামলাতেও একই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতী ঘোষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সুপ্রিম কোর্টে স্বস্তি বিজেপির, এখনই কৈলাস-মুকুলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2020 04:08 PM (IST)
বিজেপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -